♥️হ্যালো আমার প্রিয় বন্ধুরা♥️
আসসালামুয়ালাইকুম। আমার ইউজার নেমঃ
@rumikhan বাংলাদেশ থেকে।
আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে
হাজির হয়েছি।আজ আমি আপনাদের
দেখাবো কিভাবে গাঁদা ফুল তৈরি করা হয় আর ফুলগুলো এক সাথে সাজিয়ে কিকরে টব তৈরি করতে হবে। আমি ফুল অনেক ভালোবাসি
আর বেশির ভাগ মানুষই ফুলকে ভালোবাসে।
আর আমার পছন্দের একটি গাঁদা ফুল গাছের
টব তৈরি আপনাদের সাথে শেয়ার করবো।
চলুন এবার কথা না বলে ফুল তৈরি করতে যাই।
উপকরণ গুলো---
১/হলুদ সবুজ রঙের পেপার।
২/কাঁচি ✂
৩/গাম।
৪/পেন্সিল।
প্রথম ধাপঃ-
রঙ্গিন পেপার পেন্সিল গাম কাঁচি প্রথম ধাপে আমি নিয়ে নিয়েছি।
দ্বিতীয় ধাপঃ-
হলুদ পেপারটা চারভাজে ভাজ করে কাঁচি দিয়ে চার টুকরো করে দিলাম।
তৃতীয় ধাপঃ-
এবারে আমি হলুদ পেপার এিকাণি করে পেন্সিল দিয়ে তার উপরে ফুলের পাপড়ি মতো করে আঁকলাম। এবার সেই পেন্সিল এর দাগের উপর কাঁচি দিয়ে কেঁটে নিবো।এরপর কাঁটা অংশের
ভাজটা খুলে দিলাম এতে ফুল তৈরি হয়ে গেলো।
চতুর্থ ধাপঃ-
এভাবেই অনেক গুলো ফুল বানিয়ে নিলাম। এবং
সেই ফুলের মাঝখানে কাঁচি দিয়ে দুই থেকে
তিনটা পাপড়ি কেঁটে নিয়েছি। ও কাঁটা পাপড়িতে
গাম দিয়ে ফাঁকা অংশ পুরোন করলাম এখন
ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছে।
পঞ্চম ধাপঃ-
এবার বানিয়ে রাখা ফুলটা আমি চার ভাজ করে
গাম দিয়ে লাগিয়ে দিলাম। এভাবেই অনেক
গুলো চার ভাজ দিয়ে ফুলের পাপড়ি তৈরী করতে হবে।
ষষ্ঠ ধাপঃ-
চার ভাজ করা ফুলের পাপড়ি গুলো দিয়ে একটি
গাঁদা ফুল তৈরী করতে হবে। তাই প্রথমে আমি
পাপড়িগুলোর নিচে গাম লাগিয়ে বড়একটা
ফুলের মাঝখানে এক এক করে পাপড়ি গুলো লাগিয়ে দিলাম এভাবে তৈরি হয়ে গেলো গাঁদা ফুল।
সপ্তম ধাপঃ-
সবুজ রঙের পেপার দিয়ে ফুলের ডাটা বানিয়ে
নিবো।তাই প্রথমেই আমি পেপারের এককাণিতে দরে গুরিয়ে গুরিয়ে লম্বা ডাটা বানিয়ে নিবো। আর সবুজ রঙের পেপার দিয়ে ছোট একটা ফুল
কেঁটে নিয়েছি সেই ফুলে গাম দিয়ে ফুলের নিচে লাগিয়ে ডাটা বানিয়ে নিলাম।
অষ্টম ধাপঃ-
পাতা তৈরি করার জন্য প্রথমে সবুজপাতাকে দুই ভাগে ভাজ করে পেন্সিল দিয়ে পাতা অঙ্কন করে
নিলাম। এবার পেন্সিলের দাগের উপর কাঁচি দিয়ে পাতাটাকে কেঁটে নিলাম ওপাতাকে চিকন করে ভাজ করলাম এতে দেখতে সুন্দর লাগবে।
এবার সেই পাতার মাঝে গাম দিয়ে ফুলের ডাটাতে লাগিয়ে দিলাম। একই নিয়মে আমি ৫টি ফুল তৈরী করেছি।
বানানো সেই ফুল গুলো আমি একটি টবের মধ্যে
এক এক করে রেখে সাজিয়ে নিলাম। এভাবেই
তৈরি হলো আজকের গাঁদা ফুলের টব। আশা করছি আপনাদের সকলের কাছে আমার এই
গাঁদা ফুল গাছটা অনেক ভালো লাগবে।
আগামী দিন আরো নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।
আপু অনেক পরিশ্রম সাপেক্ষ একটি কাজ করেছেন আপনি।অভিজ্ঞতা থেকে জানি এই ফুলগুলো বানাতে প্রচুর সময় এবং কষ্ট করতে হয়। খুবই সুন্দর একটি গাঁদা ফুলের তোড়া তৈরি করেছেন আপনি। নিঃসন্দেহে ফুলগুলো ঘরে সাজিয়ে রাখার মত। শুভেচ্ছা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও এত সুন্দর ভাবে গাঁদা ফুল গুলো তৈরি করলেন আমি তো দেখে পুরাই অবাক 😲😲 প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো সত্তিকারের গাঁদা ফুল। পরে বুঝতে পারলাম এগুলা আপনি নিজের হাতে তৈরি করলেন। এত সুন্দর ভাবে তৈরি করলেন যেই দেখবে তারই খুব ভালো লাগবে। আমার কাছেও জাস্ট অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে গাঁদা ফুলের টব তৈরি । হলুদ রঙের গাঁদা ফুল গুলো অনেক সুন্দর ফুটে উঠেছে। বোঝাই যাচ্ছে আপনি একজন পরিশ্রমি। অনেক সময় দিয়ে গাঁদা ফুল গুলো তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর গাঁদা ফুলের টপ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে গাঁদা ফুল সহ টব তৈরি অনেক সুন্দর ভাবে করেছেন আপু।অনেক ভালো লাগল।শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপু খুব সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে গাঁদা ফুলের টবটা । বিশেষ করে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। অনেক গুছিয়ে পুরো কাজটা করেছেন। আর আপনার কাজ দেখে বোঝা যাচ্ছে আপনার এতে বেশ ভালো দক্ষতা রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গাঁদা ফুলের টব বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট দেখার জন্য ও সুন্দর একটি কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি গাঁদা ফুলের টব আমাদেরকে উপহার দিয়েছেন এবং এ কাজটি করতে আপনার অনেক সময় লেগেছে। এবং অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন যা খুবই ভালো লেগেছে। আর আমাদেরকে এত সুন্দর একটি গাঁদা ফুলের টব উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। যেগুলো দেখতে একেবারেই আসল মনে হইতেছে । তাছাড়া তৈরি করা ফুল গুলো আপনি নিখুঁত ভাবে সম্পন্ন করেছেন । ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এত অসাধারণ ফুল তৈরি করেছেন দেখে বোঝার উপায় নাই যে এগুলো কাগজের তৈরি। আমিতো প্রথমে দেখে ভেবেছিলাম আপনি কেনা ফুলের সাথে ফটোগ্রাফি করেছেন। আমার মনে হচ্ছে এই ফুলগুলো তৈরি করতে আপনার অনেক বেশি সময় লেগেছে। ফুলগুলো টবে সাজানোতে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপু কিভাবে বলব তা বুঝতে পারছিনা। প্রথমে ভেবেছিলাম এটা বাজার থেকে কেনা ফুল হবে। তা বাইরে থেকে দেখতে ঠিক বাজারে কেনা ফুলের মতোই লাগতাছে। আপনার হাতে জাদু আছে তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আপনি অনেক সুন্দর করে অনেক ভাবে গাঁদা ফুল কে তৈরি করেছেন যা সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখে বোঝাই যাচ্ছে না যে এটি কাগজ দিয়ে তৈরি করা হয়েছে মনে হয় যেন এটি দোকান থেকে কিনে আনা ফুলের টপ। খুবই সুন্দর হয়েছে আপনার এই ফুলটি। দেখে বোঝাই যাচ্ছে এটার পেছনে আপনাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit