নমস্কার,
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সারা দেশ জুড়ে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে। সে দিক থেকে আবহাওয়া টা বেশ ঠান্ডা। তবে যাদের বাইরে যেতে হচ্ছে তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তায়। জীবিকার তাগিদে বাইরে যেতেই হচ্ছে। ঘরে বসে বৃষ্টি বিলাস করার কোন উপায় নেই। তবে এই গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েও আমাদের জীবনে কখনো কখনো অনেক সুন্দর কিছু মুহূর্ত চলে আসে। নিমিষেই যেন অন্য এক জগতে হারিয়ে যাই সে সময়।
সেদিন সন্ধ্যায় আমি শুয়ে ছিলাম। বাইরে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আবার কখনো বা থামছে। রাজিব আমাকে ফোন করে বলল আমার ইউকেলে টা নিয়ে টিএসসি যাবে গান-বাজনা করতে। সেই সাথে আমাকেও বেশ জোর করে ধরল যাওয়ার জন্য। সত্যি বলতে গান-বাজনার আসরের কোন খবর পেলে আমার খুব একটা না বলতে ইচ্ছে করেনা। বলা যায় অনেকটা বৃষ্টি মাথায় নিয়েই দুই ভাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। একদম হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। ভিজতে ভিজতে চলে গেলাম পল্টন মেট্রো স্টেশনে। সেখান থেকে এক স্টেশন পরেই টিএসসি গিয়ে নামলাম। টি এস সির ভেতরে আমাদের জন্য অপেক্ষা করেছিল আরো তিনজন।
সবচেয়ে মজার ব্যাপার এটাই যে, আমি যাদের ফোক গান শুনতে অনেক পছন্দ করি, অর্থাৎ ইউটিউবে বিভিন্ন পেজ থেকে যেই ফোক গানগুলো শুনে থাকি এবং সেখানে যারা গান গেয়ে থাকেন এবং ইন্সট্রুমেন্ট বাজিয়ে থাকেন তারাই সেখানে বসে ছিলেন। এটা অনেকটা সারপ্রাইজ ছিল আমার জন্য। রাজিবের সাথে মোটামুটি এদের খুব ভালো একটা সম্পর্ক। আমাকেও পরিচয় করিয়ে দিল সবার সাথে। ইমরান ভাই শপথ ভাই এবং সৌরভ ভাই। তিনজনই গান পাগল মানুষ। মোটামুটি ঘন্টা দেড়েক একসাথে ছিলাম সবাই। আমি শুধু মুগ্ধ হয়ে শুনছিলাম ইমরান ভাইয়ের গানগুলো।
আপনারা যদি এই ভিডিওটা হেডফোন লাগিয়ে শোনেন আমার বিশ্বাস ভালো লাগতে বাধ্য। ঢোল বাজিয়েছেন শপথ দাদা। ঢোলের মিউজিকটা সামনে থেকে যে এতটা অসাধারণ লাগতে পারে এটা যে শুনেনি সে কখনো বুঝতেই পারবে না। যাই হোক আজকে একটা ভিডিও পোস্ট করলাম। আশা করি সকলের ভালো লাগবে। আরো দুই তিনটে ভিডিও আছে। সেগুলো অন্য একদিন শেয়ার করব। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
সত্যি ভাইয়া গান শুনে অনেক ভালো লাগলো। ফোক গানগুলো শুনতে আমার কাছেও ভালো লাগে। নতুন মানুষগুলোর সাথে আপনার পরিচয় হয়েছে আর অনেক ভালো সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গান এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আপনি এরকম গান গুলো অনেক বেশি পছন্দ করেন, এটা শুনে খুবই ভালো লাগলো। এই গানটা শুনে তো আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনিও তাহলে তাদের সাথে পরিচিত হয়ে গেলেন। যাইহোক এখনো যেহেতু আরো কয়েকটা গানের ভিডিও রয়েছে, আশা করছি খুব শীঘ্রই আমাদের মাঝে সেগুলো শেয়ার করবেন। সে পর্যন্ত অনেক বেশি অপেক্ষায় থাকলাম। গানের আড্ডার মুহূর্তটা অনেক বেশি ভালো ছিল, এটা তো সম্পূর্ণ ভিডিও দেখেই বুঝতে পেরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit