"" স্টিমিটি এ আমার পদার্পণ পরিচয় মূলক পোস্ট।।।

in hive-129948 •  3 years ago 

16308521567538563825475566326849.jpg

আমার সম্পর্কে

আমি মোঃ সাইফুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার বয়স 30 বছর। আমি সবসময় বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষায় কথা বলতে খুব বেশি ভালোবাসি।।

শিক্ষাগত যোগ্যতা

আমি নবম শ্রেণীতে লেখাপড়া করেছি টাকা না থাকার কারণে আমি বেশি লেখাপড়া করতে পারিনা।

পছন্দ এবং অপছন্দ বন্ধুদের সাথে আড্ডা মারতে ভালো লাগে আমার বাবা মার সাথে ঘুরতে ভালো লাগে এবং একসঙ্গে ভাত খেতে ভালো লাগে। খেলা দেখতে ভালো লাগে। আমার অপছন্দ কোন খারাপ লোকের সাথে আড্ডা মারতে ভালো লাগে না। একা একা ঘুরতে ভালো লাগে না

শখ

পরিবার সম্পর্কে

বাবা-মা-ভাই-বোন অনেক সদস্য নিয়ে আমরা একসঙ্গে বসবাস করি।আমার বাবা মা অনেক কষ্ট করে আমাদের ভাইবোনদের মানুষ করছে আমরা অনেক কষ্টের বিনিময়ে আম-মা কষ্ট করে মানুষ করার পর আমরা তেমন কিছু চাকরি বাকরি করতে পারেনি সাধারণ একটু চাকরির ঢুকেছি

আমার কর্মক্ষেত্র
গার্মেন্টসে চাকরি করছি। অল্প বেতনের কোনমতে সংসার চলে
16308519694321541697722117459533.jpg

আমি ইস্টিমেট এ নতুন। আমি আমার যোগ্যতা এবং উন্নত জীবন যাত্রার মান সৃষ্টি করার জন্য প্রতিনিয়ত স্টিমিটিল একটিভ থাকতে চাই।। এক্ষেত্রে আমার, এই কমিউনিটির সকলের সহযোগিতা

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি পর্যবেক্ষণ করার জন্য।। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
Loading...

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগত জানাই। আশাকরি আপনার কাছ থেকে ভালো ভালো পোস্ট আমরা পাবো।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম।

আমি সবসময় বাংলা ভাষায় কথা বলে এবং বাংলা ভাষায় কথা বলতে খুব বেশি ভালোবাসি।।

আমরা আপনার মত ইউজার কে সমর্থন করি।শুভ কামনা রইলো আপনার জন্য।

স্টিমিট এ আমার বাংলা ব্লগ কমিটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করছি আগামী দিনগুলোতে আপনি আমার বাংলা ব্লগের পাশে থাকবেন এবং ভালো ভালো পোস্ট করার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করবেন।

সুন্দর হয়েছে, তবে আরো কিছু রাইটিং যুক্ত করলে ভালো হতো। যাইহোক নতুন অবস্থার পরেও অনেক সুন্দর হয়েছে আপনার পরিচয় পর্বটি।

***অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন আপনাকে #amarbanglablog