এমনটা কেউ করে নাকি!

in hive-129948 •  last year 

২৬ ডিসেম্বর ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।

ধুলোবালি পড়ে থাকা যে কোন জিনিসের উপর লিখতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে। আমাদের আগে একটি টিভি কেবিনেট ছিল ওই ক্যাবিনেটটি সম্পূর্ণ কালো ছিল। তাই একদিন না পরিষ্কার করলেই ওই ক্যাবিনেটে ধুলোবালি জমে একদম সাদা হয়ে যেত। আমি সবসময় করতাম কি! ওই ধুলোবালিতে জমে থাকা ক্যাবিনেট এর উপর আঙ্গুল দিয়ে আমার নিজের নাম, বিভিন্ন ইমোজি আঁকি-বুকি করতাম। আর এ কাজটা করতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। এরপর আম্মু এসে আবার মুছে দিয়ে যেত এরপর আবার ধোলবালে পড়লে আমি ওখানে এসে আঁকি-বুকি করে দিয়ে যেতাম। এরপর দেয়ালে আঁকাকি তো ছিলই। এগুলা ছিল আমার ছোট বয়সের ঘটনা।

IMG_20231223_105424.jpg

কিন্তু এখন এত বড় হয়ে গেছি তারপরও কিছু কিছু ছেলেমানুষী এখনো কিন্তু আমার মধ্যে রয়ে গিয়েছে। এখনো শীতকালে যখন খুব বেশি ঠান্ডা পরে আর জানালার কাঁচে কুয়াশা জমে থাকে তখন ওই কুয়াশাচ্ছন্ন গ্লাসে নিজের নাম কিংবা ইমোজি আঁকতে খুব ভালো লাগে।

অন্যান্য বারের শীতের মতো এবছর ওরকম ঠান্ডা এখনো পর্যন্ত পড়েনি। তাই এবারে জানালার কাঁচে কুয়াশাটাও খুব বেশি পরেনা । কিন্তু ঐদিন দেখলাম জানালার গ্লাসটা হালকা ঝাপসা হয়ে আছে । তাই আমিও আমার ভালো লাগার কাজগুলো করতে শুরু করলাম। আর এরকমটা করার সময় ভাবলাম কয়েকটি ফটোগ্রাফি করে নেওয়া যাক যাতে আপনাদের সাথে তা শেয়ার করতে পারি। কিন্তু ফটোগ্রাফি গুলো খুব একটা ভালো আসছিল না কারণ অন্ধকার আসছিল আবার ফ্লাশ লাইট মারলে রিফ্লেকশন হচ্ছে। তারপরেও আমার ভালো লাগার কাজটি আপনার সাথে শেয়ার করার জন্য ফটোগুলো শেয়ার করেছি। আপনাদের মধ্যে কারো কি এরকম কুয়াশার জন্য জানালার কাঁচে আঁকিবুকি করতে ভালো লাগে নাকি তা জানাবেন কিন্তু।

IMG_20231223_105349.jpg

আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপু আমার ও ভীষণ পছন্দ এই আঁকিবুকি।এতো বয়স হয়েছে কিন্তু এই অভ্যাসটা এখনো আছে।কুয়াশা,ধুলা,বৃষ্টি হলেই এমন আঁকি বুকি করি।আপনি অনুভুতি গুলো তুলে ধরেছেন। পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর এই অনুভুতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনাকে ও ধন্যবাদ আপু সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য আর এত সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনার মতো আমারও ভীষণ ভালো লাগে ধুলাবালির উপর এবং জানালার কাঁচে কুয়াশা পরলে আঁকিবুঁকি করতে। আবার সমুদ্র সৈকতে বালির উপর আঁকিবুঁকি করতেও খুব ভালো লাগে। আসলে কিছু কিছু অভ্যাস বড় হলেও থেকে যায় আমাদের মধ্যে। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বাচ্চাদের এটি মজার একটি কাজ ধুলোতে আঁকিবুঁকি করা কিন্তুু মন খারাপ থাকলে বড়োরাও দাঁড়িয়ে আঁকিবুঁকি করে থাকেন।জানালার কাঁচে আঁকিবুঁকি করে তার ফটোগ্রাফি করেছেন বেশ ভালোই লাগছে।সব মিলিয়ে ভালো লাগছে আপনার পোস্ট টি।