আসসালামু আলাইকুম
বাবা ছেলের সম্পর্কটা এমন হয়। মাকে তো বলে দেই আমরা ভালোবাসি।কিন্তু বাবাকে বলা হয় না।আর মাকে নিয়ে অনেক লেখা হয়েছে কিন্তু বাবাকে নিয়ে সব সময় কম লেখা হয়েছে।বাবা মানে রুটি, বাবা মানে কাপড়,বাবা মানে ঘর।বাবা সন্তানের জন্য আকাশ সমান ভরসা।বাবা আছে বলেই ঘরে মান অভিমান আছে।বাবা আছে বলেই মায়ের আদর সোহাগ আছে।বাবা আছে তো ছেলে ও মেয়েদের সব সপ্ন আছে।বাবা আছে তো বাজারের সব খেলনা আমার।
বাবার গুরুত্ব!
বাবার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনও তার ভালো বাসা দেখে নি। বাবা এমন একজন যিনি সারাজীবন নিজের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য নিঃস্বার্থে পরিশ্রম করে যান।এবং নিজের সব খুশি বিসর্জন দিয়ে দেন।বাবাকে হারানো মানে মাথার উপরের ছাঁদ হারিয়ে ফেলা।বাবার হাত যাঁর মাথার উপরে নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না।বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ার চাইতেও বড়।বাবা তার সন্তানকে সব উত্তাপ থেকে সামলে রাখেন।যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ মনে হয় কিন্তু বাস্তবে তা হলো আমাদের প্রতি ভালোবাসা।আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের খুশি করার জন্য ও খেলার সাথী হওয়ার জন্য বাবা নিজেই ছোট বাচ্চা হয়ে যেতেন আমাদের সাথে খেলা করতেন।বাবা যে আমাদের কতটুকু ভালোবাসেন তিনি সময়ের অভাবে বলতেই পারেন না।কিন্তু তিনি আমাদের আকাশ পরিমাণ বড় চাহিদা পূরন করে বুঝিয়ে দেন তিনি আমাদের কতটুকু ভালোবাসেন।মনে রাখবেন বাবা নিজের সব ইচ্ছাকে মাটি চাপা দিয়ে দেয় শুধু তার সন্তানের ইচ্ছার জন্য।
বাবা মানে কি?
বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রম করার পরে-ও হাসি মুখে বাড়ি ফেরা।বাবা মানে শত শাসন সত্ত্বেও নিবিড় ভালোবাসা। বাবা মানে সব আবদারের এক বিশাল অফুরন্ত ভান্ডার।বাবা মানে প্রতিটি সন্তানের দুঃখের বন্ধু। বাবা মানে আশ্রয় বাবা মানে বটবৃক্ষ।বাবা মানে সব আশা সব ভরসা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন। বাবা মানে সুখে দুঃখে প্রতিটি মুহূর্ত পাশে থাকে কাছে থাকে।বাবা মানে প্রতিটি সন্তানের ভুল হৃদয়কে ক্ষমা করে দেয়।বাবা সূর্যের মতো গরম হলেও বাবা না থাকলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়।বাবা মানে পকেট খালি কিন্তু কখনো কোন সন্তানকে হতাশা করে না তার আবদার ফেলে দেয় না। বাবা মানে পুরনো ড্রেস ও তার অভাব দেখতে দেয় না আমাদের। বাবা মানে প্রথম শিক্ষার আলোয় সন্তানের নিরাপদ আশ্রয়।
বাবা মানে সন্তানদের খুড়িয়ে পাওয়া ব্যাংক একাউন্ট। বাবা মানে বাবার নামে আমাকে সকলে চেনা ও প্রথম পথ চলা।বাবা মানে আবদার করার পাত্র যেখানে নেই কোন স্বার্থ। বাবা মানে যার ভালো বাসাতে নেই কোন স্বার্থ।বাবা মানে গল্পের পিছনে লুকিয়ে থাকা এক মহানায়ক। আমার কাছে ভালোবাসার অপর নাম বাবা।
আজকের আলোচনা এখানেই শেষ। বাবা হইলো এমন যে বটগাছের মতো সারাক্ষণ ছায়া দিতে থাকে সন্তানকে।বাবা প্রতিটা সেকেন্ডে তার পরিবারকে কিভাবে খুশী রাখতে পারবে সেই চিন্তা করে। বাবা শব্দটা ছোট কিন্তু বাবার গুরুত্ব অপরিসীম যে গুরুত্ব শুধু বাবা না থাকলেই বুঝা যায়।তাই বাবাকে ভালো বাসুন বাবার গুরুত্ব বুজুন বাবা তো আপনার পাশে সারাজীবন রয়েছে এখন বাকি সময় টুকু আপনি বাবাকেদিন।বাবা বেঁচে থাকতে বলুন বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।আমার বুকে এখনো একটি কষ্ট জমে আছে বাবাকে কখনো বলা হয়নি যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকের বিষয়ে আপনার চিন্তা শেয়ার করুন। সকলের জন্য শুভেচ্ছা দোয়া ও আশীর্বাদ। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাংলা ব্লগ এর সাথেই থাকুন।