আসসালামু আলাইকুম
বাবাদের স্পেশাল বলতে কোন দিন হয়না। বাবারা শুধু পরিবারের কথা চিন্তা করে নিজের সব আনন্দকে বিসর্জন দিয়ে দেয়।তারা খুব স্বার্থপর তাই হয়তো পরিবারের জন্য কষ্ট করে নিজে দুই বেলা খেয়ে না খেয়ে।বাবারা এতো কিছু করে আমরা বাবাদের জন্য কিছু করতে পারি না। আসলে বাবাদের প্রতি আমাদের যে আবেগ কাজ করে ওইটা বাবাদের সামনে বাবার প্রতি প্রকাশ করতে পারি না।তাই হয়তো আজও বলা হলো না বাবা আমি তেমাকে অনেক ভালো বাসি।
বাবা এই শব্দটা শুনলেই কেমন জানি মিশ্র অনুভূতির জন্ম নেয়। কিছুটা ভয় কিছুটা ভালোবাসা কিছুটা মন মালিন্য আর অনেকটা ভরসা।কোন দুষ্টুমি করলেেই মায়ের কাছে কাকুতিমিনতি করতাম যে বাবা এলে যেনো বলে না দেয়।বাবার কাঁধটা অনেক বড় সবার থেকে চওড়া তা না হলে কি করে সমাজ সংসারের এতো দায়িত্ব দায়ভার অবলীলায় বয়ে বেরান।বাবার পা কি সবার থেকে অনেক দ্রুত চলে? নাইলে এতোটা পথ এতো অল্প সময়ে কি করে এতো শক্ত করে সবকিছু আগলে রাখেন বাবা। আমার কাছে বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ার চেয়েও বেশি।সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন।বাবা এই পৃথিবীর সব থেকে বড় সৈনিক। যে তার সন্তানের ভালোর জন্য সব কিছু করতে পারে।
বাবা মানে একটা আকাশ রোদ বৃষ্টির ছাতা জীবন শুধু তার আদরে কাটে নিশ্চিন্তে হাওয়ায় দুলিয়ে মাথা। বাবা মানে অফুরন্ত আবদার কত খেলনা বাটি।
বাবার উপর জুলুম যত আবার বাবাকেই বলি খাঁটিনাটি।বাবা মানে আমার হিরো সব থেকে শক্তিশালী। স্নেহভরা বুকের উপর নিজেকে হারিয়ে ফেলি। মায়ের বকুনির সময় বাবার আড়ালে লুকিয়ে থাকা।
বাবা শব্দটি দুটি শব্দ দিয়ে তৈরি কিন্তু তার বিশালতা অনেক বড়।বাবা মানে আশ্রয় বাবা মানে একটা বৃক্ষ।বাবা মানে এক টুকরো ছাঁদ, মাথার উপর বিশাল আকাশ। বাবা মানে দূরের মানুষ সংসারের রাশভারি,নামজাদা মেহমান থাকে পাতলা পর্দার মতো ঘিরে থাকে ভয় রাগ শাসন আর গাম্ভীর্য আবার কিভাবে যেন তাঁর মধ্যেই খুঁজে পাওয়া যায় এক আকাশ নিরাপত্তার অনুভূতি। বাবা কখনও সন্তানকে বুঝতে দেন না কিভাবে তিনি তাঁর সন্তানের মুখে অন্য যোগান দেন।বাবাকে নিয়ে আমাদের সংস্কৃতিতে খুব এতো বেশি আদিখ্যেতা নেই।বাবাকে কখনো বলা হয়নি বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি। সব সময় ভালো থাকুক বাবা নামের এই প্রিয় মানুষটি। আজকের আলোচনা এখানেই শেষ। বাবা হইলো এমন যে বটগাছের মতো সারাক্ষণ ছায়া দিতে থাকে সন্তানকে।বাবা প্রতিটা সেকেন্ডে তার পরিবারকে কিভাবে খুশী রাখতে পারবে সেই চিন্তা করে। বাবা শব্দটা ছোট কিন্তু বাবার গুরুত্ব অপরিসীম যে গুরুত্ব শুধু বাবা না থাকলেই বুঝা যায়।তাই বাবাকে ভালো বাসুন বাবার গুরুত্ব বুজুন বাবা তো আপনার পাশে সারাজীবন রয়েছে এখন বাকি সময় টুকু আপনি বাবাকেদিন।বাবা বেঁচে থাকতে বলুন বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।বাবা নামের মানুষটির জন্য স্পেশাল বলতে কোন দিন নেই। ভালো থাকুক পৃথিবীর সকলের বাবা। শুভ বাবা দিবসের শুভেচ্ছা সকল বাবাকে। আজকের বিষয়ে আপনার চিন্তা শেয়ার করুন। সকলের জন্য শুভেচ্ছা দোয়া ও আশীর্বাদ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাংলা ব্লগ এর সাথেই থাকুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাবা দিবস উপলক্ষে পৃথিবীর সকল বাবাদের কে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আজকে বাবা দিবস উপলক্ষে বাবা কে নিয়ে খুবই সুন্দর সুন্দর কথা লিখেছেন। আপনার লেখা কথা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম বলতে চাই পৃথিবীতে প্রতিটি বাবা যেন সুস্থ এবং ভালো থাকে। বাবাকে নিয়ে আপনার লেখা প্রতিটি লাইন কেমন যেন ছন্দের মত লাগলো পড়তে। বাবাকে নিয়ে আমরা যত কথাই লিখি না কেন শেষ করা যাবে না। তবে আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ বাবা দিবস বলতে স্পেশাল কোন দিন নেই। বাবাদের জন্য প্রতিটা দিন স্পেশাল কেননা তারা প্রতিটা দিন সন্তানের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করে। নিজেদের সখ আল্লাদ বিলীন করে সন্তানদের আশা পূরণ করার চেষ্টা করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit