(এসো নিজে করি)শসা ও গাজরের সালাদ রেসিপি১০% লাজুক খ্যাঁকের জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও ভাল আছি।
1646751395200.png
আজ আমি আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করব সেটি হচ্ছে শসা ও গাজর টমেটো দিয়ে কিভাবে সালাদ বানানো হয় ও সেটাকে সুন্দর করে সাজানো হয়।আমরা সবাই কিন্তু খাবারের সাথে সালাদ খেয়ে থাকি।আর বাড়িতে মেহমান এলে তাদেরকে সালাত কেটে দেওয়া হয় আর তাদের মাঝে আকর্ষণীয় করার জন্য আমরা তাকে আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করি তাই সালাদটাকে সুন্দর করে সাজানোর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।এবার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সালাদটি সাজানোর জন্য।

উপকরণঃ

১)শসা

২) গাজর

৩) টমেটো

৪)লেবু

৫)কাঁচা মরিচ

ধাপঃ১

1646751174533.png
প্রথমে আমি শসা গাজর টমেটো লেবু পানি দিয়ে ধুয়ে বোটি দিয়ে ছিলে চাক চাক করে নিয়েছি।

ধাপঃ২

1646734992146.png
সালাদগুলো সাজানোর জন্য এবারে আমি একটি ট্রে নিয়ে নিয়েছি।এবার সেখানে গাজরের চাক দুটো বসিয়ে দিলাম এভাবে ৫ টা চাক দিয়ে একটা ফুল তৈরী করে নিলাম।

ধাপঃ৩

1646751137452.png
এবার সেই ফুলের মাঝখানে কুঁচি করা গাজর দিয়ে দিলাম ও ট্রে এর চারপাশে চাক করা কাঁটা শসা গুলো দিয়ে নিলাম।

ধাপঃ৪

1646751216012.png
ঠিক একইভাবে শসা সাজানোর চারদিকে গাজর ও টমেটো দিয়ে সাজিয়ে দিলাম।

ধাপঃ৫

IMG_20220308_154037.jpg
এর পর আমি ট্রে এর চার পাশে শসা দিয়ে দিলাম।

ধাপঃ৬

IMG_20220308_153954.jpg
চার পাশে শসা দেওয়ার মাঝখানে টমেটো দিয়ে দিলাম। আর চিকন করে কাঁটা ৫ টুকরো লেবু দিয়ে সাজিয়ে দিলাম।

ধাপঃ৭

IMG_20220308_153857.jpg
সব শেষ ৫টা কাঁচা মরিচ দিয়ে সালাদটাকে সাজিয়ে দিলাম এতে সালাদটা দেখতে সুন্দর লাগছে।আজ এখানেই শেষ করলাম আমার বাংলা ব্লগ এর জন্য শসা, গাজর,টমেটো, লেবু দিয়ে সাজিয়ে দিলাম সালাত রেসিপি। আমার কাছেতো এই সালাদটা দেখতে সুন্দর লাগছে।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

❤️সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন❤️
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শসা ও গাজর এর সালাদ রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শসা ও গাজর এর সালাদ পড়া করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে বিশেষ করে গাজরের সালাদ অনেকটাই লোভনীয়। এই সালাদ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বিশেষ করে যাদের শরীরের চর্বি অনেক বেশি তাদের জন্য। ধন্যবাদ আপনাকে এরকম একটি সালাদ রেসিপি শেয়ার করার জন্য।

আমার দেখে মনে হচ্ছে এটা সালাদ ডিজাইন রেসিপি। আপনি খুবই সুন্দর ভাবে পরিবেশন করেছেন। বিয়ে বাড়িতে এভাবে পরিবেশন করে রাখা হয়। তবে আপু মনে হয় ভুল করে সালাদ এর জায়গায় সালাত লিখে ফেলছেন। এডিট করে ঠিক করে নিবেন। সালাত আরবী শব্দ এর মানে হচ্ছে নামাজ। যাইহোক, অনেক ভালোছিলো। 💕💕💕✌️
  ·  3 years ago (edited)

আপু আপনি খুব সুন্দর ভাবেই গাজর দিয়ে ও শসা দিয়ে সুন্দর সালাত সাজিয়েছেন। দেখতে আসলেই খুব আকর্ষণীয় হয়েছে। সাজানোর আইডিয়া টা বেশ দারুন।
ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

আমার কনফিউশন এইটা সালাত নাকি সালাদ হবে😑😑

  • আসলে বেশ ভালো লাগলো শসা ও গাজরের সালাদ রেসিপি আপনি দারুন ভাবে এটি আমাদের পরিবেশন করেছেন। বিশেষ করে আপনার উপস্থাপনা আমাকে মুগ্ধ করলো। এত সুন্দর ডেকোরেশন ছিল। সবমিলিয়ে বেশ ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল

আপনার সাজানো ডিস দেখে এখনই সালাত খেতে ইচ্ছে করছে।শসা আমার খেতে ভালো লাগে। তাছাড়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সুন্দর করেইনসাজিয়েছেন।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

আপনি খুব সুন্দর করে শসা ও গাজরের সালাত রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই অসাধারণ হয়েছে। আসলে আমাদের স্বাস্থ্যের জন্য শসা ও গাজর খুবই উপকারী। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার জন্যঅনেক অনেক শুভকামনা রইল।

আমি প্রায় প্রতিদিনই ভাতের সাথে সালাদ খেয়ে থাকি, কারণ আমি সালাদ খেতে ভীষণ পছন্দ করি। ভাতের সাথে হোক আর বিরিয়ানি অথবা পোলাওয়ের সাথে হোক সব খাবারের সাথে সালাদ খেতে আমার খুব ভালো লাগে। আর এই ভালোলাগার সালাদের ডেকোরেশন খুব সুন্দর করে করেছেন। দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সালাদের এই রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

ওয়াও আপু আপনি তো গাজর এবং শসা দিয়ে অনেক সুন্দর ভাবে সালাত সাজিয়েছেন দেখতে সত্যি অনেক সুন্দর লাগতাছে এবং আমার সালাত একটি পছন্দের খাবার এই গরমের সময় সালাদ খাওয়ার মজাই আলাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি সালাত রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।। আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

বাহ আপু দারুন একটি সালাদের রেসিপি আপনি আমাদের মাঝে। এভাবে সালাত বানালে খেতে খুবই দারুণ হয়। আমার বাসায় প্রায় প্রত্যেক দিনই এই সালাদ তৈরি করা হয়। আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে সালাদ তৈরির রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

সাধারণত এটি রেসিপির ক্ষেত্রে ব্যবহার করা হলেও আপনি যেহেতু ডিজাইন করেছেন আপনার পোস্টটি দারুন হয়েছে একটু ব্যতিক্রম ছিল। এইভাবে কখনো সালাদ কে কেউ উপস্থাপন করেন বেশ চমৎকার ছিল।

আপনার উপস্থাপন করার গাজরের সালাত রেসিপি টা দেখে লোভ সামলিয়ে রাখা মুশকিল। আমি সালাত খেতে অনেক ভালবাসি বিশেষ করে মাংসের সাথে সালাত খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এছাড়াও দৈনিক যেকোনো তরকারি সঙ্গে সালাত খাওয়া যায়। আপনি আমাদের মাঝে অনেক সুস্বাদু একটি সালাতের রেসিপি শেয়ার করেছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সালাদ খেতে তো ভীষণ পছন্দ করি আপু। আর এটা কিন্তু আমাদের মুখে রুচি আনে আমার কাছে শসা টমেটো এবং গাজর এই তিনটা জিনিস দিয়ে সালাদ খেতে খুবই ভালো লাগে। আর আপনি খুবই সুন্দর করে সালাদ সাজিয়েছেন দেখতে অনেক সুন্দর লাগছে। আর এটা দেখে খেতে ইচ্ছে করছে। অনেক ধন্যবাদ আপনাকে।

শসা এবং গাজর দিয়ে আপনি খুবই সুন্দর সালাদ তৈরি করেছেন আপু। শসা এবং গাজরের সালাদ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এরমধ্যে লেবু দেবার কারণে সালাদেও সুস্বাদু হয়েছিল বলে মনে হচ্ছে আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি সালাদ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।