আমার মনে হয় এই প্লাটফর্মে যারা কবিতা লিখেন এবং নিজেকে কবি বলে মনে করেন তাদের প্রত্যেকেরই একবার করে হলেও আজকের এই লেখাটা পড়া উচিত। কবিতার ছন্দ যে কত মিষ্টি হতে পারে সেটা প্রথম দুইটা পার্ট পড়ে আরেকবার যেন অনুধাবন করলাম দাদা 🙏🙏🙏🙏🙏। আপনার লেখা পড়লে প্রতিনিয়ত যেমন নিজেকে ভেঙে আবার নতুন করে গড়তে পারি, তেমন লেখার জন্য নতুন কিছু শিখতে পারি।
দাদা সত্যি বলছি আজকের লেখা পড়ে মন্তব্য করার মত স্পর্ধা আমার নেই। শুধু এটুকুই বলবো,,
আকাশ যদি মাটি ছুঁতো,
স্বপ্ন তখন সত্যিই হতো ।
তবুও আকাশ মাটি ছোঁয়,
অঝোর ধারা বরষায় ।
এই কয়েকটা লাইন আজকের দিনের সেরা একটা উপহার হয়ে থাকবে আমার জন্য। প্রণাম রইল দাদা 🙏🙏🙏
visit my blog
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit