পাওয়ার আপ

in hive-129948 •  last year 
  • ১৩-০৯-২০২৩

  • বুধবার

  • পাওয়ার আপ

আসসালামু-আলাইকুম

হ্যালো বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লহর রহমতে আপনাদের দোয়া অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও আমি পাওয়ার আপ পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, টার্গেট ডিসেম্বর সিজন-৩ প্রতিযোগিতার জন্য। স্টীমিটে কাজ করি, পাওয়ার আপ সম্পর্কে কম বেশী সবাই জানি । প্রিয় আমার বাংলা ব্লগে, পাওয়ার আপ প্রতিযোগিতা টার্গেট ডিসেম্বর সিজন-৩ এ আমার চেষ্টা থাকবো প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার। আমার এ সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ।


পাওয়ার আপ হলো শক্তি বৃদ্ধির একটা মাধ্যম। steemit প্লাটফর্মে টিকে থাকার জন্য আমাদের আইডির ক্ষমতা বৃদ্ধি করতে হবেই। আমরা যতো বেশি স্টিম পাওয়ার আপ করবো ততোই আমাদের শক্তি বৃদ্ধি পাবে এতে যেমনি আমাদের একাউন্ট গুলো শক্তিশালী হবে তেমনি আমরা স্টিমিট প্রজেক্ট কে অনেক দূর এগিয়ে নিতে যেতে সক্ষম হবো। তাই আমাদের পাওয়ার আপের কোনো বিকল্প নেই। আপনি প্রতি সপ্তাহে না পারেন অন্তত প্রতি মাসে একবার হলেও পাওয়ার আপ করুন। এতে করে আপনি নিজেই অনেক লাভবান হবে।


আমাদের পাওয়ার আপের শুরুটা করেছিলেন @rex-sumon ভাই আমি তারই অনুপ্রেরণা থেকেই আজকে কিছু স্টিম পাওয়ার আপ করবো । আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ দিয়ে শুরু করছি। এখন থেকে চেষ্টা করছি কিছু কিছু স্টিম পাওয়া আপ করে আমি আমার একাউন্ট কে আরো শক্তিশালী করার জন্য ।


★পাওয়ার আপ এর আগে আমার ওয়ালেট


Screenshot_20230913_225240_Chrome.jpg


★পরিমাণ


Screenshot_20230913_225328_Chrome.jpg


★পাওয়ার আপের পরে ওয়ালেট


Screenshot_20230913_225642_Chrome.jpg


আপনারা সবাই কম কম করে হলেও পাওয়ার আপ করুন এতে আপনাদের নিজের অনেক লাভ হবে সেটা এখন বুঝতে না পারলেও পরে বুঝবেন ।

💪টেবিল এর মাধ্যমে স্টিম ও এসপি পরিমাণ দেখানো হলো 💪

বিবরণপরিমাণ
পাওয়ার আপ১০ স্টিম
মোট লিকুইড স্টিম১৮.৯২৩ স্টিম
আগের এসপি৫২১.৩৮০ এসপি
বর্তমান এসপি৫৩১.৩৮১ এসপি

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

IMG_4345.JPG

আমি মোঃ সাগর হোসেন আমার ইউজার নাম (@sagor444) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdegCHazr4fQFBPm69gBV7LSQcKuDzVRLoyfCBxvxuEWW8h6w64nkeCKMR24WNY...qFndSTDGKGyBYZymRkVxxAZVBdnZtH7ArU8EGKSSafp7nQQyUndfYeFiQSwLEEjLgA1THt87bEK3gnFEH6U1wWsuyGy8LXWovEy1r72nLHh95iLYmyGsFdVRan.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

পাওয়ার আপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ।আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। যা দেখেখুবই ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

আপনার সুন্দর মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

নিজের টার্গেট সামনে রেখে দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করে সক্ষমতা বৃদ্ধি করেছেন। এভাবে ধারাবাহিক পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের টার্গেটকে পূরণ করুন শুভকামনা রইল ভাইয়া।

আপনার সুন্দর মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

খুবই সুন্দর ভাবে আপনি আপনার পাওয়ার আপ করার ধাপগুলো শেয়ার করেছেন৷ এভাবে পাওয়ার আপ করতে থাকুন। আপনি আপনার একাউন্টের সক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি করে ফেলতে পারবেন।

আপনার সুন্দর মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

একজন নতুন ভেরিফাইড মেম্বার হয়েও আপনি প্রতি সপ্তাহে ছোট ছোট পাওয়ার আপ করেই যাচেছন নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য। আশা করি এভাবে পাওয়ার আপ করতে করতে আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

আপনার ১০ স্টিম পাওয়ার আপ পোস্ট দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। পাওয়ার আপ মানে হচ্ছে সব ক্ষমতা বৃদ্ধি করা। যে যত বেশি পাওয়ার আপ করবে, সে তত তাড়াতাড়ি নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আপনি ধারাবাহিকতা বজায় রেখে এভাবে এগিয়ে যান, তাহলে আপনার স্থান আরও বেশি শক্ত হবে।

একাউন্টঃ @sagor444
পাওয়ার বৃদ্ধিঃ = invalid Entry

টার্গেট ডিসেম্বর সিজন ৩ সামনে রেখে আপনি আজকে আমাদের মাঝে ১০ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। নিজেকে স্টিমেট এই প্লাটফর্মে ধরে রাখতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। নিজের শক্তিকে বৃদ্ধি করুন প্রতি সপ্তাহে পাওয়ার আপ এর মাধ্যমে। এভাবে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।