ব্যক্তিগত একটি কাজে বেশ কিছুদিন ধরে ঢাকায় আছি আপুর বাসায়। বাসাটি হচ্ছে বনশ্রীতে। এই এলাকাটা এমনিতে আমার মোটামুটি পছন্দ। কারণ ঢাকার পুরাতন এলাকাগুলিতে নানান রকম সমস্যা। প্রচন্ড ঘিঞ্জি পরিবেশ। সাথে আছে রাস্তার স্বল্পতা।
কিন্তু নতুন তৈরি হওয়া এই ধরনের এলাকাতে একটি সুবিধা হচ্ছে এখানে পর্যাপ্ত রাস্তা রাখা হয়েছে।আপু যে বাসায় থাকে সেটি একটি দশতলা বিল্ডিং। এখানে ডেভেলপার বিল্ডিং তৈরি করে বিভিন্ন মানুষের কাছে ফ্ল্যাট বিক্রি করেছে। এমনই একটি ফ্ল্যাটে আপু ভাড়া থাকে। এই বিল্ডিং এর যে জিনিসটা আমার কাছে সবচাইতে ভাললাগে সেটি হচ্ছে এই বিল্ডিং এর ছাদ। বিল্ডিং এর ছাদে বিল্ডিংয়ে বসবাসরত লোকজন বিভিন্ন ধরনের অনেক গাছ লাগিয়েছে।
সেখানে আছে ফলের গাছ ফুলের গাছ কিছু ঔষধি গাছ ও আছে। যদিও ছাদে আমার খুব একটা যাওয়া হয় না। তবে সেদিন গিয়েছিলাম ছাদটা দেখতে। দেখার পর আমার খুবই পছন্দ হয়ে যায়। বিভিন্ন রকম গাছে নানা রকম ফল ফুল ধরে আছে। ঢাকায় জনসংখ্যার চাপের কারণে দিনদিন নিত্যনতুন দালানকোঠা তৈরি হচ্ছে। যার ফলে এই শহর থেকে সবুজের ছোঁয়া দিনে দিনে হারিয়ে যাচ্ছে। সেই কারণে এই শহরের বাতাস খুবই দূষিত।
তবে ইদানিং খেয়াল করে দেখছি শহরের বিল্ডিংগুলোর ছাদ বাগান গুলো সেই সবুজের ঘাটতি কিছুটা হলেও পূরণ করছে। যদিও পুরোপুরি পূরণ করা কখনোই সম্ভব নয়। এখান থেকে দু'ভাবে ঢাকাবাসী উপকৃত হচ্ছে। প্রথমত এখান থেকে অক্সিজেনের অল্প কিছু যোগান আসছে। দ্বিতীয়ত ছাদ গুলিতে এখন বিভিন্ন রকম ফলমূল এবং শাকসবজি চাষ করা হচ্ছে। যার থেকে ঢাকা শহরের কিছুটা খাদ্য চাহিদাও মিটছে।
এই শহরের মানুষের বিনোদনের জায়গা খুবই সীমিত। যাও কিছু জায়গা আছে কিন্তু প্রচণ্ড ট্রাফিক জ্যামের কথা চিন্তা করে বেশিরভাগ মানুষ ঘরেই থাকে। সেজন্য ছাদ বাগান হয়ে উঠেছে তাদের বিশুদ্ধ বিনোদনের অন্যতম একটি মাধ্যম। বাগান করা এমন একটি শখ যা আপনাকে মানসিক প্রশান্তি দেবে। যার ফলে দিনে দিনে শহরের মানুষজন এই ছাদ বাগানের দিকে ঝুঁকছে।
আপনি যে কোন উঁচু বিল্ডিং এর ছাদে উঠে চারপাশে তাকালেই দেখতে পাবেন বেশিরভাগ ছাদেই এমন ছোটখাট বাগান গড়ে উঠেছে। যেটি দেখতেও ভালো লাগে। এই বাগান করার জন্য তারা ছাদ গুলোতে বিশেষ কিছু ব্যবস্থা রাখছে গাছপালা লাগানোর জন্য। যাতে তাদের ক্ষতি না হয় সেজন্য অনেকে ছাদের উপরে একটি বাড়তি আবরণ ব্যবহার করছে। অনেকে আবার ইট সিমেন্ট দিয়ে বক্স আকৃতির তৈরি করে তার ভেতরে গাছ লাগাচ্ছে।
হঠাৎ করে মানুষের এই ছাদ বাগানের দিকে ঝুঁকে পড়া আমার কাছে বেশ ভালই লাগছে। আসলে এই শহরে এখন যে সমস্ত মানুষ বসবাস করে তারা বেশিরভাগই এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তাদের জীবনের বেশির ভাগ সময় কেটেছে খোলামেলা পরিবেশে। কিন্তু ঢাকা শহরে এসে তারা একটি নির্দিষ্ট গণ্ডির ভেতরে আটকে গিয়েছে। যার ফলে এই বাগান করার মাধ্যমে তারা তাদের অতীতের স্মৃতি রোমন্থন করতে পারে।
আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
---|---|
ফটোগ্রাফার | @rupok |
স্থান | লিংক |
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া আপনার ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।আর আপনার কথার সঙ্গে আপনি একমত ঢাকা শহরে এখন প্রায় প্রতিটা ছাদে প্রচুর পরিমাণে গাছ দেখা যায়।সবাই যার যার মতো চেষ্টা করছে সবুজের ছোঁয়া দিয়েপরিবেশ আরো সুন্দর করে তোলার।ধন্যবাদ এত সুন্দর ছাদ বাগানের ছবি গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন।বিশুদ্ধতার অভাবে সবুজের ছোয়া হারিয়ে যাচ্ছে। ইদানিং ছাদে খুব অল্প করে হলেও বিভিন্ন ফল ফুলসহ নানাবিধ গাছের বাগান লক্ষ্য করা যায়, যা পরিবেশের জন্য একটি সুখবর। পরিবেশ রক্ষায় গাছ প্রেমীদের এমন উদ্যোগ প্রশংসার যোগ্য। পরিবেশ রক্ষায় তেমন কার্যক্রম চলতে থাকুক এমনটাই প্রত্যাশা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই এটি খুব ভালো একটি উদ্দোগ। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ, সত্যিই দারুন উদ্যোগ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া খুব সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন আপনি। অনেক সৌখিন মানুষ আছে যারা কিনা বাগান করতে এবং গাছ লাগাতে খুব বেশি পছন্দ করে। আর ঢাকা শহরে পর্যাপ্ত জায়গা না থাকায় মানুষজন তাদের বারান্দায় কিংবা ছাদে এভাবে করে গাছ লাগিয়ে থাকেন। আপনাদের ছাদের গাছ গুলো খুবই সুন্দর এবং আপনি বেশ চমৎকার ভাবে সেগুলো ফটোগ্রাফি করেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি নিজে কখনো বাগান করিনি। তবে ছাদ বাগান আমারও ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা খুব ভাল উদ্যেগ ছাদ বাগান ।আসোলে বিল্ডিং করতে করতে আমরা গাছপালা কেটে উজাড় করতে সে অক্ষে অক্সিজেন পাচ্ছিনা আর নানা রকমের অসুখবিসুখ দেখা দিতেছে ।ছাদ বাগান ঢাকার মধ্যে কিছু যায়গায় শুরু করেছে শুনে ভাল লাগলো ।আপনার ছাদ বাগানের ফটগ্রাফি সুন্দর ছিল ধন্যবাদ ভাই ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছাদ বাগান আমার ও অনেক ভালো লাগে।
তবে শুধু আলসেমির কারণে আমি ছাদে উঠি না আর তাই বাগান ও করা হয়না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া,আমিও যখন চট্টগ্রাম গিয়েছিলাম তখন অনেকের ছাদেই এরকম গাছ দেখেছি।ফলমূল, শাকসব্জি করে ছাদের একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে। সত্যিই এখন মানুষের মধ্যে এই পরিবেশপ্রীতি বেড়ে উঠার কারণে কিছুটা সমস্যার সমাধান হচ্ছে।আপনার এই পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit