পুশ নিয়ে কবিতা: পুশের বিজয়গাঁথা

in hive-129948 •  24 days ago 

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকদিন ধরেই পুশ নিয়ে আমি তেমন কিছু লেখিনি। কিছুদিন যাবৎ ভাবছি পুশ নিয়ে একটা কবিতা লিখবো। কিন্তু লেখা হয়ে ওঠেনি। আজ তাই পুশ নিয়ে একটি কবিতা লিখলাম। একটু শিশুতোষ ঘরনার কবিতা লিখব।


Untitled_design_-_10.jpg

ছবিটি পুশ এর অফিসিয়াল ডিসকর্ড চ্যানেলের মিডিয়া চ্যানেল থেকে নেয়া হয়েছে।

পুশের বিজয়গাঁথা


শুনো দাদু, বলবো আজ
এক মিম কয়েনের কথা।
সবার প্রিয়, সবার সেরা
পুশের বিজয়গাঁথা।
সানপাম্প নামক দেশে,
তার জন্ম হয়েছে।
ট্রন ব্লকচেইনের রক্ত তার,
শরীরে বইছে।
স্টিমিট হলো তার
মাতৃকুল।
আমার বাংলা ব্লগে
প্রিয় অতুল।

পুশ হলো একটু বড়,
চিনলো পোলোনিক্স।
দুদিন পর ঘরে টানলো,
তাকে অ্যাশেন্ডেক্স।
দিন এলো, দিন গেলো,
এমইএক্সসি-ও যোগ দিলো।
চারদিকে শোরগোল,
পুশ হচ্ছে সবচেয়ে ভালো।

দিন যায়, বেড়ে যায়,
পুশের প্রতি ভালোবাসা।
দাম বাড়ুক প্রতিদিন,
সবার মনের আশা।
পুশের কাছে রয়েছে,
বড় প্রত্যাশা।
করবে দূর পুশ মোদের,
সব হতাশা।


পুশ কয়েন প্রতিদিন নতুন নতুন শিখরে পৌঁছাচ্ছে। প্রতিটি শিখরই আমাদের জন্য ভালো খবর, ভালো ইঙ্গিত। আমরা সবাই চাই পুশের দাম বাড়ুক, আকাশচুম্বী হোক। আমাদের ভালোবাসার কয়েনের জনপ্রিয়তা আরও ছড়িয়ে যাক।

আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে পুশ কয়েন নিয়ে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পড়তে আমার কাছে সত্যিই বেশ ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাই দিন যত যাই পুশ কয়েনের প্রতি প্রত্যেকটা মানুষের ভালবাসা বেড়ে যায়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

বাহ! দারুণ লিখেছেন তো আপনি পুশ নিয়ে, আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ

আপনার ভালো লেগেছে শুনে একটু বেশিই খুশি হলাম হাফিজুল্লাহ ভাই। সত্যিই ভালো লাগলো আমার।