সালভিয়া ফুলের ফটোগ্রাফি।

in hive-129948 •  last year 

১৫ জানুয়ারি ২০২৪ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।

আমাদের এই পৃথিবীতে কত ধরনের যে ফুল আছে তা হিসাব করা বড্ড মুশকিল। চেনা অচেনা নানা ধরনের ফুল দিয়ে সজ্জিত আমাদের এই সুন্দর পৃথিবী। আর পৃথিবীর সমস্ত সুন্দর কিছুর মধ্যে এই ফুল হচ্ছে অন্যতম। আমরা বেশিরভাগ সময় নিষ্পাপ কোন কিছুর সাথে এই ফুলের তুলনা করি। কারণ ফুল আসলে নিষ্পাপ ও সব থেকে সুন্দরতম একটি জিনিস।

1000023955-01.jpeg

আজকের এই ফুলের ফটোগ্রাফি গুলো কিছুদিন আগে কলেজ ক্যাম্পাস থেকে তুলা হয়েছে। অনেকদিন পর কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখলাম পুরো ক্যাম্পাসটাকে নানা ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই ফুলের কারনেই ক্যাম্পাসটার চিত্র যেন পুরোপুরি পাল্টে গিয়েছে ।

1000023952-01.jpeg

অন্য সকল ফুলের ভিড়ে এই লাল ফুলগুলো যেন বারবার দৃষ্টি আকর্ষণ করছিল। শীতের সকালে ঘন কুয়াশার ভিড়ে এই ফুল গাছগুলো যেন সজীবতায় পরিপূর্ণ হয়ে আছে।

যাইহোক, এতক্ষণ ধরে আপনারা যে ফুলগুলো দেখছেন এই ফুলের নাম হচ্ছে " সালভিয়া"। এ ফুলগুলো সাধারণত শীতকালীন ফুল। অনেকটা জবা ফুলের পাতার মতো এই ফুলের পাতাগুলো। এই ফুলের রং একেবারে টকটকে লাল। তবে এই ফুলের সাদা রঙেরও একটি জাত রয়েছে।

1000023960-01.jpeg

ছোট্ট ছাড়া গাছের মতো গাছগুলোতে বেশ ভালোভাবে ফুলগুলো ফুটে থাকে। আর এটি দূর থেকে দেখতে অসম্ভব ভালো লাগে।

1000023962-01.jpeg

আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।

বিষয়ফটোগ্রাফি
লোকেশনবাংলাদেশ।
ফটোগ্রাফার@roza321
ডিভাইসSamsung Galaxy A52


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

সালভিয়া ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই ফুলটির নাম যে সালভিয়া ফুল। আগে জানা ছিলো না। ফুলের নামটি জানতে পেরে ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর সালভিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন। ভালো ছিলো ফটোগ্রাফি গুলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনি অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার ফুল গুলো যেমন জীবন্ত তেমনি আপনার বর্ণনার ভাষাও অবর্ণনীয়। ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল। ভালো থাকবেন সবসময় এই পবিত্র ফুলের হাসির মত।

এই ফুলটা আমি পূর্বে কোনদিন স্বচক্ষে দেখেছি বলে মনে হচ্ছে না। একদম নতুন একটি ফুল মনে হলো আমার কাছে। ফুল গুলো দেখতে বেশ চমৎকার। আর গাছের পাতা কিছুটা জবা ফুলের মত। যাইহোক খুবই ভালো লাগলো সুন্দর একটি ফুল সম্পর্কে ধারণা দিয়েছেন দেখে।

এই ফুল এর আগে আমি কখনো সামনাসামনি দেখিনি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রথম দেখলাম এবং খুব ভালো লাগলো। আরও ভালো লাগলো এটা জেনে যে এই ফুলকে যে কোনো নিষ্পাপ কিছুর সঙ্গে তুলনা করা হয়। ধন্যবাদ আপু সুন্দর সালভিয়া ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সালভিয়া একটি বিদেশি প্রজাতির সুন্দর টুকটুকে ফুল।অনেকেই এই সুন্দর ফুলটির নাম জানেন না।তবে ছোট গাছ হলেও ফুল গুলো কিন্তুু দারুণ। জেনে ভালো লাগলো যে অনেক দিন পর কলেজ ক্যাম্পাসে গিয়ে ফুলে ফুলে ভরে গেছে ক্যাম্পাস দেখে অনেক ভালো লাগা কাজ করেছে জেনে ভালো লাগলো।ঠিক বলেছেন ফুল মানেই নিস্পাপ। ধন্যবাদ সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য এবং অনুভূতি গুলো প্রকাশ করার জন্য।

পৃথিবীতে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশ ে কয়েকটি জাতির ফুল আছে যেগুলো বেশি দেখা যায়। তাছাড়া বর্তমান সময়ে বিভিন্ন প্রজাতির ফুল যেগুলো দেখতে পাই খুবই ভালো লাগে। আজকে আপনি সালভিয়া ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। ফুলটি লাল রঙের খুবই সুন্দর লাগছে দেখতে।

Posted using SteemPro Mobile

আপনার এই পোষ্টের মাধ্যমে আমি সম্পূর্ণ ধরনের একটা ভিন্ন প্রজাতির ফুল সম্পর্কে জানতে পারলাম। এর আগে আমি কোনদিন এই ফুলটা দেখেছিলাম না। এই ফুল টা দেখতে অনেকটাই মোরগ ফুলের মত।