দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট উদযাপন ও আমার কিছু কথা।

in hive-129948 •  2 years ago 

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কয়েকদিন আগে শেষ হয়ে গেল আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ হ্যাং আউট। আপনারা অনেকেই ইতিমধ্যে এই হাংআউট নিয়ে পোস্ট করেছেন। সবাই তাদের অনুভূতি শেয়ার করেছেন বিশেষ এই উদযাপন নিয়ে। আমিও কয়েকদিন ধরে চিন্তা করছিলাম হ্যাংআউট উদযাপন নিয়ে একটি পোস্ট করবো। কিন্তু নানা কারণে আর সেটা হয়ে উঠছিলো না। তাই আজ চিন্তা করলাম হ্যাংআউট উদযাপন নিয়ে আমার অনুভূতিগুলো আপনাদের কাছে প্রকাশ করি। আসলে হ্যাংআউটটা আপনারা যেভাবে দেখেন এটা হচ্ছে হ্যাংআউটের শুধু বাইরের অংশটা। একটা হ্যাংআউটের পেছনে যে আরো কত কিছু লুকানো থাকে সেটা আপনাদের অজানাই থেকে যায়।

png_20230618_235550_0000.png

গত বেশ কিছুদিন থেকেই আমরা মডারেশন প্যানেলে আলোচনা করছিলাম এই বিশেষ হ্যাংআউট নিয়ে। তাছাড়া আমরা দাদার নির্দেশনা মোতাবেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবারের হ্যাংআউট করা হবে তিন ভাগে। কারণ আমরা প্রথম বর্ষপূর্তির হ্যাংআউটের সমস্যাগুলো থেকে বুঝেছি যে দীর্ঘ সময় নিয়ে কোন হ্যাংআউট হলে সেটা সদস্যদের উপরে এক ধরনের চাপ তৈরি করে। অনেকেই শেষ পর্যন্ত আর হ্যাংআউটে থাকে না। অথচ আমরা চাই আমাদের এই আনন্দ উদযাপনে সকলে আমাদের সাথেই থাকুক। এ কারণেই দাদার নির্দেশনা মোতাবেক এবারের হ্যাংআউট তিন ভাগে ভাগ করা হয়েছিলো। যাতে করে কমিউনিটির সকল সদস্য আনন্দঘন চিত্তে হ্যাংআউট এ অংশগ্রহণ করতে পারে।

যখনই এই ধরনের বিশেষ কোনো আয়োজন সামনে চলে আসে তখনই শুরু হয় আমাদের ভেতরে নানা রকম কর্মব্যস্ততা। একের পর এক মিটিং হতে থাকে আয়োজনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। কোন কোন ইস্যু নিয়ে একাধিকবার পর্যন্ত মিটিং করতে হয়। সবাই মিলে মিটিং করে প্রত্যেকটা ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। তারপর সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়। আপনাদের মত আমাদের সব এডমিন মডারেটররাও এই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হ্যাংআউট নিয়ে অনেক উচ্ছ্বসিত ছিলো। সবার ভেতরে এক ধরনের উত্তেজনা কাজ করছিলো। অনুষ্ঠান হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই বলতে গেলে সবার ভেতরে এক ধরনের সাজ সাজ রব উঠেছিলো।

তবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এবারের হ্যাংআউট কিছুটা ব্যতিক্রমধর্মী ভাবে সাজিয়েছিলাম। এবারই আমি জীবনের প্রথম হ্যাংআউটের একটি অংশ উপস্থাপনা করি। আর এই কাজটি করা হয়েছিল মূলত হাফিজ ভাইয়ের পরামর্শে। হাফিজ ভাই শুভ ভাইয়ের উপর থেকে চাপ কিছুটা কমানোর জন্য আমাদেরকে আহবান জানিয়েছিল আমরাও যাতে কিছুটা অংশ উপস্থাপনা করি। যাতে করে সেই সময়টাতে শুভ ভাই একটু রিলাক্স থাকতে পারেন। তবে জীবনে প্রথমবার উপস্থাপনা করতে গিয়ে আমি যথেষ্ট নার্ভাস হয়ে পড়েছিলাম। কাজটি করার পরে আসলে বুঝতে পেরেছিলাম শুভ ভাইকে কতটা চাপের ভেতর থাকতে হয়।

যাই হোক এবারে আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম শুধু বাছাই করা কিছু ইউজার গান এবং কবিতা পরিবেশন করবেন। তবে দাদাকে আপনারা সকলে চেনেন। তিনি কাউকেই নিরাশ করতে চান না। সেজন্য তিনি যারা নির্ধারিত সময়ের পরেও গান এবং কবিতা পর্বে অংশগ্রহণ করার জন্য নাম দিয়েছিল তাদের সকলকে অংশগ্রহণের অনুমতি দিয়ে দেন। তাছাড়া সদস্যরা কোন ব্যাপারটা সবচাইতে বেশি উপভোগ করে সেটাও আমরা বের করার চেষ্টা করেছি। আমাদের সকলের মতামত ছিল সদস্যরা কুইজ পর্বটা সবচাইতে বেশি উপভোগ করে। এই জন্য এবার কুইজের সংখ্যাও বাড়ানো হয়েছিল অনেকগুলো।

সেই সাথে ব্যবস্থা করা হয়েছিল প্রচুর এয়ার ড্রপের। আর এই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হ্যাংআউটে মডারেটরদের জন্য একটা চমক ছিলো। ইউজারদের দ্বারা আয়োজিত কনটেস্টে কে কে বিজয়ী হয়েছেন সেটা জানার ব্যাপারে আমরা সকলেই উদগ্রিব ছিলাম। তারপরেও সেই ডাই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরে বেশ ভালোই লেগেছিল। যদিও প্রচন্ড গরমের ভেতর ডাই প্রজেক্টটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছিলো। এবারে আমাদের এই বিশেষ হ্যাং আউটের প্রথম দিন ছিল এডমিন মডারেটর ফাউন্ডার কো-ফাউনডার এবং সাধারণ ইউজারদের অনুভূতি প্রকাশের পালা। আর সাথে ছিল কয়েকটি কনটেস্টের উইনার ঘোষণা করা। প্রথম দিনটি বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছিলো। তারপর দ্বিতীয় দিনে ছিল গান এবং কবিতা আবৃত্তির পর্ব। এদিনে ইউজারদের গান এবং কবিতা আমাদের সকলকে মুগ্ধ করেছিলো। আশা করি সেটা আপনারা সকলেই বেশ ভালোভাবে উপভোগ করতে পেরেছিলেন। সেই সাথে ছিলো কুইজ পর্ব।

আর তৃতীয় দিন ছিল কিছু মেম্বারের গান গাওয়ার পালা তারপর ডিজে পার্টি। সেই সাথে তো এয়ার ড্রপ চলছিলই। সবকিছু মিলিয়ে এবারে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই হ্যাংআউট সকলে দারুন ভাবে উপভোগ করেছিলো। তার প্রমাণ হচ্ছে প্রতিদিনই হ্যাংআউটের শেষ পর্যন্ত বেশিরভাগ ইউজার রয়ে গিয়েছিলো। যদিও ইউজারদের ধরে রাখার জন্যই আমরা এয়ার ড্রপ গুলি শেষের দিকে দিয়েছিলাম। আর এয়ারড্রপে সবাই মিলে অংশগ্রহণ করাটাও ছিল একটা দারুন মজার অভিজ্ঞতা। আমার সাধারণত লটারিতে কখনোই ভাগ্য সহায়তা করে না। কিন্তু এবার শেষের দিন হঠাৎ করে এয়ার ড্রপ উইনারে নিজের নাম দেখতে পেয়ে খুবই অবাক হয়েছিলাম। এয়ার ড্রপ বিজয়ী হওয়াটা আমার ভালো লাগাটা আরো বাড়িয়ে দিয়েছিলো। আর সেই ভালোলাগা নিয়েই শেষ হয়েছিল এবারের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান। আশা করি তৃতীয় বর্ষপূর্তিতেও আমরা এভাবেই সবাই মিলে মজা করতে পারবো।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বর্ষ পূর্তি উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে। আমরা সবাই দারুন ইনজয় করেছিলাম।সত্যি আপনি শেষ দিন লটারি পেয়ে গেলেন।আমার লটারির ভাগ্য খুব খারাপ। তাই পাইনি।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। আশাকরি বেঁচে থাকলে তৃতীয় বর্ষ ও খুব ধুমধাম করে পালন করা হবে।আর সবাই মিলে খুব আনন্দ করবো।সকলের মংগল কামনা করি।ধন্যবাদ ভাইয়া।

আসলে ভাইয়া এই হ্যাংআউট টা একদম স্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার জীবনে। আসলে এই বিষয়টা ঠিক হ্যাংআউটের পিছনের গল্পটা রয়েছে। অনেক বেশি জল্পনা-কল্পনা করে আপনারা খুবই সুন্দর একটি হ্যাংআউট আমাদের উপহার দিয়েছেন। বিশেষ করে এই হ্যাংআউট এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল আপনাদের ডাই কনটেস্ট। এবং কিছুক্ষণ পরপর এয়ারড্রপ গুলোর উত্তেজনা যেন সবসময় মনে পড়ে এখন। আমাদের সবাইকে এত সুন্দর একটি হ্যাংআউট আপনারা এডমিন মডারেটর ফাউন্ডার সহ যারা উপহার দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

অনেক বছর পর এবার হ্যাং আউটের বর্ষপূর্তিতে বেশ মজার আর আনন্দ ঘন কিছু সময় পার করলাম। যার রেশ রয়ে যাবে বেশ কিছুদিন। আমার তো বেশ ভালো লেগেছে পর পর দুটি গিভওয়ে পাওয়া নিয়ে। বলেন তো ভাইয়া এমন দুটো গিভ ওয়ে পেলে কার না ভালো লাগে। আর তিনদিনে প্রোগ্রামে গান, কবিতা আর প্রতিযোগিতা সবই ছিল নজর কারা। এমন অনুষ্ঠান বার বার ফিরে আসুক আমাদের জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনার লেখা পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে দাদার সিদ্ধান্তগুলো সব সময় শতভাগ সঠিক থাকে। যার কারনে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল ইউজারগণ আমার বাংলা ব্লগ কমিউনিটির শুভ জন্মদিন উপলক্ষে তাদের নৈপুণ্য প্রদর্শন করার সুযোগ পেয়েছিল। চমৎকার একটি অনুভূতির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমাদের প্রাণপ্রিয় কমিউনিটির ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের, প্রতিটি দিন বেশ উপভোগ করেছি। থিম সং টা আমার কাছে এককথায় দুর্দান্ত লেগেছিল। সবাই বেশ ভালো গান করেছে এবং কবিতা আবৃত্তি করেছে। এয়ার ড্রপ সকলের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে। সব মিলিয়ে একেবারে মনে রাখার মতো প্রোগ্রাম হয়েছে। আশা করি সামনের বছর ৩য় বর্ষপূর্তির সময়েও আমরা বেশ মজা করবো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।