কয়েকদিন আগে আমরা তিন বন্ধু মিলে গিয়েছিলাম পদ্মার পাড়ে ঘুরতে। সেখান থেকে এই ছবিটি তুলেছিলাম। ছবিতে দেখতে পাচ্ছেন একজন খুদে মৎস্য শিকারি গভীর মনোযোগের সাথে বড়শি পেতে দাঁড়িয়ে রয়েছে। শুনেছি এখন নাকি নদীতে বেশ মাছ পাওয়া যায়। সে কারণেই এই খুদে মৎস্য শিকারির মাছ ধরার চেষ্টা। অবশ্য আমাদের তিন বন্ধুর ভিতরে ফেরদৌসের মাছ ধরার ব্যাপারে ব্যাপক আগ্রহ রয়েছে। সে কারণেই সে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে খুদে মৎস্য শিকারির মাছ ধরা দেখেছিলো।
সেদিন বন্ধু রাসেলের বাড়ি যাওয়ার পথে এই ছবিটি তুলেছিলাম। শহরের এই রাস্তাটা আমার কাছে খুবই পছন্দের। আমাদের শহরে এখন এটিই একমাত্র রাস্তা রয়েছে যার পাশে অনেক আগেকার কিছু গাছ রয়েছে। একটা সময় আমাদের শহরে রাস্তার পাশ দিয়ে বেশ বড় বড় গাছ দেখা যেতো। কিন্তু বেশ কিছু বছর আগে স্থানীয় কিছু প্রভাবশালীদের অর্থ লিপসার কারণে সেই গাছগুলো কেটে ফেলা হয় উন্নয়নের নামে। তাদের সেই লালসা থেকে শুধু এই রাস্তাটাই রক্ষা পেয়েছিলো। যার ফলে এখন শহরের মানুষ এই রাস্তাটাতে আসে দুদণ্ড সময় কাটাতে।
এই ছবিটি ও তুলেছিলাম পদ্মার পাড় থেকে। ছবিতে দেখতে পাচ্ছেন একজন মাঝি তার ছোট্ট নৌকা নিয়ে কাজে যাচ্ছে। এ ধরনের ছোট নৌকা নিয়ে সাধারণত তারা মাছ ধরতে বের হয়। আর কিছুদিন পরেই নদীর পানি অনেক কমে যাবে। তখন এই মাঝিরাই জেলেতে পরিণত হবে।
কয়েকদিন আগে যখন বন্ধু রাসেল ঢাকা থেকে এসেছিলো। তখন আমরা তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিলাম। তখনই এই ছবিটি তুলেছিলাম। ছবিটি তোলা হয়েছিল একটি বাঁধের উপরে দাঁড়িয়ে। সামনে আপনারা কচুরিপানা ভর্তি যে জায়গাটা দেখছেন ওটা আসলে একটা খাল। কচুরিপানার নিচেই রয়েছে পানি। তবে এই খালটি আস্তে আস্তে মানুষের দখলে বিলীন হওয়ার পথে। ছবিতে দেখলে বুঝতে পারবেন ইতিমধ্যে সেখানে লোকজন দখল করতে করতে খালের মাঝামাঝি চলে এসেছে। এই খালে নাকি একসময় অনেক মাছ পাওয়া যেতো। কিন্তু দখল আর দূষণের কারণে এখন আর তেমন একটা মাছ পাওয়া যায় না।
কয়েকদিন আগে আমরা কয়েক বন্ধু মিলে গিয়েছিলাম বন্ধুর রাফসানের এলাকায়। উদ্দেশ্য ছিল সেখানে একটি ব্রিজের উপর বসে আমরা কয়েক বন্ধু কিছুক্ষণ আড্ডা দেবো। যদিও সেই আড্ডাটা আর হয়নি। তবে সেই ব্রিজের উপর থেকে এই ছবিটি তুলেছিলাম। জায়গাটা আমাদের সকলের কাছেই বেশ পছন্দের। যদিও সেদিন বৃষ্টির কারণে আর আমরা আড্ডা দিতে পারিনি।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা ২আই |
---|---|
ফটোগ্রাফার | @rupok |
স্থান | ফরিদপুর |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত ভালো ছবি তুলতে পারেন আপনি ! আপনার শেয়ার করা ছবি গুলো যেন কথা বলে।আজকের শেয়ার করা প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে অনেক বেশি ভালোবাসেন সেটা আপনার পোস্ট দেখলেই বোঝা যায়। আপনি বরাবরই আমাদের মাঝে প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। আর আপনার প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সাথে আপনার সঙ্গ দেয় আপনার বন্ধু ফেরদৌস। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে আর সময় কাটানোর মুহূর্তটা যদি প্রকৃতির সঙ্গে হয় তাহলে তো আর কোন কথাই নেই। বড়শি দিয়ে নদীতে মাছ ধরাটা অনেকটাই ধৈর্যের ব্যাপার এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। যাই হোক ধন্যবাদ এত সুন্দর একটি প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এককথায় চমৎকার ভাই। প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভালো হয়ে গেল। পদ্মা নদীর বাঁক পাশে দাঁড়িয়ে ছোট মৎস শিকারীর মৎস স্বীকার। সুন্দর সবুজ প্রকৃতি। এককথায় প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন এবং সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সাথে তো ভালই ঘোরাঘুরি করেন এক এক বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে এক একটা ফটোগ্রাফি করে এখন আমাদের মাঝে সেগুলো তুলে ধরেছেন। ফাঁকা রাস্তার দুই ধারে গাছ রয়েছে সেই ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সাথে অনেক ঘুরাঘুরি করেন ভাইয়া।আর সুন্দর সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছেন।দেখে খুব ভালো লাগলো। গ্রামীণ পরিবেশে দুই পাশে গাছ এমন পথ দেখতে খুব ভালো লাগে।আকাশের ফটোগ্রাফি ও খুব ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। এমনিতেই ফটোগ্রাফি প্রত্যেকটি মানুষ কমবেশি অনেক পছন্দ করে থাকে যদি সেটা প্রাকৃতিক ফটোগ্রাফি হয় তাহলে তো কোন কথাই নেই। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার বন্ধু রাসেলের বাড়ি যাওয়ার পথের ফটোগ্রাফিটি। পদ্মা পাড়ের ছবিটিও বেশ অসাধারণ ছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit