পুশ কয়েনের বর্তমান মার্কেট পরিস্থিতি - ব্যক্তিগত পর্যবেক্ষণ

in hive-129948 •  9 days ago 

আসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আবার $PUSS কয়েন নিয়ে কিছু কথা বলব। মূলত পুশ কয়েন নিয়ে আমার ব্যক্তিগত এনালাইসিস আপনাদের সামনে উপস্থাপন করব।


KAGDASDASBD.png


পুশের সার্বিক সাফল্য এবং কয়েনকে আরো মূল্যবান করার জন্য #PUSSfi টিমের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল PUSS Burn কনটেস্ট। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পুষ বার্ন কন্টেস্টে অংশ নিয়েছে। এট আসলেই খুব ভালো এবং ইফেকটিভ উদ্যোগ।

এবার আমি মার্কেটের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে চাই। গত কয়েকদিন যাবৎ পুশের দাম $০.০০২৯ এ আটকে ছিল। কিন্তু আজ সেই অবস্থা থেকে মূল্যবৃদ্ধি শুরু হয়েছে এবং পুশের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, প্রায় ১০ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২৯০০০ ডলার মূল্যের পুশ কয়েন ক্রয়-বিক্রয় হয়েছে। আশার কথা হচ্ছে, এরমধ্যে প্রায় ১৫ হাজার ডলার এর পুশ কয়েন কেনা হয়েছে, বিপরীতে ১৩০০০ ডলার মূল্যের পুশ কয়েন বিক্রি হয়েছে। ১৯ জন বায়ার ২৮৩ ধাপে পুশ কয়েন কিনেছে। বিপরীতে ১৩ জন সেলার ১৯৯ ধাপে পুশ কয়েন বিক্রি করেছে। সার্বিক মার্কেট বিবেচনায় পুশের বায়ার বেড়েছে যা আমাদের জন্য খুবই ভালো খবর। তাছাড়া ক্রিপ্টো মার্কেটে এখন ইনভেস্টমেন্টের হিড়িক লেগেছে এবং মিম কয়েনগুলোর প্রতিও মানুষের আগ্রহ বেড়েছে। খুব শীঘ্রই আমরা পুশ কয়েনের প্রতিও বড় বড় ইনভেস্টরদের আগ্রহ দেখতে পাবো।


Screenshot_20241112-223431_2.png

পুশের কমিউনিটিও দিন দিন বড় হচ্ছে। পুশের টুইটার হ্যান্ডেলে বর্তমানে ফলোয়ার আছে ৪ হাজার ৮০০ এর উপরে। অর্থাৎ খুব শীঘ্রই পুশ পাঁচ হাজার ফলোয়ারের মাইলেস্টোন স্পর্শ করবে। পুশের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ২৬ হাজার ৮০০+। অর্থাৎ খুব শীঘ্রই তা সাতাশ হাজার গিয়ে পৌঁছাবে। সর্বমোট ৩৮৮৪ একাউন্ট থেকে পুশ হোল্ড করা রয়েছে অর্থাৎ দিন দিন হোল্ডারের সংখ্যা বাড়ছে যা খুবই ভালো একটি খবর।

Screenshot_20241112-222139_1.png

আপনারা জানেন, গত ৩০ দিনের মধ্যে বেশ কয়েকজন আর্লি ইনভেস্টর তাদের হোল্ড করে রাখা বিশাল এমাউন্টের কয়েন বিক্রি করেছে। যাতে করে মার্কেট একটু ডাম্প করে। যেখান থেকে ধীরে ধীরে মার্কেট গ্রো হচ্ছে। এই বিষয়টা আমি এনালাইজ করতে গিয়ে বেশ অবাক হই। আপনাদের যাদের বিশ্বাস হয় না, ক্রিপ্টো মার্কেট আপনাকে কোটিপতি করতে পারে, তাদের জন্য পুশ কয়েন উদাহরণ তৈরি করেছে। পুশের একজন বায়ার মাত্র চার লক্ষ টাকায় যে পুশ কিনেছেন তিনি তা ৭০ লক্ষ টাকায় বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে গেছেন। অন্য একজন বায়ার মাত্র ১১ হাজার টাকার পুশ কিনে তা জেনে ৩৮ লক্ষ টাকায় বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে গেছেন। বেশ কয়েকজন বায়ার খুবই অল্প কিছু টাকার বিনিময় পুশ কিনে তা ১০ লক্ষ, ১২ লক্ষ, এমনকি ২০ লক্ষ টাকায় বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে গেছেন। বিষয়টা আপনার কাছে অবাস্তব, অকল্পনীয় মনে হলেও এটাই সত্যি এবং বাস্তব। তাই আশাহত না হয়ে ধৈর্য ধরুন। আপনারও সময় আসবে।

ছবিগুলো পুশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে।
নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একজন বায়ার মাত্র ১১ হাজার টাকার পুশ কিনে তা জেনে ৩৮ লক্ষ টাকায় বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে গেছেন

এতো ভাই একেবারে আংগুল ফুলে কলাগাছ হওয়ার মত অবস্থা ভাই! কেউ কেউ এমন প্রফিট করেছে?? ভাবতেই অবাক লাগছে!

সুন্দর এনালাইসিস করেছেন।

আমারও বিশ্বাস করতে কষ্ট হইছে অনেক। কিন্তু সামনে যখন প্রমাণ আছে, বিশ্বাস না করে উপায় কি?
Screenshot_20241113-095344_1.png

পুস কয়েনের মাধ্যমে অনেকেই অনেক ধরনের স্বপ্ন পূরণ করতে পারছে।আর এটা শুধু মাত্র আমাদের কমিউনিটির প্রিয় প্রতিষ্ঠাতা দাদার জন্য সম্ভব হয়েছে। যাইহোক, পুস কয়েন প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর ফিচার নিয়ে আসছে, এটা আসলেই আমাদের জন্য খুবই উপকারী।আর পুস কয়েন মিমি কয়েন থেকে বের হয়ে ইউটিলিটি টোকেনে রুপান্তরিত হচ্ছে।এটাও আমাদের জন্য খুবই উপকারী।

ঠিক বলেছেন ভাই। দাদার সুদূরপ্রশারী চিন্তা থেকে অনেকেই লাভবান হচ্ছে প্রতিনিয়ত। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আর্লি ইনভেস্টররা প্রচুর লাভ করে বের হয়ে গিয়েছে বলেই তো আমাদের পুস কয়েন এর মার্কেট অনেকটা ডাম্প করেছে। তবে পুস কয়েন এর মার্কেট আবারও খুব শীঘ্রই শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যাইহোক দারুণ লিখেছেন ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

পুশ কয়েনের বর্তমান মার্কেট পরিস্থিতি নিয়ে দারুণভাবে তুলে ধরেছেন। অনেকেই ভালো ফলাফল পেয়েছেন এবং সফলতা দেখেছে। আশা করছি ভবিষ্যতে আরো ভালো কিছু হবে। ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।

হুম। অনেকেই বেশ টাকা কামিয়েছে পুশের মাধ্যমে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

দারুণ এনালাইসিস করেছেন আপনি। এমনিতেই আমি ব্যক্তিগতভাবে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে খুব একটা বুঝিনা, তবে দাম বাড়া কমার স্ট্র‍্যাটেজিটা এখানে থাকার পর আস্তে আস্তে বুঝেছি। যারা শুরুর দিকে কিনেছিল তারা বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে গেছে। শুধু তাই নয় তাদের কারণে পুসের বাজার অনেকখানি কমে গেছে। তবে আমার মন যেটা বলে বাজার আরো বাড়বে একটু ধৈর্য ধরা রাখা দরকার।

হুম। এখন এমনিতেই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টের হিড়িক লেগেছে। খুব শীঘ্রই অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট হবে। মিম কয়েনের প্রতিও নজর বাড়বে। তখন পুশের মার্কেট এমনিই হাই হবে। ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।

বাহ খুব চমৎকার ভাবে মার্কেট এনালাইস করে সকলের মাঝে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে প্রথমদিকে যে সকল ইনভেস্টার ইনভেস্ট করেছিল তারা প্রচুর পরিমাণ লাভবান হয়েছিল এবং মার্কেট থেকে বেরিয়ে গেছে সেই কারণে মার্কেটটা অনেক ডাম্প করেছে এটাই স্বাভাবিক ইনভেস্টাররা বেরিয়ে যাবে লাভ হয়ে গেলে। যেহেতু আমাদের নিজেদের কয়েন তাই নিজেদেরকে ধরে রেখে হোল্ড করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।

সেটাই ভাই। পুশ টিমের হাতে নেয়া প্লানগুলো দারুণ। আশাকরি ভালো কিছু হবে।

সুন্দর এনালাইসিস। যদিও ক্রিপ্টো মার্কেট সম্পর্কে তেমন ভালো বুঝি না তবে পুশ কেনার পর কিছুটা শেখার চেস্টা করছি। সেই সাথে বিভিন্ন জনের পুশ সম্পর্কে পোস্ট পড়ে জানার চেস্টা করছে। তবে এটা বুঝতে পেরেছি যে বেশি লাভের আশায় প্রথম দিকের ইনভেস্টরা বিক্রি করে মার্কেট থেকে বেড়িয়ে গেছে বলেই,পুশের মার্কেট ডাম্প করেছে। তবে পুশফি টীম থেকে বিভিন্ন উদ্যোগ নেয়ায় ভবিষ্যতে পুশের দাম বাড়বেই। পুশ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্ট পড়ে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

আমিও পুশের পর থেকেই ধারণা নেয়ার চেষ্টা করছি৷ আগে অবশ্য আদর্শলিপি জাতীয় ধারণা ছিলো। এখন বলা চলে প্রাইমারি লেভেলে আছি। তবে, এর সবটুকুই দাদার হ্যাংআউটে বলা কথা থেকে শিখছি।