ফটোগ্রাফি ৬ টি রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম || ১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য || 🇧🇩

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম

আজ,১৮ই অক্টোবর ২০২১ইং
রোজঃসোমবার

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন একটা করিনা তবে মাঝে মাঝে করতে ভালই লাগে। আজকে আমি আপনাদের সাথে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেগুলো আমাদের বাসা থেকে কিছুটা দুরে। তারপরও বলি প্রায় ৩ কিলোমিটার হবে সেখানে গিয়ে আমার ফটোগ্রাফি গুলো করি।

ফটোগ্রাফি নং১

এই ফুলটি প্রায় সবার কাছেই পরিচিত এবং খুব সুন্দর একটি ফুল। এটি হচ্ছে গোলাপ ফুল। এই ফুলটি আমার খুবই পছন্দের।

IMG_20211018_120028.jpg

লোকেশনঃ
https://w3w.co/apostrophe.brokering.surreally

ফটোগ্রাফি নং ২

এই ফটোগ্রাফি টি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ ফুলের সাথে সাথে সমস্ত ফুলগাছ ও ফুলের কলিএকসাথে ক্যামেরাবন্দি করতে পেরেছি।জবা ফুল যেমন দেখতে সুন্দর তেমনি এর ঔষধি গুণাগুণও রয়েছে। এর পাপড়িগুলো বেটে চুলে লাগালে চুল কালো হয়।তাছাড়া এ গাছ সহজে জন্মায়। এর শক্ত কান্ড কেটে কিছু দিন পানিতে ডুবে রাখলে তা থেকে শিকড় বের হয় ও পরবর্তী সময়ে নতুন চারাগাছ রোপন করা যায়।

IMG_20211018_114216.jpg

লোকেশনঃ
https://w3w.co/deerskins.raffle.slips

ফটোগ্রাফি নং ৩

নদীর ধারে গাছের উপর বসা পাখি

received_157883309887160.jpeg

লোকেশনঃ
https://w3w.co/slumming.carpools.scar

ফটোগ্রাফি নং ৪

আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী।বিকেলে সেখানে ঘুরতে গিয়ে নদীর পাড়ের দৃশ্যটি ক্যামেরাবন্দি করে নিলাম।

received_459170955467367.jpeg

লোকেশনঃ
https://w3w.co/determine.moonshine.runners

ফটোগ্রাফি নং ৫

নদীর ধারে নৌকা বাধাঁ দেখে নৌকায় উঠতে মন চাইল।কিন্তু নৌকাচালক না থাকায় আর উঠতে পারলাম না 😔

received_1030303001097129.jpeg

লোকেশনঃ
https://w3w.co/highway.strongly.rematch

ফটোগ্রাফি নং ৬

আমার একজোড়া কবুতর আছে। যেহেতু আমাদের বাসা গ্রামে তাই শহরের তুলনায় গ্রামে তাদের প্রতিপালন অধিকতর সহজ। বাসায় ফিরে এসে ওদের খাবার দিলাম, পানি দিলাম। ওদের সাথে কিছুক্ষন সময় কাটালাম। তারপর হাতমুখ ধুয়ে বিশ্রাম নিয়ে পড়তে বসলাম।

received_403828794607752.jpeg

লোকেশনঃ
https://w3w.co/triplicate.welding.operation

ডিভাইস নেমঃ ভিভো ওয়াই টুয়েন্টি
আলোকচিত্র তোলার তারিখঃ ১৩ অক্টোবর ২০২১

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রামের ধারের যমুনা নদীর ছবি টা খুব ভালো লেগেছে।
গ্রাম বলতেই শান্তি পাশে যদি এমন একটি নদী থাকে তাহলে তো কোনো কথায় নেই।
আপনার ছবি গুলো অনেক সুন্দর হয়েছে আপু।

ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। জী আপু গ্রামের মতো শান্তি আপনি অন্য কোথাও পাবেন না।

আপু,সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমার কথা জবা ফুলের ছবিটা অনেক সুন্দর লেগেছে। আর জবা ফুল যে একটি ঔষধি গাছ তা আমাদের জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জবা ফুল রূপচর্চায় ব্যবহৃত হয়।এর রস চুল কালো করে থাকে।

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার মাধ্যমেই প্রথম জানতে পারলাম যে জবা ফুল একটা ঔষধী গাছ। শুভ কামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইল।

আপনার ফটোগ্রাফ গুলো খুবই সুন্দর হয়েছে। এক কথায় অতুলনীয় এবং আপনি প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে ফুলের ফটোগ্রাফি করেছেন। নদীর ফটোগ্রাফি করেছেন ছাগলের ফটোগ্রাফি করেছেন গ্রাম্য পরিবেশ টা সত্যিই অসাধারণ। আপনি কবুতর পালন করেন এটা শুনে আরো ভালো লাগলো। আপনার কবুতর গুলা অনেক সুন্দর। আমিও একজন কবুতর প্রেমি আমার কাছে বেশ কয়েক জোড়া কবুতর আছে। অবশ্য আমি একটা পোস্ট করেছিলাম আগামীতে হয়তো আপনি ও দেখতে পারেন আমার কবুতর পোস্ট। কবুতর হচ্ছে ভালোবাসার প্রতীক। আমি যখন বাসায় পৌঁছে আমার কবুতরগুলোকে দেখে তখন মন প্রাণ এমনিতেই ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার কোন কিছুর কথা মনে থাকেনা। সবমিলিয়ে আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন আপনার জন্য শুভেচ্ছা রইল আপু।

ভাইয়া ধন্যবাদ আপনাকে। গ্রাম মানেই হলো শান্তি। পৃথিবীর কোথাও আপনি এমন শান্তি পাবেন না।আপনারও কবুতর আছে জেনে ভালো লাগলো।ওদের জন্য ভালোবাসা রইল। আপনার জন্য ও শুভকামনা রইল।

দারুণ হয়েছে আপু আপনার ফটোগ্রাফিগুলো।আমার কাছে যমুনা নদীর ছবিটি খুব ভালো লাগছে।বিকেলবেলায় এর পাশে বসে থেকেই মনে হয় ঘণ্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া যাবে।ধন্যবাদ আপনার ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং বর্ণনাগুলো দিয়েছেন অনেক সুন্দরভাবে।

নদীর ধারে নৌকা বাধাঁ দেখে নৌকায় উঠতে মন চাইল।কিন্তু নৌকাচালক না থাকায় আর উঠতে পারলাম না

তবে আমিও নৌকা চালাতে বা নৌকায় ভ্রমন করতে ভালোবাসি।

আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpyxvQX4AUuFr22U4YVktVdyMAqvp4WyyUMhJUxiasN4CaoTn4Tfjg34peEid6kRf9hedjE3V4e4HeJjqFxST414pbMVT6R6XXcewaai.jpeg

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।