স্বাগতম সবাইকে,
সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী টিউটোরিয়াল নিয়ে আসলাম। আমাদের মাঝে এমন অনেকেই আছেন, যারা তাদের স্টিমিট "কী" নিয়ে প্রচুর চিন্তায় আছেন। এর কারণ হচ্ছে, তাদের "কী" এর পিডিএফটি হয়তো অনেকের হাতে চলে গেছে। এর ফলে সে তার প্রাইভেসি নিয়ে চিন্তায় পড়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, আমি আজকে এই বিষয়ে নিয়ে টিউটোরিয়াল তৈরি করতেছি।
তো চলুন শুরু করা যাকঃ-
ধাপঃ ০১
- সর্বপ্রথম আপনাদের এখানে https://www.google.com/ . যেতে হবে। যদি আপনি মোবাইল দিয়ে ব্রাউজ করে থাকেন তাহলে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি #desktop #mode করে নেন। সব ওকে, এখন নিচের দেখানো স্ক্রীনশট অনুযায়ী কাজ করলেই আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
ধাপঃ ০২
- এখন এই https://steemworld.org/ সাইটে প্রবেশ করুন।
ধাপঃ ০৩
- তারপর #Sign_In এ ক্লিক করুন।
ধাপঃ ০৪
- ১। আপনার স্টিমিটের ইউজার আইডি দিন।
- ২। আপনার স্টিমিটের পোষ্টিং কী দিন।
- ৩। তারপর ওকে চাপুন।
- ৪। আপনি চাইলে স্টিম-কী-চেইন ও ব্যবহার করতে পারেন।
ধাপঃ ০৫
- ১। লগ ইন সম্পন্ন হয়েছে।
ধাপঃ ০৬
- ১। আপনার স্টিমিট ইউজার নামটি দিন।
- ২। "Generate Key" এর উপরে ক্লিক করুন।
- ৩। ক্লিক করার পর, নতুন মাস্টার পাওয়ার্ড ও সকল "কী" তৈরি হয়ে যাবে।
[ অনুগ্রহ করে, পাসওয়ার্ড চেঞ্জ করার আগে, আপনি সকল "কী"গুলো কপি করে, সঠিক ও নিরাপদ স্থানে পেষ্ট করে রাখুন ] [ আপনি চাইলে, অতিরিক্ত হিসেবে স্ক্রীনশট ও নিতে পারেন। তবে সেটা সংরক্ষন করার পর। ]
- ৪। তারপর আপনি চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করুন।
ধাপঃ ০৭
- ১। তারপর ওকে তে ক্লিক করুন।
ধাপঃ ০৮
- ১। আপনার স্টিমিট আইডির প্রাইভেট ওনার-কী দিন।
- ২। তারপর ওকে তে ক্লিক করুন।
মনে রাখবেন, তারা আপনাকে এই কাজের জন্য নতুন পিডিএফ দিবে না, কারণ, তারা আগেই ওয়ার্ড পেজেই মাস্টার পাসওয়ার্ড ও সকল কীগুলো দিয়েছে। পাসওয়ার্ড চেঞ্জ করার পূর্বে অবশ্যই কীগুলো নিরাপদ স্থানে সংরক্ষন ও একটি স্ক্রিনশট নিতে হবে।
নোটঃ আপনার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড পরিবর্তন করা আপনার নিজস্ব বিবেচনার ভিত্তিতে। পাসওয়ার্ড পরিবর্তনের সময় আপনি যদি কোনও ভুল করে ফেলেন, তার জন্য আপনি একমাত্র দায়বদ্ধ। তাই ধীরে, দেখে শুনে, হাতে সময় নিয়ে, পাসওয়ার্ড পরিবর্তন করতে বসবেন।সবাইকে অসংখ্য ধন্যবাদ।
খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর এবং সহজ ভাবে বুঝিয়েছেন ভাই ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই বিষয়টি এতো সুন্দর ও সহজভাবে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তথ্য বহুল পোস্ট। ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit