জেনারেল রাইটিং - সময়কে উপভোগ করা

in hive-129948 •  3 days ago 

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি কথা বলব বর্তমান সময়ের গুরুত্ব নিয়ে। বর্তমান বলতে আমি বুঝেয়েছি আমরা বর্তমানে যে সময়টা পার করছি সেই সময়টাকে।


pexels-ninauhlikova-725255.jpg

Photo by Nina Uhlikova

শুরু করছি আমার প্রিয় একটি মুভির ডায়লগ দিয়ে। আপনারা নিশ্চয়ই KungFu Panda মুভির নাম শুনেছেন। অনেকেই হয়তো দেখেছেনও। সেই মুভিতে গ্রান্ড মাস্টার Oogway, Po-কে একটি উপদেশ দেন। সেটি হচ্ছে,

Yesterday is history, tomorrow is a mystery, but today is a gift. That is why it is called the present.

আসলেই, বর্তমান সময় তো আমাদের জন্য উপহার স্বরূপ। কিন্তু আমরা বর্তমান সময়কে একদমই গুরুত্ব দেইনা। বেশিরভাগ মানুষ ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে থাকে। এজন্য তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে। বর্তমান সময়কে একদমই উপভোগ করে না। অনেকেই আবার অতীত নিয়ে খুবই হতাশাগ্রস্থ থাকে। অতীতকে ভুলতে পারেনা, আফসোস করতে করতে জীবন পার করে ফেলে। অথচ এমনটাও হওয়ার কথা না। অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু অতীত নিয়ে আফসোস করা যাবে না। কারণ এই আফসোস মানুষকে হতাশাগ্রস্থ করে তোলে। মানসিকভাবে অস্থির করে তোলে। অনেকেই আবার অতীতের সুসময়কে ভেবে বর্তমান নিয়ে হতাশা বোধ করে। অথচ এটাও হওয়ার কথা না।

গতবছর কুমিল্লার এক লোকের কথা আমার মনেপড়ে যায়। খবরের কাগজে পড়েছি, লোকটা দীর্ঘ সময় প্রবাসে কাটিয়েছেন। দেশে ফিরে এসে একটি স্বপ্নের বাড়ি তৈরি করেন। যেদিন তার নতুন বাড়িতে ওঠার কথা ছিল সেদিন সকালেই তিনি ইন্তেকাল করেন। তার নিজের জন্য শখ করে তৈরি নতুন বাড়িতে আর তার ওঠা হলো না। আমরা কেউই জানিনা ভবিষ্যৎ আমাদের জন্য কি রেখেছে। এজন্য মাস্টার Oogway-এর কথার সাথে আমি সম্পূর্ণ রূপে একমত। অতীত আমাদের জন্য ইতিহাস হয়ে গিয়েছে, ভবিষ্যৎ আমাদের জন্য রহস্যময়। আমরা জানি না ভবিষ্যতে আমাদের কি হবে? তাই আমাদের বর্তমান সময়কে উপভোগ করা উচিত।

সাধ্যে যতটুকু কুলায় ততটুকু দিয়েই আমাদের শখগুলো পূরণের চেষ্টা করতে হবে। ভবিষ্যতে যাবো, এই চিন্তা করে শখগুলো অধরা রাখা অনুচিত যদি সুযোগ থাকে। হয়ত ভবিষ্যতে আর উপলক্ষই আসবেনা আমাদের। বর্তমান সময়কে আমাদের গুরুত্ব দিতে হবে। অতীত নিতে হতাশ কিংবা ভবিষ্যৎ নিয়ে অস্থির হওয়া যাবেনা।


pussfi.png

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমিও আপনার কথাগুলোর সাথে সহমত প্রকাশ করলাম ভাই ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা না করে বর্তমানকে প্রাধান্য দেওয়া উচিত নিজের শখ আহ্লাদ পূরণ করা উচিত যেমন প্রবাসী যে লোকটির কথা বললেন বাড়ি তৈরি করার পরে সে আর বাড়িতে উঠতে পারল না তার আগেই সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর, সহমর্মি মতামতের জন্য।

যারা নিজের জীবনকে উপভোগ করতে পারে না, তারা জীবনের মানেটাই আসলে জানে না। প্রত্যেকটা মানুষের অবশ্যই উচিত সময়কে ভালোভাবে উপভোগ করা। আসলে বর্তমান সময়টা উপহার আমাদের জন্য। কিন্তু ভবিষ্যৎগুলো অন্যরকম। ভবিষ্যতে কি হবে এটা আমরা অবশ্য জানি না। কিন্তু আজকে কি হবে এটা আমাদেরকে ধারণা করা লাগে। বর্তমান সময়কে উপভোগ করলেই ভবিষ্যতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে।

খুবই সুন্দর মন্তব্য করেছেন। আপনার সাথে আমি একমত। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

আপনি আজকের টাস্ক কমপ্লিট করেননি। নমিনেশন চালু রাখতে ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করুন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক বা স্ক্রিনশট শেয়ার করুন।

বিস্তারিত: https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

টাস্ক: https://hackmd.io/@rex-sumon/H1bnltPMye

🤦‍♂️
ভাইয়ার সম্ভবত ভুল হচ্ছে কোথাও। আমি প্রমোশন টিমের মেম্বার।

না ভাই, আপনি প্রমোশন টিমের মেম্বার + লেভেল ৩ এর ও মেমবার। তাই প্রমোশন তো করছেনেই, SS গুলো পোস্টের নিচে দিয়ে দিবেন।

আচ্ছা, পরবর্তী পোস্ট থেকে দিবো। সুমন ভাইকে জিজ্ঞাসা করছিলাম। বলছিলো লাগবে না। এজন্য দেইনি।

ওকে

সময় গুলো সব সময় কাজে লাগানো উচিত। আর সময়ের সাথে সাথে স্বপ্নগুলো পূর্ণ করা উচিত। সেই প্রবাসী স্বপ্ন দেখেছিল বলেই হয়তো সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে গিয়েছিল। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো ভাইয়া।

আপনার মন্তব্যও আমার ভালো লেগেছে। ধন্যবাদ আপু।