😜কাসুন্দি দিয়ে আম ভর্তার রেসিপি😜১০% লাজুক খ্যাঁকের জন্য।

in hive-129948 •  3 years ago 

❤️আসসালামু আলাইকুম❤️

হ্যালো আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।
IMG_20220516_215316.jpg
আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি ইউনিক পোস্ট শেয়ার করব। কাসুন্দি দিয়ে কাঁচা আম ভর্তা রেসিপি। আমরা সকলেই কাঁচা আম খেতে পছন্দ করি। আর তার মধ্যে যদি কাসুন্দি দিয়ে কাঁচা আম ভর্তা করা হয় তাহলে সেটা খেতে বেশি সুস্বাদু হয়। তাই আজ আমি এই রেসিপিটা পোস্ট করব।কিভাবে কাঁচা আম কাসুন্দি দিয়ে ভর্তা বানানো হয়।

উপকরণ গুলোঃ

১/কাঁচা আম।

২/বীট লবণ।

৩/শুকনো মরিচ।

৪/কাসুন্দি।

৫/একটি ভুজুরি করার ম্যশিন।

🦊 প্রস্তুত প্রণালী🦊

IMG_20220518_112216.jpg

IMG_20220518_112715.jpg
এবার আমগুলো ভালোভাবে ছিলিয়ে নিবো।

IMG_20220516_215051.jpg
ছিলানো আম গুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিবো।

IMG_20220516_215108.jpg

IMG_20220516_215134.jpg
এভাবে আমি সবগুলো আম ম্যশিন দিয়ে ভুজুরি করে নিলাম।

IMG_20220516_215149.jpg

IMG_20220516_215222.jpg

IMG_20220516_215238.jpg
এবার আমি চারটা শুকনো মরিচ নিলাম। আপনারা আপনাদের মতো করে পরিমাণ মতো নিতে পারেন। পরিমাণমতো বীট লবণ দিয়ে মরিচ গুলো গুড়ো করে নিলাম।

IMG_20220516_215251.jpg
সব শেষে এবার আমি পরিমাণ মতো কাসুন্দি টা দিয়ে দিবো

IMG_20220516_215316.jpg
হাত দিয়ে আন গুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের পোস্ট কাঁচা আম ভর্তা রেসিপি। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আম ভর্তার রেসিপিটা ভালো লাগবে। আজ এখানেই শেষ করলাম আগামী দিন নতুন আইডি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

❤️বিদায় বন্ধুরা❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি আম মাখা দেখেছি কিন্তু কখনো ভর্তা দেখিনি। কাসুন্দি দিয়ে আপনি খুব সুন্দর একটি আম ভর্তা করেছেন। আশা করছি আপনার কথাবার্তা অনেক স্বাদ হয়েছে খেতে অনেক মজা লাগবে। এত সুন্দর একটি আমের রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কাসুন্দি দিয়ে আম ভর্তার রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছিনা। আপনার এই পোস্টটি দেখে আমি নিজেই একদিন তৈরি করে খেয়ে দেখব। আপনার জন্য শুভকামনা রইল।

কাসুন্দি দিয়ে আম ভর্তা হোক বা আম কেটে মাখানো হোক উভয় রেসিপি গুলো অনেক মজাদার হয়। মূলত কাসুন্দির জন্যই রেসিপির টেস্ট বৃদ্ধি পায়। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 🥰

কাসুন্দি দিয়ে আম ভর্তা খেতে খুবই মজা লাগে। গতকাল এরকম কাসুন্দি দিয়ে আম ভর্তা খেয়েছি। রেসিপির উপস্থাপনা সুন্দর ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

কাসুন্দি ছাড়া আমার কাছে আম ভর্তা খুব একটা ভালো লাগে না। আম ভর্তায় কাসুন্দি ব্যবহার করলে আম ভর্তার স্বাদ যেন আরো অনেক গুণে বেড়ে যায়। আপনার করা আম ভর্তা গুলো দেখে আমার বেশ লোভ যাচ্ছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

কাসুন্দি দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে আম ভর্তার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই আম ভর্তা রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি ছিল। কাসুন্দি দিয়ে এরকম আম ভর্তা খেতে খুবই ভালো লাগে শেয়ার করার জন্য ধন্যবাদ।

কাসুন্দি দিয়ে আপনি অসাধারণ ভাবে আম ভর্তা করেছেন। আপনার আম ভর্তা টা দেখে মনে হচ্ছে এটি অনেক লোভনীয় হয়েছে। টেস্টিকর মুখরোচক একটি খাবার বানিয়েছেন আপনি। প্রতিটা ধাপ অসাধারণ ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

কয়েকদিন ধরে আম মাখা বা আম ভর্তার রেসিপি কমিউনিটি তে বেশি দেখছি। আসলে আমের সময় তো এটা সেজন্য এই অবস্থা। আম ভর্তা দেখেই জিভে পানি চলে আসছে। সুন্দর ছিল পোস্ট টা।

কাসুন্দি দিয়ে আম ভর্তার রেসিপি খুবই লোভনীয় হয়েছে আপু। আম ভর্তার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। আপনি অনেক সুন্দর ভাবে আম ভর্তার রেসিপি উপস্থাপন করেছেন। মজার ও লোভনীয় একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

কাসুন্দি দিয়ে আম ভর্তা খেতে দারুন লাগে ।এখন পর্যন্ত খাওয়া হয়নি। আপনার খাবার এবং আম ভর্তার রেসিপি দেখে তো খাওয়ার ইচ্ছে জাগলো। দেখি আবার চেষ্টা করব।

আহারে আপু কি দেখাইলেন, দেখেই যেন জিভের জল টুস করে পড়ার উপক্রম হয়ে গেল। কাসুন্দি দিয়ে কাঁচা আম ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনি তো খুবই সুস্বাদু করে কাঁচা আমের ভর্তা তৈরি করে ফেললেন। এরকম লোভনীয় জিনিষ দেখলেই খাবার ভীষণ লোভ লেগে যায়। অসংখ্য ধন্যবাদ আপু এত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

এই রেসিপি দেখলে জিবে পানি এসে যায় অটোমেটিক, কার‍ণ টক দেখলে লোভ আর সামলানো যায় না। আপনার আম ভর্তা রেসিপি দেখে মনে হচ্ছে সব কিছুতে ঠিকঠাক ছিল।আপনার উউপস্থাপনা অনেক ভালো ছিল।ধন্যবাদ শেয়ার করার জন্য

কাসুন্দি দিয়ে কালকে আমরা মেসেই পেয়ারা মাখা খেয়েছি দারুন ছিল।আসলে এই রকম মাখায় কাসুন্দি ব্যাবহার করলে দারুন লাগে।আর আমের ভর্তা দেখে তো জিভে পানি চলে এসেছে🤪

উফ! আপু এখন তো আপনি আম ভর্তার নেশা লাগিয়ে দিলেন। আম ভর্তা গরমের সময় বেশ মজা লাগে। আর আপনিতো কাসুন্দি দিয়ে আম ভর্তার রেসিপি তৈরি করেছেন। এটা আরো দারুণ মজার রেসিপি। শুভকামনা রইলো।

আম ভর্তা দেখলেই তো খেতে ইচ্ছে করে। আজকে আপনি আবার কাসুন্দি দিয়ে আম ভর্তা রেসিপি শেয়ার করেছেন এটা যে খেতে খুবই মজা হয়েছিল সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে

আম ভর্তা রেসিপি দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে। সত্যিই আপনার আম ভর্তা রেসিপি অসাধারণ হয়েছে। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুভ কামনা রইল আপনার জন্য।

এরকম আম ভর্তা রেসিপি দেখলে সত্যি লোভ সামলানো খুবই কষ্টকর। সত্যি বলছি আশেপাশে থাকলে একটু টেস্ট করে আসতাম। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

কাসুন্দি দিয়ে আম ভর্তার রেসিপি আজও কখনো খাইনি তবে রেসিপি টা দেখে অনেক খেতে ইচ্ছা করছিল । রেসিপিটা আপনি যেভাবে উপস্থাপন করেছেন দেখে লোভ সামলিয়ে রাখা মুশকিল। রেসিপিটা আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি কাসুন্দি দিয়ে আম ভর্তার রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই সুন্দর করে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

কাসুন্দি দিয়ে আম ভর্তার খুবই লোভনীয় একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। কাঁচা আমের ভর্তা গুলো এমনটাই লোভনীয় হয় যা দেখলে প্রত্যেকটি মানুষের জিভের জল চলে আসে। রেসিপিটি তৈরীর পদ্ধতি আপনি আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করেছেন।