গেস্ট ব্লগার এর জন্য, আমার পরিচিতিমূলক পোস্ট

in hive-129948 •  5 months ago  (edited)

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আমি Steemit এ নতুন।আজকে আমি আপনাদের মাঝে আমার পরিচয় মূলক পোস্ট নিয়ে হাজির হলাম। আমাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। তাহলে শুরু করা যাক আমার পরিচিতি।

istockphoto-1361217779-170667a.webp
আমার ব্যাক্তিগত পরিচয়ঃআমার নাম মোঃ সাইফ আদনান । আমার বয়স ১৬ বছর। আমি ক্লাস ১০ এ পরি। আমার পরিবারে মোট ৪ জন। আমি, বাবা,মা আর আমার ছোটো ভাই। আমি ঢাকা জেলার উত্তর শাহজাহানপুর এ থাকি। আমার বাবা এবং আমার মা দুজনই চাকরি জিবি ।

আমার শিক্ষাগত যোগ্যতাঃআমি বর্তমানে ক্লাস ১০ এ পরি। আমি যথার্থই একজন ভালো ছাত্র। আমি প্রতি শ্রেণীতেই GPA 5 পেতাম। আমি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এ পরি। আমি এ স্কুল এ ২য় শ্রেণী থেকে পরি।
আমার শখঃআমার শখ হচ্ছে ক্রিকেট খেলা ফুটবল খেলা ব্যাডমিন্টন খেলা এছাড়াও আমি ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম। খেলাধুলা এতো করতাম যে ভাত খাওয়ার সময় পাইতাম না।এই খেলা গুলো আমি আগে খুব খেলতাম। কিন্তু এখন কেন জানি আমাক আর খেলাধুলা ভালো লাগে না। এখন আমার শখ হচ্ছে ভ্রমণ করা। আমি ভ্রমণ করতে ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি। আমার ছোট বেলা থেকেই ভ্রমণ করার আগ্ৰহ ছিল।

স্টিমিট প্লাটফর্ম এর সন্ধান: আমি ইউটিউব এ একদিন ভিডিও দেখতেসিলাম । কিছু সময় দেখার পর আমার সামনে আশে স্টিমিট এর ভিডিও। আমি ভিডিওটি সম্পূর্ণ দেখলাম। তার পর আমি বুঝলাম এইখানে নিজেকে বিশ্বের সামনে তুলে ধরা যাবে। আর এখান থেকে টাকাও উপার্জন করা যায় ।তাই আমি স্টিমিটকে বেছে নেই।

আজকে আমি আমার সংক্ষিপ্ত পরিচিতি মূলক পোস্ট এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।আপনারা যারা সিনিয়র ভাইয়া আপু আছেন আমাকে সাপোর্ট করবেন। যদি আমার সংক্ষিপ্ত পরিচিতি মূলক পোস্টটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি যার ভিডিও দেখেছেন, তিনি আপনাকে সম্ভবত শর্টকাট কোর্স শিখিয়েছে। আপনার প্রোফাইল দেখলাম। খুবই ছোট ছোট পোস্ট। আপনি শীঘ্রই হতাশ হয়ে যাবেন। তবে এই কমিউনিটিতে জয়েন করে কাজের কাজ করেছেন। ডিসকর্ডে জয়েন করে #abb-school এ ভর্তি হোন। একদম ফ্রি। গাইডলাইন নিন। আপনার মঙ্গল কামনা করি।

ভাই আপনার ফেসবুক আইডি টা দিলে ভালো হত

টাইপ: রিপিটেড পোস্ট

এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:
https://steemit.com/hive-172186/@saif2179/achievement-1-verification-through-introduction

Loading...