বন্ধুর নিমন্ত্রণ

in hive-129948 •  2 years ago 

নমস্কার,,

জীবনে আর কিছু পাই বা না পাই কয়েকটা ভালো বন্ধু পেয়েছি। যারা সব সময় আমার ভালোটা ভাবে। আর আমার কথা ভেবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দিয়ে চলে বারবার। সবার সাথে মিশতে এবং কথা বলতে ভালোবাসি আমি সব সময়। আর এই জন্য চলার পথে বন্ধু হয়েছে অনেক। কিন্তু সবাই হয়তো ভেতরের ঐ জায়গাটা ধরতে পারে না। হাতেগোনা কয়েকজন থাকে এমন।

অর্ক ঠিক তেমন একটা ছেলে। ওকে বন্ধু বা ভাই যেটাই বলি না কেন সেটাই কম হবে। জীবনের খারাপ সময় গুলোতে সবাই পাশে থাকে না। কিন্তু এই ছেলেটা সেই ছোটবেলা থেকেই আমার ভালো মন্দ সব ধরণের কাজের সাথে জড়িয়ে আছে। এর আগেও একবার অর্ক কে নিয়ে লিখেছিলাম।

IMG20221030163059.jpg

দুই দিন আগে রাতের দিকে হঠাৎ করে ফোন দিয়ে পরদিন ওর বাড়িতে যেতে বললো অর্ক। বন্ধুর বাড়ির নিমন্ত্রণ ফেলার উপায় নেই। পরদিন দুপুরবেলা রওনা দিলাম। ঢাকাতে নতুন ফ্ল্যাটে উঠেছে অর্ক। গুলশান ১ নম্বর থেকে সামান্য ভেতরের দিকে। আমি গাড়িতে উঠে রওনা দেয়ার পর ওকে জানিয়ে দেই, আর সময় মত অর্ক গুলশানে এসে আমার জন্য অপেক্ষা করে। আর সাথে সাথে শুরু হয়ে গেল দুই বন্ধুর পাগলামো। সত্যি বলতে আমরা যতটা সময় একসাথে থাকি তার বেশিরভাগ সময় একজন অপরজনকে পচানোর ধান্দায় লেগে থাকি।

IMG20221030161759.jpg

অর্কর বাড়িতে পৌঁছানোর পর মুনের সাথে দেখা হলো। মুন হলো অর্কর স্ত্রী। এক বছর হলো ওদের বিবাহিত জীবনের। আর তারপর তিনজন মিলে বসে ভরপুর আড্ডা শুরু হয়ে গেল। সত্যি বলতে আমার নিজের কথাই বেশি শুনছিল ওরা। আর অর্ক সব সময় আমাকে নানান ধরনের দিক নির্দেশনা দিচ্ছিলো সামনে এগোনোর। কথার পৃষ্ঠে কথা যেন থামছিলই না। কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুরবেলা খাবার সময় পেরিয়ে যাচ্ছে। আর মুন সাথে সাথে খাবার টেবিলে আমাদের দুপুরের খাওয়ার আয়োজন শুরু করল।

IMG_20221101_184528.jpg

খেতে বসে তো রীতিমতো আমি অবাক। অনেক কিছু আয়োজন করেছে অল্প সময়ের মাঝে। পোলাও, খাসি, ডিম, চিংড়ি , চাটনি, বেগুনী, সালাত। অর্ক বলছে,"খাসির মাংস যেন কম খেতে পারিস তাই ডিমের আইটেম রেখেছি।" আমি হাসতে হাসতে শেষ। মজা করার সুযোগ পেলে কেউ যেন একদম ছার দেবে না। আর সবচেয়ে মজার ব্যাপার প্রতিটা রান্না এত টেস্টি হয়েছিল যে আমি খেতে খেতে গলা পর্যন্ত খেয়ে ফেলেছিলাম। মুন যে এত ভালো রান্না করতে পারে আমি কল্পনাও করতে পারি নি।

এভাবেই গল্প আড্ডায় দুপুর থেকে রাত। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি বলতে এই মানুষ গুলোর জন্যই আমার ভালো থাকা। ভালো কিছুর স্বপ্ন দেখা। তাই সব সময় চাই ভালো থাকুক এই বন্ধন গুলো। ভালো কিছুর প্রত্যাশায় নিয়ে এগিয়ে যাক সামনের দিনগুলো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধু তো সে তোমার পাশে সারা জীবন পাশে থাকবে সুখে দুঃখে সবসময় ৷ সেই তো মূলত আপন বন্ধু ৷ বন্ধু তো অনেক কিন্তু মনের মতো বন্ধু তো হাতে গোন কয়েকজন থাকে ৷
যা হোক আপনার বন্ধু অর্ক বাড়ি গিয়েছেন ৷ জমিয়ে আড্ডা তার স্ত্রী আবার রান্নার আয়োজন ৷ সবমিলে তো বেশ চমৎকার সময় অতিবাহিত করেছেন ৷ তবে একটা সত্যি আসলে ডিম খেলে মাংস বেশি খাওয়া যায় না ৷
ধন্যবাদ ভাই বন্ধুত্ব অটুট থাকুক এমনটাই প্রত্যাশা ৷

হাহাহাহা,, ডিম খাওয়া নিয়ে আমরা বেশ মজা করেছি। আর কিছু বন্ধু হয়তো বন্ধুর থেকেও বেশি কেউ হয়ে থাকে আমাদের জীবনে। অর্ক হয়তো তেমন একজন আমার জীবনে। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। ভালো থাকবেন।

বন্ধু মানেই তো মজা করা একে অপরকে পচানোর মধ্যে রয়েছে একটা ভালোবাসা, তবে জীবনে বন্ধু অনেক আসবে কিন্তু বন্ধুর মতো বন্ধু যাকে ভাই বললেও কম হয় এমন মানুষ খুব কম পাওয়া যায় । আপনার বন্ধু অর্ক ভাইয়ের গল্পটা শুনে খুবই ভালো লাগলো তিনজনে মিলে বেশ ভালই মজা করেছেন।

আসলেই তাই,, জীবনে অনেকের সাথে পরিচয় হয় কিন্তু বন্ধুর তকমা টা সবার জন্য নয়। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। ভালো থাকবেন।

আপনি খুব চমৎকারভাবে বন্ধু নিয়ন্ত্রণের অনুভূতি পোষ্টের মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার পুরো পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। বন্ধু মানে অনেক হাসি আনন্দের জীবনের একটি অংশ জুড়ে থাকা। আসলে বন্ধুদের সাথে এত চমৎকার সুন্দর মুহূর্ত কাটাতে পারলে সবারই খুব ভালো লাগে। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

বাহ্ খুব সুন্দর করে গুছিয়ে কথা গুলো বলেছেন ভাই। অনেক ভালো লাগলো সত্যি। ভালো থাকবেন সব সময়।

বিপদ আপদে যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আর আপনি এমন ভালো ভালো বন্ধু পেয়েছেন জেনে খুব ভালো লাগছে। ছোটবেলা থেকে যে এখন পর্যন্ত আপনার পাশে আছে সে আসলেই আপনার বন্ধু বা ভাই বললে ও কম হয়ে যাবে এটা কিন্তু একদম ঠিক কথা। আপনাদের দুই বন্ধু গল্প পরে খুবই ভালো লাগলো ভাইয়া। আর বন্ধুর বাড়িতে তো ভালোই ভুরি ভজ করে এসেছেন একদম গলা পর্যন্ত। খাবার গুলো দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। যাক তিনজনে মিলে ভালোই আড্ডা দিয়েছেন এবং সেই মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

অনেকদিন পর দুই বন্ধু মিলে এমন ভালো একটা সময় কেটেছে। সবাই খুব মজা করেছি। মনটাও যেন বেশ হালকা হয়েছে। অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আজকাল তো এরকম বন্ধু খুব কমই পাওয়া যায়, যারা অনুপ্রেরণা দেয় এবং বিপদে সবসময় পাশে থাকে। আপনি সত্যিই অনেক ভাগ্যবান যে এরকম একজন বন্ধু পেয়েছেন পাশে। আপনার শেয়ার করা পুরো পোস্ট টাই আমি মনোযোগ সহকারে পড়েছি। বন্ধুর সাথে আড্ডা এবং একসাথে এতগুলো আইটেম খাওয়া দাওয়া সত্যিই বেশ সুন্দর একটা দিন কাটিয়েছেন আপনি। তবে খাসির মাংস যাতে কম খেতে পারেন তার জন্য যে ডিমের ব্যবস্থা করা হয়েছে এটা শুনে আরো বেশি হাসি পেল। হা হা হা...

আসলে কাছের এই বন্ধু গুলোকে পেলে দুষ্টামির শেষ থাকে না । একটা না তো একটা নিয়ে মজা চলতেই থাকে। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।

বন্ধুদের মাঝে একটুখানি সময় কাটানো মানে, হাজার সুখ। কারণ তাদের মাঝে নিজেদের সবকিছু শেয়ার করা যায় যেগুলো অন্যদের সাথে শেয়ার করা যায় না। আর আপনার বন্ধুর সাথে দেখা হওয়া ও তার সাথে কিছু সময় কাটানো গল্পটি পড়ে অনেক ভালো লাগলো।
আপনার ও আপনার বন্ধুর জন্য শুভকামনা রইল

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে বন্ধু মানেই অন্যরকম একটা সুখ, অন্য রকম একটা তৃপ্তি। সব বন্ধুত্বগুলো অটুট থাকুক এই কামনাই করি।

অর্ক দা আপনার কেমন বন্ধু সে সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ রাখেন নি। পুরোটা পোস্টের মধ্যে বলে দিয়েছেন। আপানারা দুজন দুজনকে পচানোর সুযোগ খোজেন এটাও বেশ দারুণ লাগল শুনে। বন্ধুর বাসায় সময় টা দারুণ কাটিয়েছেন দাদা। সবমিলিয়ে সুন্দর ছিল।

অর্কর সাথে বলা যায় ছোটবেলা থেকেই আমার এই খুনসুটির সম্পর্ক। দুজন দুজনকে ইচ্ছেমতো বকতে পারি আবার খারাপ সময়ে পাশে দাঁড়াতে পারি। এরকম কিছু মানুষ সবার জীবনেই খুব দরকার।

আসলেই এরকমই বন্ধু হওয়া উচিত যারা সারা জীবন পাশে থাকবে। আপনাদের এত মিষ্টি বন্ধুত্ত দেখে ভীষণ ভালো লাগলো। দুজন মিলে আবার অর্ক বন্ধুর বাসায় গিয়েছেন। যদিও উনি বিবাহিত। কিন্তু তারপরেও সবাই মিলে অনেক কথাবার্তা এমন কি মজা করেছেন এটা সবথেকে বেশি ভালো লাগলো। তার সাথে খাবার-দাবারের আয়োজন ছিল অনেক বেশি। সবগুলো খাবার আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার বন্ধু ঠিকই বলেছেন খাসির অল্প খাওয়ার জন্য ডিমের আইটেম করেছে।

আপনিও এই কথা বলছেন আপু 😅😅,, খাসির মাংস কম খেতে ডিম! হিহিহিহি। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অনেক ভালো থাকবেন।

আপনি তো আসলেই ভাগ্যবান। ভাগ্যবান না হলে বন্ধু ভাগ্য হয়না। আমাদের আশেপাশে অনেক বন্ধুবেশী মানুষ থাকে কিন্তু তাদের মধ্যে সত্যিকারের বন্ধুর সংখ্যা থাকে খুবই কম। দোয়া করি আপনাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক।

আসলেই ভাই,, দিন শেষে ভালো মানুষ পাশে পাওয়া টাই বড় কথা। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।

ভাইয়া বন্ধুর বাসায় কাটানো মধুর একটি অনুভূতি আমাদের মাঝে সেয়ার করলেন। এভাবে মাঝে মাঝে আমিও আমার বন্ধুদের নিমন্ত্রণ পায়। কয়েকদিন আগেও গিয়েছিলাম, এক ফ্রেন্ডের বাসায়। সেখান থেকে আবার এক জাগায় ঘুরতেও গিয়েছিলাম। আপনার জন্য খাবার দাবাড়ের ভালই আয়োজন করলো। এই বন্ধুত্বের সম্পর্ক গুলো সব সময় অটুট থাকুক। সেই কামনা করি। ধন্যবাদ ভাইয়া।

এই বন্ধু গুলোই আমার বেচেঁ থাকার শক্তি। এদের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সব সময়। অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।