কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো

in hive-129948 •  2 years ago 

নমষ্কার,,

গতকাল সন্ধ্যার কথা বলছি। ঘুম থেকে উঠে ছাদের গাছ গুলোতে জল দিয়ে চা খেতে বসেছি। ফেসবুক স্ক্রল করতে নিলে আমি মিউজিক রিলেটেড ভিডিও ভিডিও সব সময় দেখি। তো ঐ সময় নানান রিয়ালিটি শো এর ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা পুরোনো দিনের গান সামনে চলে আসলো। আমাদের দুই বাংলার বিখ্যাত একজন সংগীত শিল্পী শ্রদ্ধেয় শ্রীকান্ত আচার্য্য এর গাওয়া খুবই জনপ্রিয় একটা গান কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো

সত্যি বলতে অনেক দিন পর গানটা শুনতেই নিজেই গেয়ে উঠছিলাম গানের সাথে সাথে। আমার অসম্ভব প্রিয় একটা গান। একটা সময় এই গানটা আমার এলার্ম টোন দেওয়া ছিল। এতোটাই ভালো লাগতো।তার পরেই গানটার কিছু অংশ গেয়ে রেকর্ড করে ফেললাম। সেই ভিডিও টাই আপনাদের সবার সাথে আজ ভাগাভাগি করে নিচ্ছি।

লিরিক্স:

কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো?
মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে
সে মধুর স্বপ্ন ভেঙ্গো নাকো
কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো?
ভাবে মাধবী সুরভী তার বিলায়ে
যাবে মধুদের সুরে সুরে মিলায়ে
তোমারি খেয়ালে ক্ষনে ক্ষনে
কত কথা জাগে মোর মনে
চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো
কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো?

সত্যি বলতে এই কমিউনিটিতে আমি খালি গলায় নিজের লাইভ গানের ভিডিও কখনো হয়তো পোস্ট করি নি। ভিডিও টা করার সময় কেমন একটা নার্ভাস লাগছিল যেন। হিহিহিহি। ইনস্ট্যান্ট কাজ টা করেছিলাম। তাই আরো কেমন কেমন যেন লাগছিল। পুরো গান রেকর্ড করার সাহসই পাই নি। অর্ধেক করেই থেমে গিয়েছিলাম।

এই গানটা অনেকের ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তবে আমার বিশ্বাস যারা গান মন থেকে অনুভব করতে পারেন তারা সবাই গানটা ভালোবাসবেন। গান টা যতবার শুনি কান টা যেন অদ্ভূত একটা শান্তি পায় আমার। যাই হোক আর কথা বাড়ালাম না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই রাখছি।

সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গান আমার অনেক পছন্দের, আগে অনেক গান শুনতাম। এখন সময়ের ব্যবধানে সব ভুলে গিয়েছি। শ্রীকান্ত আচার্যের প্রতিটি গান অনেক সুন্দর। এসকল বিরহের গান শুনতে কার না ভালো লাগে।আপনার নিজের গলায় গান দারুণ ছিল। ধন্যবাদ

এটা ঠিক সময়ের অভাবে আমি নিজেও অনেক গান আর আগের মত শুনতে পারি না। তবে গান গুলো শুনলে নস্টালজিক হয়ে যাই পুরো। অনেক ধন্যবাদ আপু।

এই গানটা আমার খুবই ভালো লাগে আপনি খুব সুন্দর করে গানটি গেয়েছেন শুনে মনটা ভরে গেল। সত্যি বলতে ভাই আপনার কন্ঠে গান শুনতে খুব ভালই লাগে। কিন্তু এখন আগের মত তেমন গান করেন না। অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনে খুব ভালোই লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রতি সপ্তাহে একটা করে গান করার চেষ্টা করি আপু। তবে হ্যাঁ এখন আগের থেকে সব কিছুই কমিয়ে দিয়েছি। খুব ভালো লাগলো এত সুন্দর মন্তব্য পেয়ে। ধন্যবাদ আপু।

এই গানটি আমি আগে বেশ শুনতাম।গানটি আমার ভীষণ পছন্দের একটি গান।আর এই কন্ঠে গানটি শুনতে বেশ ভালো লাগল।পুরনো দিনের গানগুলো আমার খুবই ভালো লাগে। যাই হোক আপনি খুব অসাধারণ একটি গান পোস্ট করেছেন।এত সুন্দর একটি গানের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাই। গানটার প্রতি একটা অন্য রকম ভালোবাসা কাজ করে অনেক আগে থেকেই। তাই তো একটু চেষ্টা করা। ভালো থাকবেন।

শ্রীকান্ত আচার্যের প্রতিটি গান আমার কাছে খুবই প্রিয় গান, আগে সবসময়ই শ্রীকান্ত আচার্যের গান শুনতাম আমার খুবই প্রিয় একজন শিল্পী❤️ ছোড়দা আপনার কণ্ঠে প্রিয় শিল্পীর গান শুনে খুবই ভালো লাগলো আশাকরি আগামীতে আরও অনেক অনেক গান শুনতে পারবো আপনার কণ্ঠে। অসম্ভব সুন্দর গানটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ছোড়দা। শুভকামনা রইল।

বড়দি ভালো লাগা থেকেই এটুকু চেষ্টা করা গাইবার জন্য। ভালো লাগলো আপনার থেকে এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। অনেক ভালো থাকবেন।

ভাই প্রাণ টা জুড়িয়ে গেল গান শুনে। খুব প্রিয় একটি গান খুব সুন্দরভাবে কাভার করেছেন। শ্রীকান্ত আচার্য্য আমার খুব পছন্দের একজন গায়ক। উনার গানগুলো শুনলে মন ভাল হয়ে যায়। আপনার ভয়েস সুন্দর। খুব সুন্দরভাবে কেন দূরে থাক গান গেয়ে কাভার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

সত্যি বলতে আমি নিজেও হারিয়ে যাই এই গানটা শুনতে শুনতে। অদ্ভূত একটা ভালো লাগা কাজ করে । ভালো থাকবেন ভাই।

ভাই, আমি তো আপনার বড় ফ্যান হয়ে গেছি। আর তাইতো আপনার গান শুনলে বেশ কয়েকবার তা মনোযোগ দিয়ে শুনি। আর আজকের গানটিতো অসাধারণ একটি গান। আপনার সাথে সাথে গলা ছেড়ে আমিও গাইলাম। পুরনো দিনের গান গুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। আপনার কন্ঠে গানটি দারুন মানিয়েছে। আমি তো আপনার গানের পোস্টের অপেক্ষায় থাকি। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি গান বাছাই করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা ও ভালোবাসা রইলো ভাই।♥️♥️

এত চমৎকার করে মন্তব্য করলে কাজের প্রতি আরো বেড়ে যায় ভালোবাসা টা। এভাবেই পাশে থাকবেন ভাই। অনেক ধন্যবাদ।

ঠিকই বলেছো ভাই যারা গান কে মন থেকে উপলব্ধি করে তারা এই গান টা পচ্ছন্দ অবশ্যই করবে।শ্রীকান্ত আচার্যো আমারওঅনেক প্রিয় একজন গায়ক এবং তার গাওয়া এই গানটিও আমার অনেক পচ্ছন্দের। আর তুমি ও দারুণ গেয়েছো।

যাক ভাই বোনের পছন্দ তবে মিলে গেছে। আসলে ভালো কিছু সবারই ভালো লাগবে। এটাই আসল কথা। অনেক ভালো থেকো দিদি।

ভাইয়া খালি গলা হলেও অনেক সুন্দর হয়েছে। আর আপনি যে গানটা গাইছেন সেই গানটা এমনিও অনেক ‍সুন্দর। পুরো গানটা রেকর্ড করে দিলে ভাল হতো। ধন্যবাদ ভাইয়া।

আসলে এভাবে রেকর্ড করে তো অভ্যেস নেই। তাই পুরো টা রেকর্ড করতে সাহস পাচ্ছিলাম না। হঠাৎ করেই সব কিছু হয়েছে যেন। অনেক ধন্যবাদ ভাই।

যাইহোক বাদ্যযন্ত্র বিহীন আপনার গানটি শুনতে পেরে ভালই লাগলো। অনেকবার আমি বাদ্যযন্ত্রসহ আপনার গান শুনেছি কিন্তু খালি গলায় গান শোনা হয়েছিল না। আপনার কন্ঠে এই গানটি দারুন লাগলো আমার কাছে।

আসলে এভাবে ভিডিও করতে আমি নিজেও বেশ নার্ভাস ফিল করছিলাম। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। অনেক ধন্যবাদ।

আহা কি দারুণ গান। দুর্গাপুজোর সময় পাড়ার প্রতিটা মাইকের ম্যাডেট গানগুলোর মধ্যে একটা।শ্রীকান্ত আচার্য একজন ভার্সেটাইল গায়ক। কোন ঝুট ঝামেলায় নেই। আপনি ভালো গেয়েছেন। আর এরম ভাবে ফেসবুক স্ক্রল করতে করতে আমরা কত যে হারিয়ে যাওয়া গান কে আবার নতুন করে খুঁজে পাই তা বলার না। এমন অনেক বার হয়েছে যে গান পুরনো যুগের বলে হয়তো শুনতাম না। কিন্তু এখন মিউজিক ফিউশন করে এত সুন্দর করে ফেলেছে যে সেই গান শুনতে ভালই লাগে।

হ্যাঁ নতুন করে মিউজিক দিয়ে অনেক হারিয়ে যাওয়া গানকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে অনেক গুণী শিল্পী। অদ্ভূত একটা ভালো লাগা কাজ করে গান গুলো শোনার সাথে সাথে।