১৪ ডিসেম্বর ২০২৩ ইং
ঠান্ডাটা বেশ ভালই পড়ছে আজকাল । সারাদিন রোদের কোন দেখা নেই। কেমন যেন গম্ভীর চারপাশটা। আমার আবার এই গম্ভীর আবহাওয়া টা একদমই পছন্দ না। এই ধরনের ওয়েদারে নিজেকে খুব অলস মনে হয়। সারাদিন শুয়ে বসে থাকতে ইচ্ছে করে। কোন কাজ করতেই ভালো লাগেনা। এক্সাম শেষ হওয়ার পর পরই কলেজ বন্ধ দিয়ে দিয়েছে। আর এখন পুরোপুরি বাসায়। আর বাসায় এ অবসর সময়গুলোতে বসে থাকতে থাকতে অনেকটা বোরিং ফিল করছিলাম। চিন্তা করছিলাম কিভাবে সময়টুকু কাজে লাগানো যায়।
এদিকে হঠাৎ ফ্রিজ খুলে দেখলাম কিছু মেহেদি পাতা রয়েছে। আমি একদমই ভুলে গিয়েছিলাম এই মেহেদি পাতাগুলোর কথা। পরীক্ষার সময় ফ্রেন্ডকে বলেছিলাম ওদের গাছ থেকে মেহেদি পাতা নিয়ে আসতে। ওই সময় পরীক্ষা চলছিল বলে আর সময় পাইনি মেহেদি গুলো দেওয়ার আর এভাবে ফ্রিজে রেখে দিয়েছিল পরে দেওয়ার জন্য। কিন্তু পরে একদমই ভুলে গিয়েছিলাম। আর এ পাতা মেহেদি গুলো নখে দিতে আমার অসম্ভব ভালো লাগে।
আমার কাঁচা মেহেদির গন্ধটা কেন যেন খুব ভালো লাগে তাছাড়া নেইল পালিশ, রং, কেরোসিন এই টাইপের গন্ধগুলো কেন জানি আমার কাছে ভালো লাগে। অনেকের কাছে এসব গন্ধগুলো সহ্য হয় না তবে আমি নিজেও জানিনা কেন এই গন্ধগুলো আমার এতটা ভালো লাগে। যাইহোক, সবার পছন্দ এক না এটাই স্বাভাবিক ।
মেহেদী গুলো খুবই ভালো ছিল এবং খুব সুন্দর রং ধরেছে। মাঝে মাঝে নিজেকে সাজাতে বেশ ভালই লাগে আর আমরা মেয়েরা তো অবশ্যই সাজগোজ করতে পছন্দ করি এবং সবসময় পরিপাটি রাখি। তবে সত্যি বলতে আমি খুব বেশি পরিপাটি না, আমি কিছুটা অগোছালো টাইপের। তারপর ও আমি মাঝে মাঝে নিজেকে গুছিয়ে রাখা একটু চেষ্টা করি।
আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু মেয়েরা সাঁজগোজ খুব পছন্দ করে। ফ্রেন্ড আপনাকে মেহেদী পাতা দিয়েছে জেনে খুব ভালো লাগছে। মেহেদী পাতাগুলো খুব ভালো কালার দেখেই বোঝা যাচ্ছে। নখে খুব সুন্দর কালার হয়েছে। আমারও কেরোসিনের গন্ধ, নেইলপালিশের গন্ধ ভালো লাগে।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! পছন্দের সাথে মিলে গেল তাহলে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু মেহেদীর রং টা দেখছি অনেক সুন্দর ফুটেছে আপনার হাতে। মাঝেমধ্যে এভাবে নিজেকে সাজালে বেশ ভালোই লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য, ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম আপু ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা,এই লাইনটা পড়ে আমি শুধু হাসছি।আমি ভাবতাম এমন মানুষ হয়তো কম আছে। এখন দেখি আপনিও আমার মত।কেরোসিনের গন্ধ টা আমার ভালোই লাগে।আর বাকি সবও। খুব মজা পেলাম আপু। আর হাতের নখে দেয়া মেহেদি দারুণ লাগছে। আমি নিজেও খুব পছন্দ করি এভাবে মেহেদি দিতে,এখনো আমার হাতের নখে মেহেদি আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে! আমার দলের একজনকে পেলাম 😊। আপনার মন্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit