সন্ধ্যা বেলার আড্ডায় হঠাৎ এক সিনিয়র সিটিজেনের উপস্থিতি!১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

চাকরিজীবী না হয়েও সারাটাদিন কেমন একটা কর্মব্যস্ততায় কেটে গিয়ে যখন সন্ধ্যা বেলায় বন্ধুগুলোর সান্নিধ্য পাই তখন সারাদিনের ব্যস্ততা, রাগ,বিরক্ত সব এক লহমায় কেটে গিয়ে মনের মধ্যে একটা প্রফুল্লতা খুজে পাই।প্রফুল্লতা না! ঠিক যেনো নিজের অস্তিত্বটাকে খুজে পাই।


IMG_20211014_125449.jpg

Device :Poco X3 NFC

https://w3w.co/miracles.printing.variation


এইযে আড্ডারত ছবিটা এই ছবির কারণটা অনেকের কাছে বিরক্ত,টাইমপাস কিংবা আবার বখে যাওয়া।আমার কাছে কিন্তু এটা বিশেষ কিছুই।এখন যদি কেও যুক্তিতর্কে আড্ডার অর্থ খুজতে চান তাহলে আই এম সরি আমি আপনার দলের নই।কারণ আমি বিশ্বাস করি পৃথিবীতে এমন এমন কিছু ব্যাপার আছে যাতে আসলে যুক্তিতর্কে খাটেই না।যুক্তি দেখালে হয়তো ওই কারণটা অর্থহীন আর যুক্তি ছাড়া ব্যাপারটার মানেই হয়তো জীবন।আমার কাছেও ঠিক এমনটাই।একবার এক সিনিয়র সিটিজেন আমার কাছে এসে জানতে চাইলো, " বাবা তোমাদের আড্ডার টপিক কি বলো তো?" আমি বুঝলাম সিনিয়র আংকেল এক সময়কার আড্ডার চ্যাম্পিয়ন আর এখনো বেশ রসিকে মানুষ তাই আমাদের একটু খেলাতে আসলো আমিও উত্তর দিলাম," কি যে বলেন আংকেল!এতো টপিক কোনটা ছেড়ে কোনটা বলবো?এই ধরেন একটু আগে ছিলাম আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে,এরপর গেলাম হিটলারের কাছে,এরপর চীনের ভ্যাক্সিনে,এরপর ইন্ডিয়ার অবস্থায় এখন আসলাম কোথায় খেতে যাবো ওই টপিকে।" আংকেল অট্টহাসি দিয়ে বললো," তোমাদের দেখেই মনে হচ্ছিলো একেকটা খুব ফাজিল হবে তাই ভাবলাম একটু কথা বলি।" আমরা তো সবাই অবাক কারণ আজকাল আংকেলগুলা একসাথে বসা কয়েকটা ছেলে দেখলেই ভাবে, এরা নির্ঘাত খারাপ ছেলে নাহলে গাঁজাটাজা খাচ্ছে।এরপর কথায় কথায় জানতে পারলাম আংকেল এককালের নামকরা স্টুডেন্ট ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তখন নাকি তাকে তার এই আড্ডার নেশার জন্য তার বাবার কাছে প্রচুর উত্তম মধ্যম খেতে হতো,কারণ একদম সামান্যই।যেহেতু তিনি খুব আড্ডা দিতেই সেহেতু এলাকার লোকরা তার বাবাকে এসে বলতো, " আপনার ছেলেরে এইখানে দেখছি,ওইখানে দেখছি,সিগারেট হাতে দেখছি।কিন্তু তিনি বললেন আসলে নাকি তিনি সিগারেটে কোনোদিনো হাত ই দেননি।এরপর এসবের পর নাকি সিগারেট খাওয়া শুরু করলেন জেদে।এই আংকেলের সাথে গল্প করতে করতেই কখন যে সন্ধ্যা ৭টা বেজে গেলো খেয়ালই করলাম না।ছবিটা আমাদের ই, দেখতেই পাচ্ছেন আমরা সমুদ্র পাড়ে আবার এইদিকে সমুদ্রপাড়ে তো স্বাভাবিকের চেয়ে অন্ধকার বেশি হয়।তাই সেদিনকার মতো ক্ষেমা দিলাম। এরপর আংকেলের নাম্বারটা এক ফাঁকে নিয়ে নিয়েছিলাম।কারণ আমি স্বীকার করতে বাধ্য যে এই জেনারেশনে এসে আমি আজ পর্যন্ত কোনো সিনিয়র সিটিজেনকে এতো কুল হতে দেখেনি।আজকাল সিনিয়র সিটিজেনরা আমাদের দেখলেই নাক সিটকায় আর না হলে বেয়াদব ই বলে।আসলে বেয়াদব বলার যথেষ্ট কারণ ও আছে।আমি কিন্তু আবার নিজেকে দুধে ধোয়া তুলসি পাতা বলছিনা।আমাদের অনেক স্বভাবের কারণেই তারা আমাদের একদম সহ্য করতে পারেনা।আচ্ছা সেদিনকার মতো চলে আসলাম বাসায়।বাসায় এসে ভাবতে থাকলাম আড্ডা ব্যাপারটা কিন্তু দারুণ।যাদের পছন্দনা তাদের মনটা কেমন আমি সেটাই ভাবি।একেবারেই মনে হয় পানসে।না আছে রস, না আছে কস!মনে!!আড্ডা দিয়ে অবসর সময়টা কাটাতে আমাদের বাঙালি জাতির জুড়ি মেলা ভার তাই হলো সিনিয়র মানুষগুলোর একদম এই আড্ডা ব্যাপারটা পছন্দ নয়।কারণ তারা আমাদের জীবনে অবসর দেখতেই পছন্দ করেননা।থাক সেসব,আমি আবার আড্ডা প্রিয় মানুষ।বিয়ের পর ছেলেপুলে হলে তাদের আড্ডায় বসতে পারলেই ভাববো জীবনটা তাহলে এইবার বুঝি সার্থক হলো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনার পোস্টে দেখছি সব গুলোই আমার প্রিয় জায়গা রয়েছে।সিলেট আর মিঠামইন এ যাব খুব দ্রুত দুটোই আমার অনেক পছন্দের। সুন্দর পোস্ট করেছেন।শুভ কামনা রইলো

আপনাকে অনেক ধন্যবাদ

সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে। @sahadathossen ভাই এই কমিউনিটিতে পোস্ট করার পর প্রথম কমেন্ট করছি আমি আপনার পোস্টে। সৌন্দর্যের লীলাভূমি ফুটে উঠেছে এই পোস্টে ভাই। আপনার জন্য শুভকামনা 😊

আপনাকে অনেক ধন্যবাদ

আপনাকে স্বাগতম ভাইজান ❤️

আমি বলবো যে ভ্রমণপ্রেমী মানুষ সিলেট যায়নি সে অবশ্যই খুব বড় কিছু একটা মিস করেছে। কারণ সিলেটের পরিবেশটা একেবারেই অন্যরকম।

আমি একবার সিলেট গিয়েছিলাম। তখন জাফলং এও গিয়েছিলাম।আসলেই এতোটা সুন্দর ঝর্ণা,ঝর্ণার স্বচ্ছ পানি। জাস্ট মুগ্ধ করার মতো। সুন্দর ফটোগ্রাফী করেছেন।

যেই ছবিগুলো দিয়ে পোস্ট করেছেন সেগুলো আপনার তোলা নয়। এগুলো একটি ফেসবুক গ্রুপ থেকে আপনি কালেক্ট করেছেন। এভাবে কাজ করলে আমাদের কমিউনিটি তে কাজ করতে পারবেন না।। এসব বন্ধ করুন।

https://www.facebook.com/flygalaxytourismltd/

আপনি এই প্ল্যাটফর্মের একজন পুরাতন ইউজার। আপনার কাছে এসব আশা করা যায় না।