ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো লাভের হলেও সুখের হয়না!

in hive-129948 •  3 years ago  (edited)

প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।


❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️


আজকে আমি হাজির হয়েছি একটি লিখা নিয়ে।
লিখতে ভালা লাগোটা আমার বহুদিন এর। কেও যদি জিজ্ঞেস করে তোমার লিখার কারণ কি?
তাহলে আমার একটাই উত্তর আসবে তা হলো জানিনা।
তাহলে আজকের লিখাটা শুরু করি।
আজকের লিখার বিষয় হলো " ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো লাভের হলেও সুখের হয়না! "


★★"ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো লাভের হলেও সুখের হয়না!"★★


IMG_20220211_153246.jpg


  • আমার মতে,

ইচ্ছার বিরুদ্ধে যে কোন কাজ করলে সেটা যতই আমাদের জন্য লাভজনক হোক না কেন। সেটা কখনোই সুখ বয়ে আনে না, হয়তো ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করলে আমাদের জীবন অনেক সফল হয়ে যায়,
কিংবা,
এমন অনেক কাজ আছে, যেগুলো আমাদের কখনোই করতে ইচ্ছে করে না। কিংবা আমাদের মন সায় দেয় না।
কিন্তু সমাজের চাপে পরে আমাদের ওই কাজগুলো করতে হয়।
ওই কাজগুলো আমরা একটা সময়ে গিয়ে করে ফেলি
কিংবা করতে থাকি জীবন যতদিন ততদিন।
কিন্তু আমরা ওই কাজগুলো করে কখনোই শান্তি পাই না।

  • ইচ্ছা নিয়ন্ত্রণের বাইরে

ইচ্ছা এমন একটা জিনিস যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেকে বলে অনেকের নিয়ন্ত্রণে এই ইচ্ছার বিষয়টা থাকে।
কিন্তু আমার কাছে মনে হয় নিজের ইচ্ছাটা কে কখনোই নিয়ন্ত্রণে রাখা যায় না।
কারণ আমাদের মনকে আমরা যতই কন্ট্রোল করতে চাই না কেন।
এটা আমরা সকলেই জানি সব ক্ষেত্রে আমরা কখনোই মনকে কন্ট্রোল করতে পারি না।
আমাদের চিন্তা ভাবনার উপর আমাদের জীবন চলার একটা প্রভাব থাকলেও,
আমাদের চিন্তাভাবনাকে আমরা কোনদিনও একটি জায়গায় বেঁধে রাখতে পারব না।
আমাদের মস্তিষ্ক টা এমন ভাবে তৈরি,
যেই মস্তিষ্ককে আমাদের আটকানোর কোনো সুযোগ নেই।
এই মস্তিষ্ক যে কোন সময় যে কোন কিছু চিন্তা করতে পারে।
ঠিক তেমনটাই ইচ্ছা টাও একই রকম কখনো আটকানো যায় না।


★★"ইচ্ছার বিরুদ্ধে হওয়া সবচেয়ে নোংরা কাজ"★★


সমাজে ঘটে যাওয়া ঘৃণিত কাজ গুলোর মধ্যে এবং ইচ্ছার বিরুদ্ধে হওয়া কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি বিষয় হল ইচ্ছের বিরুদ্ধে বিয়ে।

এই বিষয়টা আমাদের সমাজে বেশি ঘটে।
কিন্তু যেই বিষয়টা নিয়ে সবচেয়ে কম কথা বলা হয়।
সেটা হচ্ছে,
আমাদের সমাজের বেশিরভাগ মেয়েদের বিয়ে হয় ইচ্ছের বিরুদ্ধে।

আমরা এই ব্যাপার গুলো খুব একটা বেশি বুঝতে পারব না।
অর্থাৎ,
আমরা যারা ছেলে মানুষ আছি তাদের সাথে আমাদের সমাজে এই ঘটনাটা হয় না।
হয় না বললে ভুল হবে।
কিন্তু এটা মানতেই হবে যে আমাদের সমাজে ছেলেদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে খুব কমই হয়।

কিন্তু আমাদের সমাজের প্রতিটি ঘরে এমন কোন একটা বিয়ে খুঁজে বের করা যাবে। যেই বিয়েটা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়েছে।
এবং,
সেই বিয়েটার একমাত্র কারণ:-
যেই ছেলের সাথে বিয়ে দেয়,মেয়েটার আত্মীয়স্বজন অবশ্যই দেখে ছেলে অনেক টাকা পয়সা ওয়ালা।
কিংবা,
জীবনে খুব সফল হয়তো।
কিন্তু আমার কাছে মনে হয় যার সাথে সারাটা জীবন কাটাবে।
সে যদি মনের মত না হয়। তাহলে টাকা পয়সা কিংবা নাম দিয়ে কি হবে!


★★"ইচ্ছার বিরুদ্ধে হওয়া কাজে থাকে টাকা,থাকেনা আত্মতৃপ্তি"★★


  • যে কাজগুলো ইচ্ছার বিরুদ্ধে হয়ে থাকে সেই কাজগুলোতে কোনো আনন্দ নেই।

অনেক সময় আমাদেরকে এমন অনেক কাজ করতে হয় যেই কাজগুলোতে হয়তো অনেক টাকা পয়সা আছে।
অনেক অনেক ফেসিলিটিস পাওয়া যাবে।
তবে সেই কাজে সুখ নেই।
অনেকেই এই ধরনের কাজকে অবশ্যই গ্রহণযোগ্যতা দিবে।
তবে আমার কাছে নিজের সুখটাই আগে।
কারণ যে কাজ করে আমি সুখ পাবো না!
সেই কাজের কোন টাকা দিয়ে আমার কোনো লাভ হবে না।

অর্থাৎ,
পৃথিবীতে সবচেয়ে বড় বিষয় হলো মনের সুখ, মানুষ যেখানে সুখ পায় সেখানেই চিরদিন থাকতে চায়।

সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ।
নিজেদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার লেখাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। অনেক কঠিন বিষয় গুলো বেশ সুন্দরভাবে লিখে থাকেন। সত্যি ইচ্ছা মানুষের নিয়ন্ত্রণে থাকে না। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করলে সেটা সত্যি মনের অশান্তির কারণ হয়ে উঠে। এবং বিয়ে জীবনের সবচেয়ে কঠিন একটি সিদ্ধান্ত। আমি মনে করি ইচ্ছার বিরুদ্ধে কখনোই বিয়ে দেওয়া ঠিক না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।