"আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬০"|| এর পুরস্কার বিতরণী।

in hive-129948 •  4 months ago 

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


ব্যানার ক্রেডিট @alsarzilsiam


আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার বাংলা ব্লগ আয়োজিত ৬০ তম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পোস্ট নিয়ে। আপনারা জানেন আমার বাংলা ব্লক থেকে প্রতিনিয়ত ইউজারদের জন্য নিত্যনতুন কনটেস্টের আয়োজন করা হয়ে থাকে। এই কনটেস্ট গুলোতে আমাদের ইউজাররা দারুন ভাবে সাড়া দিয়ে থাকেন। এবারে কনটেস্টের বিষয় ছিলো শেয়ার করো তোমার মজার পাকোড়া বা চপের রেসিপি।

প্রতি মাসেই কনটেস্ট আয়োজন করার কারণে আমরা মাঝে মাঝে কনটেস্ট এর টপিক কি হবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যায়। কারণ যখন আমরা টপিক নিয়ে চিন্তা করতে শুরু করি তখন দেখা যায় বেশিরভাগ জিনিস নিয়ে কনটেস্ট করা ইতিমধ্যে হয়ে গিয়েছে। যাই হোক তারপরেও এবার এই পাকোড়া বা চপের রেসিপি কনটেস্টে খুব একটা ভালো সাড়া পাইনি। বাংলাদেশের চলমান বিভিন্ন সমস্যার কারণে এই কনটেস্টে আমরা আশানুরূপ অংশগ্রহণ পাইনি। তবে এর ভেতরেও যারা অংশগ্রহণ করেছিলেন তারা তাদের রেসিপি ছিলো এক কথায় অনবদ্য।

কাকে রেখে কাকে প্রথম নির্বাচন কাকে দ্বিতীয় হিসেবে নির্বাচন করবো সেটা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলাম। তারপরেও শেষ পর্যন্ত আমরা প্রতিযোগীদের কনটেস্টের এন্ট্রির মান হিসেবে তাদের অবস্থান নির্বাচন করতে সক্ষম হয়েছিলাম। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা প্রায় সবাই কিছু না কিছু পেয়েছে। কারণ এখানে অংশগ্রহণকারী সংখ্যা ছিলো বেশ কম। বিজয়ীদের সকলকে অভিনন্দন। এবার আর কাউকে মন খারাপ করে থাকতে হবে না হা হা হা।

আর ইতিমধ্যেই বিজয়ীদের স্টিমিট ওয়ালেট এ তাঁদের সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। তো চলুন বিজয়ীদের লিস্টটা দেখে নেওয়া যাক।


ABB Contest 60 - Winner List

RankUser IDPost LinkPrize
1st@neelamsamantaPost Link35 Steem
2nd@tasonyaPost Link25 Steem
3rd@rongginPost Link20 Steem
4th@green015Post Link14 Steem
5th@narocky71Post Link12 Steem
6th@ag-agimPost Link10 Steem
7th@saymaakterPost Link9 Steem
Special prize@kausikchak123Post Link15 Steem

ABB Contest 60 - Prize distribution list


IMG_20240810_152703.webp


This contest is sponsored by @abb-featured

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এইবারের প্রতিযোগিতার বিষয়টি খুবই সুন্দর ছিল।পরিস্থিতি বিবেচনা করে ভেবেছিলাম অংশ নিতে পারবো না, কিন্তু আগে থেকেই ইউনিক একটি রেসিপি তৈরি করা ছিল বলে অংশ নিতে পেরেছিলাম।খুবই ভালো লাগছিলো আর একটি অবস্থানে থাকতে পেরে আরো বেশি ভালো লাগছে।আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে এটা জেনে উৎসাহ দ্বিগুণ বেড়ে গেল।অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগের সকল মডারেটরদেরকে।এছাড়া অভিনন্দন সকল বিজয়ীদেরকে,সকলেই অনেক ভালো করেছেন।।

অনেক দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।এ প্রতিযোগিতার মাধ্যমে বেশ কিছু ইউনিক পাকোড়া রেসিপি দেখতে পেয়েছি।আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং পুরস্কার পেয়ে অনেক খুশি হয়েছি। রেসিপিটি আপনাদের ভাল লাগাতে উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে গেল।অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। সব সময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করতে পারে সত্যি অনেক ভালো লাগছে। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারা সবাই কিন্তু ইউনিক পাকোড়া এবং চপ তৈরি করেছিল। পুরস্কার পেয়ে সত্যি খুব ভালো লাগছে। যারা বিজয়ী হয়েছে সবাইকেই অভিনন্দন জানাচ্ছি।

অনেক ভালো লেগেছে, যখন এই প্রতিযোগিতার পঞ্চম স্থানে নিজের নামটা শুনেছিলাম। আমার কাছে সবার তৈরি করা পাকোড়া, চপ খুব ভালো লেগেছে দেখতে। আরো অনেক বেশি উৎসাহিত হলাম প্রতিযোগিতায় একটা স্থান অর্জন করতে পারে এবং দাদার কাছ থেকে পুরস্কার পেয়ে। সব সময় এভাবে চেষ্টা করে যাবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

ব্যস্ততার কারণে প্রথম দিকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। তবে বুধবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছে ছিলো। কিন্তু আমাদেরকে মঙ্গলবার সাময়িকভাবে রেস্ট্রিকটেড করার কারণে, শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। যাইহোক যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতার বিষয় ছিল অসাধারণ। আমি যে এতে অংশগ্রহণ করতে পেরেছি এটাই বড় কথা। পুরস্কার কোনদিনই বড় কথা নয়। তবে স্বীকৃতি পেলে ভালো লাগে। তাই সকলের মাঝখানে এই বিশেষ পুরস্কারের স্বীকৃতিটা মাথায় তুলে নিলাম। ভবিষ্যতে আবার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। ব্লগের প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করতে ভালো লাগে।