ফিরে দেখা ছবির অ্যালবাম।। পুরোনো অ্যালবাম গুলো খোলার সময় আছে তো আমাদের!!

in hive-129948 •  last year 

নমষ্কার,,

ডিজিটাল এই যুগে আমরা সবাই হয়তো পুরানো ছবির সেই অ্যালবাম গুলোর কথা ভুলেই গিয়েছি। কি ঠিক বলছি তো? আমরা সবাই এখন স্মার্ট ফোনেই আমাদের সবার ছবি বা ভিডিও গুলো দেখে থাকি বেশি। আর সত্যি বলতে আধুনিকতা আর প্রযুক্তির ছোঁয়া এমন ভাবে লেগে গেছে আমাদের জীবনে যে এর বাইরে যাওয়ার কোন উপায়ই নাই। তাই পুরোনো ছবির অ্যালবাম গুলো হয় হারিয়ে ফেলেছি, অথবা অযত্ন আর অবহেলায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন। তবে ফোনের গ্যালারিতে ছবি দেখার থেকে অ্যালবামে ছবি দেখার আলাদা একটা মজা আছে আমার কাছে। আবেগের মাত্রা টা বোধ হয় অ্যালবামেই বেশি কাজ করে।

IMG20230927145159.jpg

IMG20230927145109.jpg

Location

সত্যি বলতে আমার বাড়িতেও যে দুই একটা পুরানো ছবির অ্যালবাম আছে এটা আমি নিজেও ভুলে যাই মাঝে মাঝে। অনেকটা সখের বসেই বেশ কিছু ছবি প্রিন্ট করে অ্যালবামে রেখে দিয়েছিলাম। নিজে থেকে মনে করে কখনো দেখা হয় না অ্যালবামটা। কিন্তু বাড়িতে যখন ভাগ্নে আসে তখন ঠিকই চোখ পড়ে যায়। আসলে ভাগ্নে আসলে কোথাকার জিনিস কই যায়, আর কোন জিনিস যে কই থেকে টেনে বের করে এটা বোঝা মুশকিল। পুরো লন্ডভন্ড করে দেয় এক কথায়। সেই সুবাদে প্রতিবার আমার ছবির অ্যালবাম টা দেখা হয়। হিহিহিহি।

IMG20230927145218.jpg

IMG20230927145248.jpg

Location

আজ অ্যালবাম থেকে নেওয়া সেই সব কিছু ছবিই সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছি। এই অ্যালবামটায় আমার একদম ছোটবেলা থেকে শুরু করে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত ছবি রয়েছে। সব ছবি অবশ্য নেই। বাছাই করা কিছু ছবি শুধু রয়েছে। পুরো অ্যালবামটা যখনই দেখি আমি মুচকি মুচকি শুধু হাসি। আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি! তবে মায়ের সাথে এবং দিদির সাথে তোলা ছবিগুলো বেশ পছন্দ আমার। এই দুটো ছবি বড় করে বাঁধাই করতে হবে।

ক্লাস ফাইভে যখন সব বন্ধুরা মিলে পিকনিকে গিয়েছিলাম সেই ছবিটাও এই অ্যালবামে আছে। ফেলে আসা এই দিনগুলোর কথা মনে হলে মনটা আপনা আপনিই ভাল হয়ে যায়। এই বন্ধুগুলোর সাথে কতদিন দেখা হয় না, কথা হয়না। অথচ তারা সবাই মনের এক কোণে জায়গা করে নিয়ে আছে।

IMG20230927145434.jpg

IMG20230927145007.jpg

IMG20230927145405.jpg

Location

আমার কাছে মনে হয় এই একটা অ্যালবাম শুধু অ্যালবাম নয়, আমাদের সোনালি মুহূর্তগুলো এখানে বন্দি করা। যেটা আর লক্ষ কোটি টাকা দিলেও ফিরে পাওয়া সম্ভব নয়। শুধু অনুভূতিতে মিশে আছে ফেলে আসা সেই দিনগুলো। তবে আধুনিক এই যুগে হাতে অ্যালবাম নিয়ে বসার সময় কোথায় আমাদের! সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়া আর চ্যাটিং নিয়ে আমরা সবাই ব্যস্ত। এভাবেই চলছে, আর এভাবেই হয়তো চলবে। একটা সময় কালের গহ্বরে হারিয়ে যাবে ছবির অ্যালবাম গুলো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একদম ঠিক বলেছেন ভাইয়া ডিজিটাল যুগে এসে আমরা পুরোনো ছবির অ্যালবাম একদমই ভুলে গিয়েছি। বর্তমানে সবাই স্মার্ট ফোনের মধ্যেই সব দেখতে পাই। আমার কাছেও মোবাইলের গ্যালারি থেকে অ্যালবামে ছবি দেখতে অনেক বেশি ভালো লাগে। সত্যিই এটি শুধু অ্যালবামই নয় এর মধ্যে জমা থাকে সোনালী দিনের অনেক স্মৃতি। আপনার অ্যালবাম দেখে এবং অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

অ্যালবামে ছবি দেখার সময় ফেলে আসা স্মৃতি গুলো মনে দারুন ভাবে দোলা দিয়ে যায়। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে আপু। ভালো থাকবেন সবসময়।

নিজের অ্যালবাম গুলো দেখতে খুব ভালই লাগে, তবে আমার ছোটবেলার যে অ্যালবামগুলো ছিল কোন কারণে এগুলা হারিয়ে ফেলেছি। তবে আন্টিদের অ্যালবামে আমার ছোটবেলার যে ছবিগুলো রয়েছে সেগুলো দেখেও বেশ ভালোই লাগে, একটা অন্যরকম অনুভূতি হয়।

প্রতিটা মানুষের স্মৃতি বিজড়িত বিষয়টি অ্যালবামের মধ্যে রয়েছে । হয়তো আমরা আধুনিকতার যুগে সেই পুরনো অ্যালবামের কথা ভুলে গিয়েছি। একদম সত্য কথা বলেছেন। আবার এই বিষয়টি তখন মনে পড়ে যখন কোন কাজ থাকে না ভাবি পিছনে একটু ফিরে যাওয়া যাক। মাঝে মাঝে আপনার মত আমিও সেই ছবিগুলো দেখে মজা নেই। যেটা আপনি আমাদের সাথে আজকে শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

ছবির অ্যালবাম গুলো দেখে সত্যিই অনেক মজা পাওয়া যায় । অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

ঠিক কথা বলেছেন ভাইয়া পুরোনো অ্যালবাম আমাদের এখন আর দেখার সময় হয়না।অ্যালবাম দেখতে আমার ভীষণ ভালো লাগে।আপনার ভাগ্নে এলে সবকিছু লন্ড ভন্ড করে পুরোনো অ্যালবাম ও সেই সুযোগে দেখার সুযোগ হয় আপনার। আর আমার আলমারী গুছাতে গেলেই দেখার সুযোগ হয়ে উঠে।তখন পুরোনো স্মৃতিতে হারিয়ে যাই।কারন প্রতিটি ফটোগ্রাফি এক একটি গল্প।ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে।

একদম ঠিক বলেছেন আপু, অ্যালবামের প্রতিটি ছবি এক একটি গল্প বলে যায় । অদ্ভূত একটা ভালো লাগা কাজ করে। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

ঠিক বলেছেন অ্যালবাম হলো সুনালী সৃতিচারণ। আপনার ভাগ্নে আসলে হয়তো অ্যালবাম বের করে আর তা আপনার চোখের সামনে পড়ে তাই দেখতে পারেন। ছোট বেলার ছবি গুলো খুব ভালো লাগছে।পিকনিকের ছবি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর সোনালি অতিতের ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাহ বেশ গুছিয়ে বলেছেন তো দিদি। অনেক ধন্যবাদ আপনাকে।

সত্যি ভাই অ্যালবামের ছবিগুলো দেখলে সব থেকে বেশি আবেগ অনুভব। আপনার শেয়ার করা অ্যালবামের সবগুলো ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক সুন্দর সুন্দর ছবি অ্যালবামে সংরক্ষণ করে রেখেছেন। আসলে অ্যালবামের ছবিগুলো হল জীবনের সবথেকে সোনালী মুহূর্তের ছবি। অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবসময়।