স্ক্রিনশট নেয়া হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেল থেকে
শুরুতে পাকিস্তান টস জিতে ব্যাটিং নিয়েছিলো। কিন্তুু তাদের সিদ্ধান্তটা ভুল প্রমাণ করে দিয়ে নেপালের বোলাররা দুর্দান্তভাবে শুরু করেছিলো। খুব দ্রুত পাকিস্তানের দুটো উইকেট তারা তুলে নিয়েছিলো। ম্যাচের ২৭ ওভার পর্যন্ত নেপালের বোলাররা দারুন টাইট লাইন লেন্থে বল করে পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে আটকে রেখেছিলো। কিন্তু তারপরে শুরু হয় পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর গল্প। বর্তমান ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম এবং বর্ষিয়ান ব্যাটসম্যান ইফতেখার আহমেদের দারুন জুটিতে পাকিস্তান শেষ পর্যন্ত বিশাল স্কোর দাড় করায়। প্রথম ইনিংস শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩৪২/৬। বাবর আজম চমৎকার ব্যাটিং করে ১৫১ রান করেন। যেটি ছিলো তার ১৯ তম সেঞ্চুরি। এই ম্যাচে বাবর আজম অনেকগুলো ব্যাটিং রেকর্ড ভেঙেছেন। তার ভিতর একটি হচ্ছে সবচাইতে কম ম্যাচে ১৯ সেঞ্চুরি করার রেকর্ড।
স্ক্রিনশট নেয়া হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেল থেকে
জবাবে ব্যাটিং করতে নেমে খুব অল্পরানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। নেপালের স্কোর সব উইকেট হারিয়ে ১০৪। পাকিস্তানের বোলার সাদাব খান নেপালের ৪ উইকেট শিকার করেন। আসলে ম্যাচের স্কোর কার্ড দেখলে আপনারা এই ম্যাচ সম্বন্ধে খুব একটা পরিষ্কার ধারণা পাবেন না। কারণ একসময় নেপাল খুব ভালো মতোই ম্যাচে ছিলো। ৫৫ রানে বাবর আজমের ক্যাচ ফেলে না দিলে হয়তো এই ম্যাচের গল্পটা অন্যরকম হতো। কিন্তু ওই যে কথায় বলে না অভিজ্ঞতার দাম আছে। সে কারণেই নেপালের মতো একেবারে নবীন দল পাকিস্তানের কাছে ২৩৮ রানে শোচনীয় পরাজয় বরণ করে। কিন্তু নেপাল শোচনীয় ভাবে হারলেও তারা এটা প্রমাণ করে দিয়েছে তাদের বোলিং লাইনআপ যথেষ্ট ভালো। পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটসম্যানরা এখন দারুন ফর্মে রয়েছেন। তার পরেও নেপালের বোলাররা ম্যাচে দারুন প্রভাব বিস্তার করতে পেরেছিলো।
স্ক্রিনশট নেয়া হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেল থেকে
এই ম্যাচ থেকে নেপালের পাওয়ার অনেক কিছুই আছে। তবে ব্যাটিং করতে নেমে তারা অনভিজ্ঞতার কারণে সবকিছু গুলিয়ে ফেলে। নতুন দল হিসেবে তাদের উচিত ছিল পুরো ৫০ ওভার খেলার চেষ্টা করা। কিন্তু সেটা না করে তারা বাজে ব্যাটিংয়ের কারণে মাত্র ২৬ ওভারের ভিতরে অলআউট হয়ে যায়। যাই হোক তারপরও আমি বলব নতুন দল হিসেবে নেপাল একেবারে খারাপ খেলেনি। নেপালের জন্য অনেক শুভকামনা রইলো। এবার এশিয়া কাপে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ভারত এবং পাকিস্তানের ভেতরে। যদিও আমরা বাংলাদেশিরা অনেক আশা করে রয়েছি বাংলাদেশ এবার এশিয়া কাপে ভালো কিছু করবে। কিন্তু গত কিছুদিনের ঘটনার কারণে বাংলাদেশ দলের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যার ফলে আমার মনে হয় না বাংলাদেশ এবারের এশিয়া কাপে ভালো কিছু করতে পারবে। তারপরেও নিজের দেশ হিসেবে সব সময় বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। যাই হোক এটাই ছিল আমার এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচ দেখার অভিজ্ঞতা। জমজমাট একটা এশিয়া কাপের আশা করে আজকের মত এখানেই শেষ করছি।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নেপালের বোলিং লাইন আপ যথেষ্ট ভালো। আমি প্রথম ম্যাচটি দেখেছিলাম। প্রথমে বেশ চাপে ছিলো পাকিস্তানের ব্যাটসম্যানরা। পরবর্তীতে বাবর এবং রিজওয়ান দুর্দান্ত ব্যাটিং করে। তারপর বাবর এবং ইফতেখার সেঞ্চুরি তুলে নেয়। প্রথমে ভাবিনি এতো রান হবে। যাইহোক আজকে বাংলাদেশের খেলা দেখে হতাশ হয়েছি। বাংলাদেশের ব্যাটিং এর সময় মাহমুদউল্লাহ রিয়াদকে ভীষণ মিস করেছি। এমন পরিস্থিতিতে রিয়াদ দারুণ ব্যাটিং করে। দেখা যাক পরবর্তী ম্যাচে কেমন করে বাংলাদেশ। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের এমন ছন্নছাড়া ব্যাটিং দেখে আপনার মতো আমরা সবাই হতাশ। এখন দেখা যাক পরবর্তী ম্যাচে কি করে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তী ম্যাচ আফগানিস্তানের সাথে। ব্যাটিং লাইনআপ দেখে মনে হচ্ছে না তেমন ভালো কিছু করতে পারবে। তবুও শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলা থেকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহটা আমার বেশি। যে দলের খেলাই হোক না কেন খেলা আমি দেখবই। এশিয়া কাপ হলো এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াই। উদ্বোধনের এই ম্যাচে পাকিস্তান বিশাল রানে নেপাল কে হারায়। যদিও প্রথম দিকে পাকিস্তান মনে হয়েছিল দেশে রান করতে পারবেনা কিন্তু শেষ দিকে বাবর আজম এবং ইফতেখার আহমেদের উপর ভর করে বিশাল রান করে। পক্ষান্তরে খুব অল্প রানের মধ্যেই নেপালের ইনিংস গুটিয়ে যায়। সব মিলিয়ে বেশ ভালো একটা খেলা হয়েছিল, ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম ম্যাচ হিসেবে নেপালের বলিংটা বেশ ভাল ছিলো। তবে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি তাদের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুরু হয়ে গিয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। আগামীকাল সবচাইতে জমজমাট ভারত পাকিস্তান ম্যাচ। পাকিস্তান নেপাল ম্যাচে বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিং এবং ইফতেখার আহমেদ এর ঝড়ো ব্যাটিং এ দারুণ একটা সংগ্রহ পাই তারা। আর পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপ বাকি কাজ করে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগামীকাল পাকিস্তানের আসল পরীক্ষা হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কোন দুনিয়ায় বসবাস করছি। সেটা তো নিজেও জানিনা। এশিয়া কাপ শুরু হয়ে গেছে। আসলে কোন দিক দিয়ে যে কি হয়ে যায় তাও আজকাল বুঝার উপায় নেই। যেই ব্যস্ততার মধ্যে দিন রাত পার করতে হয়। তবে নেপালের সাথে পাকিস্তান জয় লাভ করবে এটাই কিন্তু ঠিক। বেশ সুন্দর একটি রেভিউ করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit