নমস্কার,,
আমাদের প্রাণী কূল টা বড্ড অদ্ভূত লাগে আমার কাছে। আমরা নিজের অবস্থান নিয়ে কখনো স্থিতিশীল থাকি না কেউ। একটার পর একটা লক্ষ্য আমাদের মনে বাসা বাঁধে। শত সপ্ন ভাঙ্গছে, আবার নতুন করে স্বপ্ন দেখছি। আবার এগিয়ে চলেছি। হাজার কোটি টাকা থাকলেও যে মানুষ টা আরো প্রাপ্তির আশায় সামনে ছুটছে, আবার যার নাম মাত্র অর্থ আছে সেও এগিয়ে চলেছে। নদীর স্রোত হয়তো থেমে যায়, কিন্তু মানব জীবনের এই ধারা কখনো থামবার নয়। এই গতি টা আছে বলেই আমরা জীবনে বাঁচার মানে খুঁজে পাই। না হয় তো সব কিছুই এক ঘেয়েমি হয়ে যেত।
সত্যি বলতে জীবনে এত এত স্বপ্ন ভেঙ্গেছে যে নতুন কিছু আর ভাবতেই ইচ্ছে করে না। তারপরও রক্ত মাংসে গড়া মানুষ তো। কই কই থেকে যেন মনের অজান্তেই স্বপ্ন দেখে ফেলি। আবার সেটার পিছনে ছুটে চলা। ব্যাপার গুলো এখন বেশ উপভোগ করি। আসলে না করেও উপায় নেই। বাঁচতে হলে এটুকু করতেই হবে। না হলে চিরতরে হারিয়ে যেতে হবে।
যে নদীতে স্রোত নেই সেখানে কচুরি পানা এসে জমে নদীর যৌবন টা কেই যেন নষ্ট করে দেয়। সবার কাছে হয়ে ওঠে সেটা মরা নদী। জীবন টাও অনেকটা তেমনই। স্বপ্নকে ছোঁয়ার ইচ্ছে, নতুন কিছু কে জয় করার ইচ্ছে , বিশ্বাস এসব যদি না থাকে তাহলে বাঁচার আশাটাই হয়তো চলে যাবে। আর জীবন চলার পথে পাওয়া প্রতিটা দুঃখ, কষ্ট , ছলনা, আঘাত যা কিছুই বলি না কেন, সব এই পথ চলারই অংশ মাত্র।
দুঃখ কষ্ট না থাকলে সত্যিই সুখ বা সাফল্যের প্রাপ্তি টা কখনো অনুভব করা যায় না। এজন্যই হয়তো আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, সবই এক অন্যের পরিপূরক। পৃথিবীতে নির্ভেজাল কিছু আছে বলে আমার মনে হয় না। প্রতি টা কাজ যদি হাতের এক চুটকি তে হয়ে যেত তাহলে আনন্দ বা সুখ জিনিসটার অনুভূতিটা কি আমরা কখনো অনুভব করতে পারতাম! একদমই না। তাই জীবন টা জীবনের নিয়মে ছুটে চলুক। পথের মাঝে যা কিছুই আসুক না কেন , হাসি মুখে তার সাথে আলিঙ্গন করি। জোর করে হলেও মেনে নেই। যা হচ্ছে হয়ে যাক। দিন আসবে একদিন আমারও। আমিও ছুঁয়ে দেখব আমার স্বপ্নকে। মনে অন্তত এই টুকু আত্মবিশ্বাস থাকুক। শেষ হাসিটা হয়তো একদিন আমিই হাসব তাহলে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর করে লিখলেন গতিই জীবন।আসলে মানুষ বেঁচে আছে বলেই চলতে হয়,স্বপ্ন দেখে।আর এই স্বপ্ন আছে বলেই মানুষের এই বেঁচে থাকা।এক স্বপ্ন ভেঙ্গে গেলে নতুন করে স্বপ্ন নিয়ে এগিয়ে চলাই হচ্ছে জীবন।জীবন নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে লিখলেন।পড়ে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া। আশাকরি স্বপ্ন একদিন পূরন হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন আপু। অনেক ধন্যবাদ সব সময় পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপনি ঠিকই বলেছেন ভাইয়া। রক্তে মাংসে গড়া মানুষ হাজারো স্বপ্ন ভাঙলে আবারও মনের অজান্তে স্বপ্ন দেখতে শুরু করে। মানুষের বেঁচে থাকতে হলে অনেক বাস্তবতার সম্মুখীন হতে হয়। অনেক কিছুর সঙ্গে লড়াই করে যেতে হয়, শুভকামনা রইল ভাইয়া এত সুন্দর একটি জ্ঞানমূলক পোস্ট অফার স্বরূপ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই আপনাকেও সময় নিয়ে আমার লেখা পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কথাটা কিন্তু বেশ ভালোই বলেছেন, রীতিমতো মনে দাগ কেটে গেল।
আর পৃথিবীতে নির্ভেজাল বলে আসলেই কিছু নেই সুতরাং সুখ দুঃখ সব কিছু মিলেমিশেই আমাদের জীবন। আর একটা কথা বললেন না যে আমাদের কোটি কোটি টাকা থাকলেও মনে হয় যে আরো যদি থাকতো। এটা আসলে মানুষের স্বভাবত বৈশিষ্ট্য, এটা পরিবর্তন করার কোন উপায় নেই। অর্থের লোভ মানুষকে সব সময় অন্ধ করে রেখে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে জানেন তো ভাই, আমরা সবাই সবটা বুঝি, কিন্তু তারপরও কোথাও একটা গিয়ে আটকে যাই। আপনার মন্তব্য গুলো পেয়ে সব সময় অনেক ভালো লাগে। অনেক ভালো থাকবেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit