লোডশেডিং।।

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে লোডশেডিং নিয়ে আলোচনা করবো।আজকে আমি আমার গ্রামের একটা দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করবো। আমি অল্প বয়স্ক এবং খুব কম অভিজ্ঞতা আছে তাই কোন ভুল হলে মাফ করবেন।

লোডশেডিং আমাদের জীবনের একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে। আমরা প্রায় প্রতিদিনই লোডশেডিং সমস্যার সম্মুখীন হচ্ছি। বিদ্যুৎ চাহিদার ঘাটতি কোন ভাবেই পূরণ করতে পারছে না পল্লী বিদ্যুৎ। এতে বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দেয়। বিদ্যুতের অপরিকল্পিত বিতরণ লোডশেডিংয়ের প্রধান কারণ। লোডশেডিংয়ের কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তারা ঠিকমতো কাজ করতে পারে না। শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। এতে সাধারণ মানুষের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটি বিশেষ করে শিল্প খাতে প্রভাব ফেলতেছে। অতিরিক্ত লোডশেডিং আমাদের দেশের অর্থনীতির জন্য একটি বিশাল ক্ষতির কারণ।

construction-train-3113128_1280.jpg

সোর্স

লোডশেডিংয়ের সময় উৎপাদন ও শিল্প কার্যক্রম বন্ধ থাকে। লোডশেডিং হলে শপিংমল, কারখানা বন্ধ থাকে। কারণ তারা তাদের কার্যক্রম ঠিকমতো চালাতে পারে না। বেশিরভাগ সময় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশুনা করতে পারে না। তাদের অনেক কষ্ট হয়। তারা সঠিকভাবে পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে না। আমাদের বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে এ সমস্যায় ভুগছে। এমনকি এর কোনো সমাধান নেই। এটা বন্ধে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সরকার ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও দীর্ঘতর হবে। কর্তৃপক্ষকে বিদ্যুৎ সরবরাহ সমানভাবে বণ্টন করতে হবে। এছাড়া অনেক খাতে বিদ্যুৎ চুরি হয়। এই চুরি বন্ধ করতে হবে। এতে দেশের বিরাট ক্ষতি হতে পারে। তবে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। তাদের বিদ্যুতের সঠিক ব্যবহারে নজর দিতে হবে। ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। শৃংখলাহীন ব্যবস্থা দেশের মানুষের জন্য অনেক ক্ষতির কারণ হচ্ছে। এটি তাদের জন্য দুর্ভোগের দিকে পরিচালিত করে। জনগণ যেন কোনো ধরনের লোকসান না করে বিদ্যুৎ ব্যবহার করে সে নিয়ম সরকারকে করতে হবে।

people-2595510_1280.jpg

সোর্স


আমার বাড়ি গ্রামে হওয়ায় আরও বেশি লোডশেডিং হচ্ছে। গতকালকের আগের দিন থেকে লোডশেডিং হয় পুরো ২দিন পরে কারেন্ট আসছে আমাদের গ্রামে।তবুও ১০মিনিট কারেন্ট থাকলে আরও ২ঘন্টা ১ঘন্টার জন্য আবার লোডশেডিং হয়। এইভাবে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গ্রামে এখন আরও বড় সমস্যা খাদ্য পানির, কারোরই কলে পানি উঠে না তাই গ্রামের মানুষ চিন্তিত হয়ে পরেছে কারেন্ট ছাড়া এহন পানি পাওয়া পুরো অসম্ভব। সাপ্লাই পানি দিনে ২বার দিতো এহন লোডশেডিং এর কারণে ১বার পানি পাওয়ায় গ্রাম বাসির জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। আমাদের গ্রামের মানুষ এই লোডশেডিং থেকে মুক্তি চায়।এই ধরনের পরিস্থিতি আমাদের জীবনকে খারাপভাবে প্রভাবিত করছে। বেশিরভাগ ইলেকট্রনিক মেশিন বিদ্যুৎ দ্বারা চালিত হয়। তাই কল-কারখানা, দোকান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ ছাড়া চলতে পারে না। এইভাবে, লোডশেডিং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে চলেছে। সমস্যা সমাধানে আরও বেশি করে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প নেই। সরকার লোডশেডিং প্রতিরোধে সঠিক কৌশল অবলম্বন করতে হবে অথবা অন্তত সহনীয় পর্যায়ে রাখতে হবে।আজকের আলোচনা এখানেই শেষ। আজকের বিষয়ে আপনার চিন্তা শেয়ার করুন। সকলের জন্য শুভেচ্ছা দোয়া ও আশীর্বাদ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাংলা ব্লগ এর সাথেই থাকুন।

power-station-374097_1280.jpg

সোর্স

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!