DIY" রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

হ্যাল্লো বন্ধুরা

আসসালামু আলাইকুম \ আদাব


আজ ৩ই জৈষ্ঠ্য / ১৪২৮ বঙ্গাব্দ / মঙ্গলবার

May / 17 / 2022


কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আজ আমি আপনাদের মাঝে বিচ্ছু প্রাণীর অরিগামি নিয়ে হাজির হয়েছি ।

রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি


20220517_163804-01.jpeg

প্রিয় বন্ধুরা প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে একটি DIY পোস্ট নিয়ে হাজির হলাম, প্রায় অনেক দিন থেকে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয়নি, তাই ভাবলাম আজকে রঙিন কাগজের একটি প্রজেক্ট আমাদের মাঝে তুলে ধরি, তাই আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি বিচ্ছুর অরিগামি তৈরি করে দেখাবো, মূলত বাস্তব জীবনে বিচ্ছু অনেক বিষাক্ত একটি প্রাণী, পৃথিবীতে এমনও বিচ্ছু রয়েছে যাদের এক কামড়ে নিজের জীবন বাঁচানো সম্ভব না, যদিও প্রাণীটি দেখতে ছোট কিন্তু বিচ্ছু অনেক বিষাক্ত একটি প্রাণী, তবে আমার তৈরিকৃত বিচ্ছুটি অনেক কিউট কাউকে কিছু করবে না এবং বিচ্ছুটি ঘরে সাজিয়ে রাখলে বেশ চমৎকার লাগবে, তো এখন চলুন বন্ধুরা ধাপে ধাপে আমার বিচ্ছু তৈরি দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ


IMG_20220517_155606-01.jpeg

  • একটি লাল কালারের রঙিন কাগজ

ধাপঃ—০১


IMG_20220517_155630-01.jpeg

  • প্রথমে আমি রঙিন কাগজটি চারি টিক দিয়ে সমান করে কেটে নিলাম।

ধাপঃ—০২


IMG_20220517_155652-01.jpeg

IMG_20220517_155714-01.jpeg

  • এখন আমি ভাজ করা শুরু করবো তাই প্রথমে আমি মাখ বরাবর ভাজ করে নিলাম এবং নিচের দিকেও ভাজ করে নিলাম।

ধাপঃ—০৩


IMG_20220517_155729-01.jpeg

IMG_20220517_155749-01.jpeg

  • এরপরে আমি উপরের দিকে একটু ভাজ করে নিলাম এবং মাঝ দিয়ে একটি ভাজ করে নিলাম

ধাপঃ—০৪


IMG_20220517_155800-01-01.jpeg

IMG_20220517_155824-01.jpeg

  • এরপর আমি আরও কয়েকটি ভাজ করে নিলাম

ধাপঃ—০৫


IMG_20220517_155837-01.jpeg

IMG_20220517_155853-01.jpeg

  • ধিরে ধিরে আমার বিচ্ছু তৈরির কাজ অর্ধেক পর্যন্ত হয়ে গেলো।

ধাপঃ—০৬


IMG_20220517_155912-01.jpeg

IMG_20220517_155934-01.jpeg

  • অলরেডি বিচ্ছুর মাথার অংশটুকু তৈরি হয়ে গেছে।

ধাপঃ—০৭


IMG_20220517_155946-01.jpeg

IMG_20220517_160006-01.jpeg

  • এরপরে আমি বিচ্ছুর পিছনের অংশটুকু তৈরি করে নিলাম, আমি বিচ্ছু তৈরি করা হয়ে গিয়েছে।

ধাপঃ—০৮


IMG_20220517_160024-01.jpeg

  • বিচ্ছু তৈরি করা হয়ে গেলে স্বাক্ষর হিসেবে আমি আমার ইউজার আইডির নাম পিষ্টাটির মাঝে উল্লেখ করি।

পরিপূর্ণ ভাবে বিচ্ছুটি তৈরি হওয়ার পর


IMG_20220517_160039-01.jpeg



প্রিয় বন্ধুরা এই ছিলো আমার আজকের রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি, আশা করি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে আবার কোনো নতুন ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি।


FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

💞-খোদা হাফেজ-💞

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png



UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN.png

IMG_20220312_000133-01.jpeg

আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, বাংলা আমার মাতৃভাষা, আমি একজন ছাত্র এবং এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যি আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমার আগ্রহ, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN.png


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqV7bbT3PhNfbHgyNngzcyCFw4TfaYm77TpqjAhtBLDYqvnas1GJLaFNNDWGS9...22RNB6YYmubtV5ucT8CTAdBzgh1XcPwSUYwzsUqZqhthEoc4g9w5HwvGi5etUzsPu7tB5KHo6ZRM6yzvhPX1XkLzAW6FCmTui5rkeXccbTyAe5DycanVRkyZ9g.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXHJ1RRNUNKdUiokw5GRZBvxgBBVEBbKqo6AEzUdFuSjduriYosyxZpyV2NieiY...bPKmPgfXrNfAMtnsiof2m2pTeP6UoYMNZBPC9JqRMarJmAvp5mRMbmGXVjdfuvHdTYWTA39Pnv8yBC8UW7mFNqJ4smiyK8f59Ws31d1VPokdDJahN7obGWMw9o.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPh578UPdn5s6unQSptktxRwqw5feY3RFPwzUU3pwJBLZFwYEUoyzum8LEyisg...hr4J9sj6Csqw8LqkgGDTUSZomy4tXWZK8WBModnWBvCcaYs1LrS2A2JgBHN6x74VQPjBV4NMvt4rpgFosYvLp99VPSUW69Pbukte8B7sCSxZQAqXtq1QBTSkkN.png


Best Regards:-
@rubayat02

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওরে বাবা দেখেই তো ভয় করছে। এটা অনেক বার দেখেছি তবে কখনো এর কামড় খাইনি। বিচ্ছুর অরিগ‍্যামিটা টা দারুণ তৈরি করেছেন। একেবারে ইউনিক ছিল। এবং একেবারে অবিকল বিচ্ছুর মতো লাগছে। অনেক সুন্দর একটি অরিগ‍্যামি ছিল।।

আগেই বলেছি ভাইয়া আমার বিচ্ছুটি অনেক কিউট কাউকে কামড় দিবে না, আপনার মন্তব্যটি আমার খুবই ভালো লেগেছে শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার ভাবে একটি বিচ্ছু তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । বিশেষ করে আপনি লাল রঙ্গে রঙ্গিন কাগজ ব্যবহার করেছেন বলে দেখতে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে সব মিলিয়ে দারুন একটি পোস্ট করেছেন ভাই শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সুন্দর মতামতের জন্য।

রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি দেখতে অসাধারণ হয়েছে। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার রঙিন কাগজের বিছুটি দেখে তো রীতিমত ভয় পেয়ে গেছি। সুন্দর করে একটা রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করেছেন। এবং দেখতে বেশ দারুন লাগছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

এভাবেই পাশে তাকিয়েন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ

কি দারুন আইডিয়া ভাইয়া আপনার। আপনার প্রতিটি পোস্ট আমি দেখি। আমার কাছে আপনার প্রতিটি পোস্ট অসম্ভব ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর তৈরি করেছেন ভাইয়া। আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া রঙিন কাগজের বিচ্ছু শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার বিচ্ছুর অরিগামি টি বেশ চমৎকার হয়েছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে আমার কাছে বেশ ভাল লাগে ।আবার অনেকে যখন বানায় সেগুলো দেখতেও বেশ ভালো লাগে ।আপনার বিচ্ছুর কাগজের কালার টি বেশ চমৎকার হয়েছে ।যার জন্য বিচ্ছুটি অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাদের ভালো পেয়েই এতো দূর আসতে পেরেছে, আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু মনি।

রঙিন কাগজের কাজ যতই দেখি ততই মুগ্ধ হই। কেননা নিত্যনতুন কাজ দেখতে পাচ্ছি একের পর এক। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বিচ্চু আমাদের সাথে তুলে ধরার জন্য।

আপনি যে বিচ্ছুটি তৈরি করেছেন আসলে বিছুটি দেখতে অনেক কিউট। তবে আপনি কিভাবে বুঝলেন বিচ্ছুটি কাউকে কিছু করবে না? যাইহোক অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি বিষাক্ত ভয়ঙ্কর বিচ্ছু তৈরি করে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর বিচ্ছুর অরিগামি তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। যদিও কাগজের ভাঁজগুলো দেওয়া একটু কষ্টকর তবে আপনি সহজ ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

আমার বাংলা ব্লগ পরিবারে এসে রঙিন কাগজের তৈরি কত কিছু যে দেখলাম তার কোন হিসেব নেই। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর আজ তো আপনি রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি করে দেখালেন। আরো কত কিছু যে দেখবো তা ভেবে পাচ্ছিনা। তবে ভাইয়া আপনার দক্ষতা ও নিখুঁত হাতের কাজের প্রশংসা না করলেই নয়। আপনি অত্যন্ত চমৎকার করে রঙিন কাগজ দিয়ে অরিগামি তৈরি করেছেন, যা দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে। আপনি কিভাবে এই বিচ্ছু তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি বিচ্ছু তৈরি করেছেন আপনি। এই বিচ্ছুটি দেখতে কিছুটা ভয়ংকরও লাগছে। তাছাড়া এটি তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন । যা দেখে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক বিষাক্ত একটি প্রাণী এটি, প্রথমে কাগজকে ভাঁজ গুলো দেখে অনেকটা প্লেনের মত লাগছিল, পরবর্তীতে ঠিক আপনি বিচ্ছু তৈরি করে ফেললেন, খুব ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট দেখে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

আপনাদের ভালো পেয়েই এসব করা সম্ভব হয়েছে, আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইলো।

রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার তৈরি করা রঙিন কাগজের বিচ্ছু দেখতে সত্যিকারের বিচ্ছু মত লাগছে। আপনার আইডিয়া এবং দক্ষতা আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুণভাবে বিচ্ছু তৈরীর পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি খুবই সুন্দর হয়েছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।
শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

হাহা ভয় পেয়েছি আপনার বিচ্ছুর অরিগামি দেখে। সুন্দর করে বানিয়েছেন ভাই। দারুণ হয়েছে আপনার বিচ্ছুর অরিগামিটি।

ভাইয়া আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বিচ্ছু বানিয়েছেন। আপনার বিচ্ছু দেখতে একদম বাস্তবের মতো মনে হচ্ছে। কালার খুব সুন্দরভাবে মিলিয়েছেন। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনার জন্য ও শুভকামনা রইল

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো‌ সত্যি খুব অসাধারণ হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি আমার কাছে খুব ভালো লাগে। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামি তৈরি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। বিচ্ছু টি কে দেখতে সত্তিকারের বিচ্ছু মনে হচ্ছে একেবারে। রঙিন কাগজ দিয়ে বিচ্ছু তৈরীর মাধ্যমে আপনি আপনার সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছেন। এছাড়াও আপনি বিচ্ছু তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার ভালোবাসা পেয়েই এতো দূর আসতে পেরেছে ভাইয়া, এভাবেই সব সময় সাপট করে যাবেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনি রঙিন কাগজ দিয়ে বিচ্ছুর অরিগামিটি অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

মূলত বাস্তব জীবনে বিচ্ছু অনেক বিষাক্ত একটি প্রাণী

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের বিচ্ছু গুলো অনেক বিষাক্ত হয় একবার কামড় দিলে অনেক জ্বালা পোড়া করে। আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে একটি বিচ্ছু তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন ভাইয়া। এমন ইউনিক একটা পোস্ট আপনাকে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমাদের দেশে সেই বিষাক্ত বিচ্ছু গুলো খুবই মত, এাটাই শুকরিয়া, ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।