অদ্ভুতুড়ে কিম্ভুতেরা
রাতঢরার দল
অন্ধকারে লুকিয়ে তারা
হাসে কলকল ।
গা ছমছম বুক ঢিপঢিপ
চলতে একা রাতে
কি জানি কে দড়াম করে
লাফিয়ে পড়ে পথে ।
অদ্ভুতুড়ে কিম্ভুতেরা
রাতঢরার দল
অন্ধকারে লুকিয়ে তারা
হাসে কলকল ।
গা ছমছম বুক ঢিপঢিপ
চলতে একা রাতে
কি জানি কে দড়াম করে
লাফিয়ে পড়ে পথে ।