☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
💠প্রথম পর্ব💠
আজ থেকে প্রায় ষাট বছর আগের কথা বলছি যখন আমি হওয়া তো দূরের কথা আমার মায়েরও জন্ম হয়নি। ওই সময়টাতে আমার দাদু প্রথম একটা স্কুলে চাকরি করত এবং সেখান থেকে ধীরে ধীরে হেডমাস্টার হয়ে গেছিল। তবে সেটা বড় ব্যাপার নয় তার থেকেও আমার দাদুর আর একটা শখের কাজ ছিল সেটা হল যে ঝাড়ফুঁক করা। বিশেষ করে যখন গ্রামাঞ্চলে মানুষের অসুখ হতে বা ভূতে ধরত তখন আমার দাদু সেখানে চলে যেত ঝাড়ফুঁক করার জন্য। যদিও তখন দাদুর নতুন বিয়ে হয়েছিল এজন্য আমার দিদিমা তেমন কিছু বলতে পারত না। তবে তারপরও মাঝেমধ্যে বলতো যে তুমি এই কাজ ছেড়ে দাও না হলে তোমার ভবিষ্যতে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ তুমি যাদের ঘাড় থেকে বা শরীর থেকে এই অপদেবতা বা অশরীরীগুলোকে নামাচ্ছো তাদের হয়তো উপকার হচ্ছে কিন্তু যারা তাদের ঘাড়ে ভর করছে তাদের কিন্তু তোমার উপর একটা রাগ থেকেই যাবে। সেই রাগ যে কিভাবে তারা মেটাবে এটা কিন্তু তুমি পরবর্তীতে টের পাবে।
তবে আমার দাদু প্রচন্ড সাহসী মানুষ ছিলেন তাই এই সবে তিনি কখনোই ভয় পেতেন না। তার বদলে তিনি আরো আটোসাটো হয়ে ব্যাপারটাকে বিস্তৃতি করানোর কাজে নেমে যেত। মোটামুটি গ্রামে বা গ্রামের বাইরে যেখানেই মানুষকে ভূতে ধরত সেখানেই নাকি দাদু চলে যেত তাকে ঝাড়ফুঁক করার জন্য এবং যখন বাড়ি ফিরত তখন কোন একজন মানুষকে সাথে নিয়ে ফিরত। কারণ যাকে ঝাড়ফুঁক করা হতো এবং যার শরীর থেকে অপশক্তি বের করে দেয়া হতো সেই অপশক্তি নাকি দাদুর পিছনে পিছনে আসতো। এজন্য একজন বা দুজন লোক সাথে করে বাড়ি পর্যন্ত দিয়ে যেত যাতে কোন ক্ষতি না হয়। একদিন হঠাৎ করেই নাকি আমার দাদুদের পাশের গ্রামে একটা কুড়ি বছরের মেয়েকে ভুতে ধরে। সেই মেয়ে নাকি অস্বাভাবিক আচরণ করছিল। তাই গভীর রাতে আমার দাদুকে দুজন লোক হ্যারিকেন নিয়ে ডাকতে চলে আসলো। দাদু তখন খেয়ে-দেয়ে সবে মাত্র বিছানায় শুয়েছে। যাইহোক লোকগুলোর আকুতি মিনতি শুনে দাদু আর ঘরে বসে থাকতে পারলো না, দাদুর ঝাড়ফুঁক করার প্রয়োজনের জিনিসপত্র নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল।
মেয়েটার নাকি খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তার হাত-পা চোখ সব উল্টে বেঁকে গেছিল। ওই মেয়ে নাকি সন্ধ্যার সময় ওদের পাশের একটা বাগানে পাতা কুড়াতে গেছিল তখন নাকি হঠাৎ করে একটা কবরে পা পড়ে সেটা ভেঙে কবরের ভেতর পড়ে যায়। তারপর থেকেই সেই রকম অস্বাভাবিক আচরণ করছিল। যাই হোক দাদু থাকে ঝাড়ফুঁক করে মোটামুটি সুস্থ করে দিল। কিন্তু এত তাড়াহুড়ো করার জন্য দাদুর একটা জিনিস খুব বড় ভুল হয়ে গেছিলো ওইদিন। সেটা হলো যে উনি ঝাড়ফুঁক করার আগে নিজের শরীরটাকে মন্ত্র দিয়ে বেঁধে নিতেন। সেটা ঐদিন কোন কারনে করতে তিনি ভুলে গেছিলেন এবং পরবর্তীতে এই ব্যাপার তার মনেও পড়েনি। যাইহোক গ্রামের লোক সিদ্ধান্ত নিল যে দাদুকে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে। কিন্তু দাদু বলল তোমাদের মেয়েকে সামলাও। আমাকে আর এত কষ্ট করে বাড়ি পর্যন্ত দিতে যেতে হবে না, আমি একটা হেরিকেট নিয়েই বাড়ি চলে যাব কোন সমস্যা হবে না। গ্রামের লোকজন এত জোরাজোরি করার পরেও আসলে দাদু একা একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
চলবে....👉❤️👉.....
শ্রেণী | ভূতের গল্প। |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ ধরনের গল্প গুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আমার অনেক ভয়ও লাগে। আপনার দাদা অনেক সাহসী ছিল এজন্যই এই ধরনের কাজগুলো তিনি করতেন। আসলে ঝাড়ফুঁক করা লোকদের অনেক সাহস থাকা লাগে।সব সময় আপনার দাদু নিজের শরীরটাকে মন্ত্র পড়ে বেঁধে নিতেন। ঐদিন উনার শরীরটাকে মন্ত্র পড়ে বেঁধে নিতে মনে না থাকায় তার সাথে কি হয়েছিল তা জানার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় যখন দাদুর মুখে এই গল্পগুলো শুনতাম তখন আমারও খুব ভয় লাগতো। তবে এখন আর এসব নিয়ে কোন ভয় লাগে না। গল্পটা আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের ভুতের গল্প গুলো সব সময় আমার খুব ভালো লাগে। গ্রামাঞ্চলে সাধারণত তোমার দাদুর মতন এরকম সাহসী খুব কম পাওয়া যায় আজকাল। এই পর্বে তো ভূতের তেমন কিছু বুঝতে পারলাম না। আশা করি পরবর্তী পর্ব খুব ইন্টারেস্টিং হবে। অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার লেখা ভূতের গল্পটা তোমার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আশা করি পরবর্তী পর্ব অবশ্যই পড়বে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় আমিও অনেক অনেক ভূতের গল্প শুনেছিলাম। তবে এখন তেমন একটা মনে পড়ে না। আপনার দাদু তো খুবই সাহসী ছিলেন এবং ওনার ঝাড়ফুঁক তো বেশ কার্যকরীও ছিলো। এতো রাতে আপনার দাদু একা একা বাসায় ঠিকমতো আসতে পেরেছিল কিনা,সেটা জানার অপেক্ষায় রইলাম। আশা করি পরবর্তী পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তী পর্ব দিয়ে দিয়েছি ভাই। তবে এটা সত্যি কথা যে আমার দাদু খুবই সাহসী একজন মানুষ ছিলেন, সেই তুলনায় আমি অনেক বেশি ভীতু। হা হা হা...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit