কল্পনার জগৎ।।

in hive-129948 •  8 months ago 

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে কল্পনার জগৎ নিয়ে আলোচনা করবো। আমি আমার অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করবো। আমি অল্প বয়স্ক এবং খুব কম অভিজ্ঞতা আছে তাই কোন ভুল হলে মাফ করবেন।

কল্পনার জগৎ আমাদের সার্বক্ষণিক সঙ্গী। কল্পনার জগৎ অনেক বেশি সুন্দর যার অস্তিত্ব বাস্তবে নেই। কল্পনা সব দুঃখকে ক্রাচ করে নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু তা শুধু কল্পনায় সুন্দর। কম বেশি সবাই কল্পনার জগতে হারিয়ে যায় এবং হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে! কিন্তু কেউ বুঝতে পারে না কেউ বা বুঝতে পারে কল্পনা সে তো তার কল্পজগতের মতোই অজানা থেকে যায় বাস্তব ও কল্পনার মধ্যে তখুনি বুঝা যায়। কল্পনা বাস্তব জীবনকে অদ্ভুত রকম নিষ্ঠুর করে তুলে। তখন আমরা বুঝতে পারি এটাই বাস্তবতা। এই বাস্তবতা আমার কল্পজগতকে কেড়ে নেয়। অদৃশ্য সব অধরাই রয়ে যায়।বাস্তবতা কে উপলব্ধি করতে সময় লাগে সহজে থাকে বুঝা যায় না কিন্তু কল্পনাকে উপলব্ধি করতে ও বুঝতে এতো কষ্ট বা এতো সময়ের প্রয়োজন হয় না।

fantasy-5034448_1280.jpg

সোর্স

সময় বাস্তবতাকে পরিচয় করিয়ে দেয়। ঐ সময় টা বড় নিষ্ঠুর হয়। এক সময় কল্পনার আড়ালে বাস্তবতা উঁকি দিতো আর সময়ের ব্যবধানে বাস্তবতার আড়ালে কল্পনা উঁকি দেয়। কল্পনা আর বাস্তবতা উভয় প্রাপ্তি স্বরুপ।তাই বাস্তবতা আর কল্পনা আমাদের পিছু ছাড়ে না। একজন বাঁচতে শিখাই আরেক জন জীবনকে এগিয়ে নিয়ে যায় ও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।
কল্পনা আমরা সবাই করি হইতো আমি একটু বেশি করি। কল্পনায় আমি একটা রাজত্ব সাজাই পরবর্তীতে এই কল্পনার রাজ্যে আমি আমার রাজত্ব শুরু করি। সবার কল্পনা ঠিক এমনটা না হলেও কল্পনা আসলে অনেকটা এমনি। সেই ছোট বেলায় আমরা কতোই না কল্পনা করেছি।

woman-5531807_1280.jpg

সোর্স

কতোই না অবাস্তব রঙিন স্বপ্নে ও রঙিন পথে হেঁটেছি। সেই সব পথে হাটতে হাটতে বাস্তবতার স্রোতের সাথে কখন যে সেই সময়ের বাস্তব জীবন এই সময়ে এসে কল্পনায় পরিনত হয়েছে বুঝতেই পারি নি।বুঝতেই পারি নি যে সেই সময় আমরা রুপকথার গল্পের মতো রুপ কথার কল্পনায় ছিলাম এখন এই সময়ে এসে দেখি এটা এক কল্পনা।কল্পনায় সে ছোট বেলার দিনে এক বার ঘুরে আসতে পারলেই বেশ সুস্তি পাওয়া যায়। আমি ভাবছি অন্য কথা এই সব কিছুর বৃত্তিতে আজকের এই সময়েও কল্পনায় এসে পরিচিত হয়।এই সময়কে আমরা সেই ভাবে উপভোগ করছি নাকি জীবনের উপর নানা অভিযোগ দিয়ে চির কুটার আধারে মোবাইল আর বোকা বাক্সে জীবনকে বন্ধি করে রেখেছি যেখানে আছে শুধু ডিপ্রেশন অশ্লিলতা আর মুখ খারাপ। আর যদি তাই হয় তাহলে জীবনটা এখানেই শেষ।


এভাবে বেঁচে থাকলে কি হয় বলুন? না এমনটা আর হবার নয় এখুনি তো সময় এখুনি তো সময় এই কথাটা বলার আর মানে খুঁজে পাইনা। এখনি আবার কি?সময় তো সব সময় এই আমাদের পাশে থাকে। প্রতিটা সময় এইতো আমরা চাইলে উপভোগ করতে পারি সময় অনুযায়ী। উপভোগ করতে পারি আমাদের জীবন। সব বয়সে যে আমাকে একি রকম থাকতে হবে তার কোন মানে হয় না। তাই বলছি আগামীকালের কল্পনাকে রঙিন করতে আজকের দিনটা উপভোগ করুন নিজের মতো করে। আর সব শেষে একটা কথা মনে রাখবেন থেমে থাকার জন্য জীবন নয়।
আজকের আলোচনা এখানেই শেষ। আজকের বিষয়ে আপনার চিন্তা শেয়ার করুন। সকলের জন্য শুভেচ্ছা দোয়া ও আশীর্বাদ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাংলা ব্লগ এর সাথেই থাকুন।

man-5078453_1280.jpg

সোর্স

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.