স্ক্রিনশট নেয়া হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেল থেকে
সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দল একটা হ য ব র হল অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিলো। এশিয়া কাপ শুরুর কিছুদিন আগেও আমরা কেউ জানতাম না এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কত্ব কে করবে? শেষ পর্যন্ত সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য ওয়ানডে দলের অধিনায়ক মনোনীত করা হয়। অধিনায়ক হিসেবে সাকিব আমার কাছে বেশ পছন্দের। কারণ অধিনায়ক এমন কারো হওয়া উচিত যে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারবে তার নিজের পারফরমেন্সের মাধ্যমে। এদিক থেকে বিবেচনা করলে সাকিবের থেকে যোগ্য আর কেউ নেই। বাংলাদেশের ইতিহাসে সাকিব একমাত্র প্লেয়ার যে বিশ্বের খেলোয়াড়দের কোন তালিকায় এক নম্বর হওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং সেটা দীর্ঘদিন ধরে ধরেও রেখেছে।
স্ক্রিনশট নেয়া হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেল থেকে
যাই হোক এবার আসি মূল খেলা নিয়ে। চরম উত্তেজনা নিয়ে ম্যাচটির জন্য অপেক্ষা করছিলাম। খেলা দেখার এজন্য এদিন আগে নিজের বেশিরভাগ কাজগুলো শেষ করার চেষ্টা করেছিলাম। কিন্তু বারবার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কাজ খুব একটা আগাতে পারছিলাম না। যাই হোক শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে বাংলাদেশ শ্রীলংকার খেলাটি শুরু হলো। টস জিতে বাংলাদেশ ব্যাটিং এর সিদ্ধান্ত নিলো। কিন্তু শুরুতেই অনভিজ্ঞ তানজিদ তামিম কোন রান না করেই ডাগআউটে ফিরে গেলেন। তারপর নামে নাজমুল হাসান শান্ত অপর প্রান্তে তার সঙ্গী থাকে নাঈম শেখ। যিনি আবার ফরিদপুরের সন্তান। আমি মনে প্রাণে চাচ্ছিলাম নাঈম শেখ যেন ভালো খেলে। তাতে দল যেমন উপকৃত হতো তেমনি আমরা ফরিদপুরের মানুষেরা একটা গর্ব করার উপলক্ষ পেতাম।
স্ক্রিনশট নেয়া হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেল থেকে
প্রথম কয়েকটা ওভার মোটামুটি ভালই চলছিলো। নাঈম শেখ একটু ডট বল বেশি দিলেও বাউন্ডারি মেরে আবার সেটা পুষিয়ে দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে তার মনোসংযোগে ব্যাঘাত ঘটায় একটা বাজে শট খেলে আউট হয়ে যায়। তার এ ধরনের কর্মকান্ডে বাংলাদেশের সমস্ত দর্শক অত্যন্ত হতাশ হয়েছিলো। কারণ একজন সেট ব্যাটসম্যানের এভাবে আউট হয়ে যাওয়া এটা রীতিমতো অপরাধের শামিল। তারপর একমাত্র নাজমুল হাসান শান্তভাবে আর কোন ব্যাটসম্যান তেমন কিছু করতে পারেনি। সবাই আসা-যাওয়াতে ব্যস্ত ছিলো। শুধু তৌহিদ হৃদয় কিছুটা আশার আলো দেখিয়েছিলো। কিন্তু সেও তার ইনিংসটা দীর্ঘ করতে পারেনি।
তারপর শান্ত ৮৯ রানে আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ দলের ইনিংস দ্রুত গুটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। বাংলাদেশ দল অলআউট হয়ে গেলে শ্রীলংকার লক্ষ্য দাঁড়ায় ১৬৫। ব্যাটিংয়ে নেমে শ্রীলংকা একটা ধাক্কা খায়। বাংলাদেশের পেস বোলাররা শুরুটা বেশ ভালই করেছিলো। খুব অল্প রানে তাদের পরপর দুটো উইকেট পড়ে যায়। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে শ্রীলংকা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। যদিও পরবর্তীতে তাদের আরও তিনটি উইকেট পড়লেও শেষ পর্যন্ত তারা প্রায় ১০ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায়। শ্রীলংকার উইকেট পড়েছিল সর্বমোট পাঁচটি। গতকালকের বাংলাদেশের ম্যাচটি দেখে মনে হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের পিচ সম্বন্ধে তেমন ভালো কোন ধারনা ছিলো না। তাছাড়া তাদের কাছে তেমন কোন গেম প্ল্যান ছিলো বলেও তাদের খেলা দেখে মনে হয়নি। একমাত্র শান্ত বাদে আর কোন ব্যাটসম্যান আশার আলো দেখাতে পারেনি। প্রথম ম্যাচে এমন শোচনীয় হারের পর আমার মত বাংলাদেশের বেশিরভাগ দর্শকই ধরে নিয়েছে এবারের এশিয়া কাপটা আমাদের জন্য খারাপ হতে যাচ্ছে। অবশ্য ক্রিকেট একটা গৌরবময় অনিশ্চয়তার খেলা। শেষ পর্যন্ত কি হয় কিছুই বলা যায় না। সামনে আরো কয়েকটা ম্যাচ আছে বাংলাদেশের। আমরা এখন সেদিকেই তাকিয়ে আছি।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কিন্তু ক্রিকেট খেলা বেশ ভালো লাগে। আর এক সময়ে আমি বাংলাদেশের ক্রিকেট খেলা হলে টিভির সামনে থেকে উঠতামই না। কিন্তু আজকাল আর ভালো লাাগে না। কারন সব জায়গার মত এখানেও পলিটিক্স হানা দিয়েছে। আর এমন পরিবেশ আমার ভালো লাগে না। যাই হোক আপনার রিভিউ পড়ে বুঝলাম যে খেলাটি সম্পন্নই হ য ব র ল হয়ে গিয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেলা দেখে পুরা ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম ভাইয়া। কি বাজে ব্যাটিং ছিল এটা, একমাত্র শান্ত ছাড়া পঞ্চাশের বেশি কেউই করতো পারলো না। ভেবেছিলাম নাইম শেখ কিছু একটা করবে। নাইম শেখ নিশ্চয় আপনাদের ফরিদপুরের ছেলে 🫠
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কি বলবো ভাই বলার কোন ভাষা আমার নেই। সবার মুখে সেই একই কথা, পারফরম্যান্স দেখার মধ্যে শান্তর ব্যাটিংটাই ছিল তাছাড়া আর তেমন কিছুই পায়নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই খেলাটি দেখতে বসে ছিলাম বেশ আগ্রহ নিয়ে কিন্তু কিছু সময় পার হওয়ার পরেই মন খারাপ হয়ে যায়। যখন বাংলাদেশের উইকেট পড়তে থাকলো সব থেকে তখন বেশি মন খারাপ হয়েছিল। সাকিব আল হাসান যখন ১১ বলে পাঁচ রান করে আউট হলো তখন সত্যি আমার কাছে বেশ খারাপ লেগেছিল। দুইজন অভিজ্ঞ প্লেয়ার সাকিব এবং মুশফিক খুব রানের দেখা পেয়েছে তাই ম্যাচটি খুব সহজেই হাতছাড়া হয়ে গিয়েছে। বলারা অনেক চেষ্টা করেও ম্যাচটি বাঁচাতে পারিনি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা কথা কী জানেন ভাই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নিজেদের ক্রিকেট কে নিয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। ঐ সারাবছর মিরপুরে ছোট দলগুলো কে নিয়ে এসে সিরিজ জিতবে আর বলবে আমরা অনেক বড় দল। কিন্তু কোনো টুর্নামেন্টে বাইরে খেলতে গেলেই লজ্জাজনকভাবে হেরে বিদায় নেয়। এটা সত্যি অনাকাঙ্খিত। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে কেউ একজন যে দায়িত্ব নিয়ে ব্যাটিং করবে সেই মানুষটাকে আমি পাইনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে ভাই বাংলাদেশে যে ব্যাটিং লাইন, এই লাইন দেখে পূর্বেই আমি বলেছিলাম বাংলাদেশ ২০০ রানও করতে পারবেনা। ঠিক সেই কথাটাই হল। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে শোচনীয় পরাজয় হয়েছে। ওপেনিং ব্যাটসম্যানরা যদি কিছু না করে তাহলে সেই দলের অবস্থা এমনই হবে। এই দলে কিছু পরিবর্তন আনা দরকার রয়েছে। তাহলে হয়তো বা পরের ম্যাচে একটু ঘুরে দাঁড়াতে পারবে। আর যদি সেটা না হয় তাহলে এখানেই বিদায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঐদিন বাংলাদেশ এবং শ্রীলংকার খেলাটি আমি সম্পূর্ণ দেখেছিলাম। তবে ভাইয়া বাংলাদেশের দুইটি অপেনার ব্যাটসম্যান বলতে গেলে একদম নতুন। আমি তানজিম তামিমের খেলা দেখেছিলাম আন্ডার নাইন্টিনে। যদিও তিনি অভিষেক ম্যাচে দুই বল খেলে জিরো রানে আউট হয়ে গেল। তবে ক্যাপ্টেন হিসেবে শাকিব অনেক ভালো সেটা আমরা সবাই জানি। যিনি বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে অনেকদিন পর্যন্ত আছে। ঐদিন নাজমুল হোসেন শান্ত ভালো ব্যাটিং করেছে বাকিরা সবাই খারাপ খেলেছেন। এবং শ্রীলংকা খুব সহজে ব্যাটিং করে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচটি জয়লাভ করেছে। তবে ভাইয়া আশা করি আফগানিস্তানের সাথে ভালো খেলে বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারবো। তবে আপনার মত আমিও খেলা ভক্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক হিসেবে এই ধরনের খেলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এতটা আশা নিয়ে খেলা দেখতে বসি আর তারা এইভাবে নিরাশ করে আমাদেরকে প্রতিনিয়ত। যদিও শান্ত একটু ডট বল বেশি খেলছিল কিন্তু সে ভালই রান এগিয়ে নিয়ে গিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit