প্রসঙ্গঃ Scam হতে সাবধান!!! // ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in hive-129948 •  3 years ago 

22-01-2022

০৮ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ Scam হতে সাবধান!!!


1.jpg

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন?
আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। টাইটেল ও থ্যাম্বনেইল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করবো।
বর্তমান সময়ে কে না অনলাইনে ইনকাম করতে পছন্দ করে? সবাই চায় অল্প সময়ে অধিক ইনকাম করতে। কিন্তু এই লোভের কারণে প্রায় সময়ই মুখোমুখি হতে হয় স্কামিং এর। তো আর আমার আজকের লেখার বিষয়টিই হচ্ছে স্কামিং। আজকে বিস্তারিত আলোচনা নিয়ে আমি থাকছি আপনাদের সাথে। তো চলুন, শুরু করা যাক!

1.PNG


গত কয়েকদিন যাবত আমার কিছু ফেসবুক ফ্রেন্ড আমাকে বার বার রেফার লিংক দিয়ে একাউন্ট করতে বলতেছিলো। আমি তাদেরকে অনেক বুঝিয়েছি এই বিষয়ে এবং অতঃপর তারা এই বিষয়ে জানতে পেরে আফসোস করতে থাকে, কেন তারা অনেকগুলো সময় এর পিছনে নষ্ট করেছে। তাই আজকে চিন্তা করলাম, আপনাদেরকে আগে থেকে সর্তক করলে কেমন হয়? আপনাদের এই মূল্যবান সময়গুলোকে রক্ষা করতেই মূলত আজকের এই আর্টিকেলটি লেখা।

বর্তমান সময়ে বা অতীতে এমন কিছু ওয়েব সাইট বা এপ্স রান হয়েছে বা হয়েছিলো। যেগুলো কিছু লোভনীয় অফার সকল গ্রাহকের সামনে উপস্থাপন করেছিলো বা করতেছে। যেটাকে দেখলে যেকেউ এক নিমিষেই বিশ্বাস করে তার মূল্যবান সময় নষ্ট করবে। ঠিক এরকমেরই একটা ওয়েব সাইট হচ্ছে রেফার দিয়ে একাউন্ট করা। এই সাইটটার ডোমেইন নেম ৩-৪ দিন পর পর চেঞ্জ হয়ে যায়। তাই নিদির্ষ্ট কোনো সাইটের নাম উল্লেখ্য করলাম না। কিন্তু এর আসল বিষয়টা তুলে ধরবো। এই সাইটের আসল কাজ হচ্ছে রেফারের মাধ্যমে একাউন্ট করলে ২৫ ডলার এর অফার। আর এই মিষ্ট অফারের কারণে লক্ষাধিক গ্রাহক খুব সহজেই তাদের ফাঁদে দেয়।

শুধুমাত্র একটা একাউন্ট করেই ২৫ ডলার। ওয়াও টাকা ইনকাম কত সহজ হয়ে গেলো। ইনকাম যদি এত সহজ হতো তাহলে দেশে বিদেশে এত সংখ্যক দরিদ্র থাকতো না। সবাই রেফার করতো আর ইনকাম করতো। কিন্তু এত সুন্দর অফারের কারণে অনলাইনে ইনকাম করা লোকজন হুমড়ি খেয়ে পড়ে যায়, তাদের এই ফাঁদে। যদি কখনো এই অল্প কাজের মাধ্যমে অধিক পেমেন্ট করেও, তাহলে এর বিনিময়ে তারা অন্যকিছু আদায় করে নেয়।

তবে আমি যে সাইটের কথা উল্লেখ্য করতেছি, সেটার ধরণ সম্পূর্ন ভিন্ন। তাদের একটাই লক্ষ্য থাকে তাদের ওয়েব সাইটে গ্রাহক সংখ্য বাড়ানো এবং গ্রাহকদেরকে দিয়ে বিনামূল্যে কাজ করিয়ে নেওয়া।


35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24vfHAsuNBJWApFxr1qnbzeyJiBGsychsWYRGbVbA3xjUXY8gwThKTh1QGn9EN2YGZSQZpgtvscrSkPBgvsBLnA16zhnyA2XGfdxeGKm9Z1k9VxdwiwRpm8ev7jKAgpj8qoampw6iuDRbavXrZFqaZt18m2q7RT2qKwTdkmibr.png


  • কোনো সাইট স্ক্যাম কিনা কিভাবে বুঝবেন?-

এটা খুব সহজেই বোঝা সম্ভব। শুধুমাত্র কিছু কয়েকটা বিষয় লক্ষ্য করলেই বোঝা যাবে সাইট টি স্ক্যাম কিনা। তার মধ্যে উল্লেখযোগ্য দিক গুলো হচ্ছে, সাইটটার ডোমেইন নেম এর শেষে কি আছে। যদি ডোমেইনটি ফ্রি বা সন্দেহজনক মনে হয়, তাহলে বুঝে নিতে হবে সাইটি স্ক্যাম।
2.PNG

উদাহরণস্বরুপ আমি এই সাইটটিকে উল্লেখ্য করতে পারি। কেননা, এই সাইটি সম্পূর্ন স্ক্যাম। এর যে ডোমেইন নেমটি রয়েছে RAPIDWORKERSIY এই সাইটটা মূলত RAPIDWORKERS এই সাইটের অনুরুপ বা চুরি করে ডোমেইন নাম দেওয়া হয়েছে। RAPIDWORKERS হচ্ছে একটা সার্ভে সাইট। যেখানে খুব ভালো পরিমাণে একটা ইনকাম সম্ভব। কিন্তু এই সাইটে কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। রেপিড ওয়ার্কাস সাইটের উপর ভিত্তি করে এই সাইটটির ডোমেইন বানানো হয়েছে, যাতে করে লোকজন আসল সাইট মনে করে বিশ্বাস করে ফেলে। এরপর আসে ডোমেইন নামের শেষে .com নাকি অন্যকিছু দেওয়া আছে। কিন্তু কিছু কিছু ডোমেইন আছে সম্পূর্ন ফ্রি যেমন .xyz। এই রকম ফাইন্যান্সিয়াল ওয়েব সাইটে যদি ফ্রি ডোমেইন ব্যবহার করা হয়, তাহলে এর থেকে বোঝা যায়, সাইটটা কি হতে পারে।

দ্বিতীয়তঃ- সাইটটার KYC এর নিয়মনীতি। ফাইন্যান্সিয়াল কোনো ওয়েব সাইটে যদি কখনো জিমেইল ভেরিফিকেশন বা ফোন ভেরিফিকেশন না থাকে, কিন্তু অধিক পরিমাণে অফার দিতে চায় তাহলে বুঝে নিতে হবে এটা একটি স্ক্যাম সাইট।

3.PNG

এই রকম ওয়েব সাইটে আপনি চাইলে যেকোনো ভং চং ইনফরমেশন দিলেও একাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এই যেমন ধরেন, আপনি আপনার জিমেইল এর জায়গাতে অন্য যেকোনো কিছু লিখে দিলেও যদি একাউন্ট তৈরি হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে সাইটটি ১০০% স্ক্যাম।


35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24vfHAsuNBJWApFxr1qnbzeyJiBGsychsWYRGbVbA3xjUXY8gwThKTh1QGn9EN2YGZSQZpgtvscrSkPBgvsBLnA16zhnyA2XGfdxeGKm9Z1k9VxdwiwRpm8ev7jKAgpj8qoampw6iuDRbavXrZFqaZt18m2q7RT2qKwTdkmibr.png


সর্বশেষে, বলতে চাই। কোনো কোম্পানির টাকা এত বেশি হয় নি, যে সামান্য রেফার করলেই ২৫ ডলার বা ৫০ ডলার এমনিতেই দিয়ে দিবে। অনলাইনের অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটে দেখলে বোঝা যাবে, ৫ডলারের কাজ করতে কত বেশি পরিশ্রম করতে হয়। এই ৫ডলার ইনকাম করতে হলে, অনেকগুলো সময় ব্যয় করতে হয়। কোনো কাজে পারদর্শী হতে হয়। তবেই না ৫-১০-১৫-২০ ডলার ইনকাম করা সম্ভব হবে।

তাই, সবার কাছে অনুরোধ আপনাদের মূল্যবান সময় এই রকম স্ক্যাম সাইটে অপচয় করবেন না। আপনারা স্কিল ডেভ্লপমেন্ট করুন, কাজ করলে ইনকাম করতে পারবেন। সঠিক জায়গাতে আপনি আপনার ক্রিয়েটিভি ও পরিশ্রম করুন। ধন্যবাদ

আশা করি, পরবর্তী পর্বটি খুব দ্রুতই আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ



আশা করি, আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।



Untitled-1s.jpg

আমার সম্পর্কে কিছু কথাঃ-


আমি মোঃ আবু হেনা সরকার। আর আমার ডাক নাম সাগর। আমি একজন স্বাধীন চেতনাময়ী ছেলে। যে সবসময় স্বাধীনতাকে প্রাধান্য দেই। আমি লিখতে, পড়তে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিশ্লেষন এবং কোনো অজানা বিষয় সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী ও ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। সবার সাথে মিশতে আমার অনেক ভালো লাগে।

sagor bordar.png

আমার সাথে যোগাযোগ করুনঃ-

ফেসবুক | টুইটার | ডিস্কোর্ড | ইউটিউব

sagor bordar.png

Amar Bangla Blog.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই খুবই গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। আমাদের এই সব বিষয় সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করেছেন।

অনেক সুন্দর একটি পোস্ট ছিল। আপনার পোস্টটি দেখা আমি অনেক কিছু শিখতে এবং জানতে পারলাম। অবশ্যই এ সব বিষয়ে আমাদের সর্তকতা অবলম্বন করা উচিত। ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশন গুলো শেয়ার করার জন‍্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সাগর ভাই সময়োপযোগী কন্টেন্ট আমাদের উপহার দেয়ার জন্য। স্ক্যাম এর বিসয়গুলোর উপর একটি তথ্যবহুল পোস্ট লিখেছেন যা অনেকের উপকারে আসবে। ধন্যবাদ আপনাকে স্ক্যামের বিষয়ে আমাদের অবহিত করার জন্য ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি মন্তব্য করেছেন আপনি।

কয়েকদিন যাবৎ রেফার করলেই 25 ডলার এই অফারটি আমিও পেয়েছি। এই ওয়েবসাইটগুলোতে ঢুকতে না ঢুকতেই এক-দেড়শ ডলার হয়ে যায় কিন্তু টাকা উইড্রো করার কোন সিস্টেম থাকে না। মানুষ ডলারের পরিমাণ দেখেই এই রেফার গুলো করে থাকে। কিন্তু এই কাজগুলো করা সম্পূর্ণ বোকামি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাঝে তুলে ধরার জন্য।

আমার এই কনটেন্ট এর মূলভাব বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কিছু দিন যাবত আমার মেসেঞ্জার ইনবক্সে এভাবে অনেক লিংক পেয়েছি।আসলেই এগুলো ফেইক।ধন্যবাদ গুছিয়ে আপনি লিখে পরিষ্কার করেছেন বিষয়টা।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

এইটা বলতে গেলে ট্রেন্ডিংয়ে চলছে। আসলেই মানুষের এত টাকা হয় নাই যে শুধু টাকা দিয়ে যাবে একটা রেফার করলে 25 ডলার। আসলে আমরা 25 ডলার দেখে অ্যাকাউন্ট খুলে ফেলি কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। আমি অনেক পেয়েছিলাম কিন্তু আমি সাইনআপ করে নাই গুরুত্বই দিয় নাই। কেউ এত সহজে টাকা দিবেনা। এসব থেকে দূরে থাকাই উত্তম। ভালো ছিল অনেক কথাগুলা


IMG_20220106_113311.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করেছেন আপনি।

➡️ গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছেন আপনি। এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার পোষ্টটি পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি। এ বিষয়ে খেয়াল রাখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে মনের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সচেতন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Visita nuestro Discord

ধন্যবাদ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যে বিষয়ে আমাদের ধারণা খুবই কম ছিল । আপনার এই পোস্টটি পড়ার মধ্য দিয়ে অনেক ধারণা অর্জন করলাম।