আমার তাকে একটু খুশি করার চেষ্টা || 10% Beneficiaries shy-fox

in hive-129948 •  3 years ago 

সবার সুস্থতা কামনা করছি


নিজের ব্যাবসাহের কাজে একটু ব্যাস্ত থাকায় আমার তাকে সময় দেয়া হচ্ছে না। কিন্তু চিন্তা করলাম যার জন্য এত কিছু তাকে একটু ভাল রাখাটাও আমার দায়িত্ব। গত কাল বাসায় এসিছি ৩ দিন পরে।আজকে ইচ্ছে করেই বের হয়েছি। যদিও বের হবার পিছনে ২ টি কারন আছে কিন্তু সেগুলা এখন বলবো না 😁।

FE0AEB30-6D94-4C44-AE63-D1550E74D267.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuআদাবর ঢাকাiphone 11 proax

siam,.png


সে যখন কোথায় যাবে আমাকে জিজ্ঞেস করবে কি পরবো গো? যা ইচ্ছে পরে নাও 😁। আমি যানি তার শাড়ি খুব পছন্দ আমার দেয়া একটা শাড়ি বের করলো। এবার তার সাজগোজ শুরু।😁

5FB56188-C52D-40F0-B0A2-77EF4E96D189.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuআদাবর ঢাকাiphone 11 pro max

siam,.png


অই কই গেলা এদিকে আসো শাড়ি টা একটু আচল গুলা ধরে দাও না 🤦‍♀️🤦‍♀️ এটা কিছু না। সব সময় এটা আমাকে করে দিতেই হবে হাহাহা।

1CF54C38-F285-48C3-A1E0-0697F511FD44.jpeg


সারা রাত ডিজে পার্টিতে ছিলাম। তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। বেলা ১১ টায় বেড় হোয়ে গেলাম আমরা তার বন্ধুর বাসার উদ্দোশ্য নিয়ে।

4C63F53D-7D68-497C-8BB3-A4D214EBD1A9.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuহেমায়েতপুরiphone 11 pro max
আসলে সব মেয়েরা খুব খুশি হয় তাদের প্রিয় মানুষ যদি তাদের নিয়ে ঘুরতে বের হয়। আমি প্রায় মাঝে মাঝে বের হয়ে যাই তাকে নিয়ে। কারন আমি খুব একটা সময় তাকে দিতে পারি না খুব ব্যাস্ত থাকি নিজের ব্যাবসায়ের কাজ নিয়ে। সব মিলিয়ে আমরা চলে গেলাম সাভারে। দুপুরের সময় হয়ে গেল। অর বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এত গরম সামনে চটপটির দোকান বসে পরলাম চটপটি খেতে।

8E3DDB20-23C9-4069-8023-C33048C67DE5.jpeg

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuথানা স্ট্যান্ডাiphone 11 pro max

আমি সারা দিনের গল্প দেয়ার জন্য এই পোস্ট করছি না। আমি এটাই বুঝাতে চাইছি তাকে ভালো রাখার জন্য আমার করনিয় কাজ গুলি। আমরা যেই কাজের জন্য এসেছি সেটা কাল বলবো অন্য পোস্টে। এবার আমরা চলে গেলাম খাওয়ার জন্য। যেহেতু দুপুরের সময় হয়ে গেছে।আসলে অর বন্ধু হিন্দু আর পূজার জন্য বাসায় নাকি উপস তাই সবজ্বি রান্না করেছে। অর বন্ধু চলে গেল আমাদের নিয়ে সোজা মাজারে হোটেলে।

EED177DE-AAF7-4416-9CD3-BA4E6BE7D66D.jpeg

D42AFEF3-6934-47AF-B0B0-3AF813BE7FC2.jpeg

1898205B-9A78-4498-A65E-8DF8F73A16D7.jpeg

siam,.png

খাওয়া শেষ করে বাসায় চলে আসলাম এবার অর বন্ধুর আম্মা প্রসাদ নিয়ে এসেছে। খেতে দিন। আমি তেমন একটা খাই নাই ও খেয়েছে।আমি এই প্রথম প্রসাদ খেয়েছি।

2491B674-9D7F-46CA-8B1F-5D13415557D9.jpeg

siam,.png

সব মিলিয়ে আজ ও অনেক খুশি। আসলে আমাদের সবার উচিত একদম রবট না হয়ে যাওয়া। এটা না ভুলে যাওয়া দিন শেষে আমাদের পরিবার আছে, তারা একটু সময় চায় আমাদের কাছে। তারা একটু আনন্দের সাথে মুহুর্মুহু কাটাতে চায় আমাদের সাথে। প্রতিটা ভালোবাসা টিকে থাকে সেক্রিফাইজ এর মাধ্যমে। সবাই ভালো থাকবেন এই দোয়া রইল।

IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই অনুভূতি গুলো সত্যিই অসাধারণ। আর জীবন সঙ্গী যদি মনের মতো হয় তাহলে পুরো পৃথিবী স্বর্গ মনে হয়। স্বর্গের মাঝেই সবসময় বসবাস করুন এই দোয়া রইল ♥️

ধন্যবাদ প্রিয় ভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য।

অথচ আমি জানতাম আপনি আনম্যারিড ভাই 🙂। যাক ভাবীর সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল ভাই। শুভেচ্ছা নিবেন এবং ভাবীকেও আমার শুভেচ্ছা দিবেন 😊।

হাহাহা ধন্যবাদ ভাই জান🥰🥰🥰😆😆😆😆

আপনাদের পথ চলা যেনো শুভ হয় সেই দোয়া ই করি।
আপনার লেখা গুলো খুব ভালো লাগছে।লেখার মধ্যেই আপনার তার জন্য ভালোবাসা মিশে ছিলো যা আমআর কাছে খুব ভালো লাগছে। একসাথে খুশি থাকেন সারাজীবন।

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।

অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, আপনাদের জন্য দোয়া রইলো আগামীতে আরও সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারেন এই কামনা করি । পোস্ট টি দেখে অনেক ভালো লাগলো। আমাদের সবার উচিত প্রিয় মানুষটিকে সময় দেওয়া। ধন্যবাদ আপনাকে ভাইয়া

ধন্যবাদ আমার প্রিয় ভাই টা।

ওয়াও সো নাইচ লাগছে আপনাদের। সারাদিন সুন্দর একটি সময় কাটিয়েছেন আপনাদের খুব সুন্দর লাগছে। আসলে শাড়ি সব মেয়েদের পছন্দের।

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 🥰🥰🥰

এটা কি হলো ভাই....!আমি জানতাম আপনি আমার মতো সিঙ্গেল। কিন্তু আজ সব খলোসা বলে দিলেন। আসলে সত্যি বলতে প্রিয় মানুষকে নিয়ে সময় কাটাতে অনেক ভালো লাগে। তার সাথে কাঁটানো মুহুর্ত ভাবতেও ভালো লাগে। পোষ্ট পড়ে বুঝতে পারলাম আপনি দায়িত্ব বান একজন মানুষ। খুবই ভালো লাগলো। সেই সাথে আপনাদের দুজনের জন্য শুভকামনা রইলো। সারাজীবন যেন এক সাথে থাকতে পারেন এই দোয়া করি 💓💓

হাহহাহাহহা আজকে জেনে গেলেন তো😍😍😍✌️

বাবাহ,এ যে দেখছি আমাদের ভাবি।
ভাবির পাশে তো সুন্দর কাওকে দেখছি না।সবচেয়ে সুন্দর তো ভাবিই।ভাবিকে এটা বলবেন কিন্তু। 🤪

দোয়া করি সারাজীবন এমন ই কাটুক।

হাহহাহাহহাহহা। এই আপনাগো ভাবিকে কোথাও এই জন্য প্রকাশ করি না আমার মার্কেট শেষ হয়ে যায় হাহহাহাহহা

ভাইয়া অনেক ভালোবাসা ও দোয়া রইল ।আপনারা যেন সারাজীবন একসাথে ভালো ভাবে জীবন যাপন করতে পারেন। সবচেয়ে আমার মনমুগ্ধকর মুহূর্তগুলো হচ্ছে শাড়ির আচল গুচিয়ে দিচ্ছেলেন। আপনার কাজ সত্যি অনেক ভালো ছিল এবং আপনারা অনেক খাওয়া-দাওয়া করলেন দুজন একসাথে ইনজয় করলেন এবং আসলে প্রত্যেকটা মেয়েই চায় তার প্রিয় মানুষের সাথে ঘুরতে এটা ভালো কথা এবং আপনাদের দুজনের জন্য দোয়া রইলো ভাইয়া

বাহ এত সুন্দর কমেন্ট করেছেন ভাই। সত্যি ভালোবাসা রইল আপনার জন্য 🥰🥰🥰🥰😍😍😍🙏🙏🙏

প্রথমেই বলতে চাই আমাদের ভাবি খুব সুন্দর মাশাল্লাহ।

"আসলে আমাদের সবার উচিত একদম রবট না হয়ে যাওয়া। এটা না ভুলে যাওয়া দিন শেষে আমাদের পরিবার আছে, তারা একটু সময় চায় আমাদের কাছে"।

এই কথার সাথে পুরোপুরি একমত আমি। অল্প সময়, একটু ভালবাসা বাস আমরা খুশি৷ খুবই ভালো লাগলো ব্লগটি ভাইয়া। দুয়া রইলো আজীবন অটুট থাক ভালবাসা গুলো।

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

জীবন সাথীকে নিয়ে আজকে ভালোই দিন কাটিয়েছেন মনে হয়।আসলে যা কিছু করছি,তা সবই তো স্ত্রী সন্তানদের জন্য।যাই হোক ভালোই হয়েছে আপনার লেখাটি।ধন্যবাদ আপনাকে।

একদম ভাইয়া সব তাদের জন্যই।

সারাজীবন এভাবেই ভাবির পাশে থাকবেন।

দোয়া রইলো বস💓💓💓💓

আপনার জন্য ভালোবাসা রইল ভাই।

ভালো লাগলো। নিজের বউ ঠিক তো দুনিয়া ঠিক ভাই। আপনাদের দাম্পত্য জীবনে সব সময় এ ভাবেই সব সময় থাক, এটাই দোয়া করি।

আমিন 😍😍😍✌️🙏🙏

সারাদিন খুব সুন্দর সময় কাটিয়েছেন ভাই। আপনাদের খুশির মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সামনের পথ চলা শুভ হোক এই দোয়াই রইল।

সুন্দর কমেন্ট করেছেন ভাই জন।

জীবন সন্ধি অমান্য করা.......

ধন্যবাদ ভাইয়া তবে আরেকটু বড় কমেন্ট করবেন।

খুবই ভালো লাগলো ভাই আপনার তাকে খুশি করার দৃশ্য গুলো দেখে। আপনাদের মাঝে আল্লাহ তাআলার রহমত এবং শান্তি দ্বারা পরিপূর্ণ হোক। আপনাদের জন্য দোয়া রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাই

অনেক সুন্দর কিছু মুহুর্ত কাটিয়েছেন। দেখেই খুব ভালো লাগছে। আপনারা দুজন যেন সারাজীবন এভাবে সুখের মুহুর্ত কাটাতে পারেন সেই কামনা করি।

ধন্যবাদ আপু।

আরে বাহ্,,,, ভাইয়ের সাথে ভাবীকে কে তো অনেক সুন্দর মানিয়েছে 👌👌। ভালো লাগলো সব টা ভাই। শাড়ীর কূচি গুলো অনেক ভালবেসে যে ধরছিলেন দেখেই বোঝা যাচ্ছে। ভালো থাকুক এই ভালোবাসার বন্ধন। ❤️

ধন্যবাদ প্রিয় ভাই।

এভাবেই সারা জীবন স্বর্গ সুখে মধুময় হোক আপনাদের আজ ও আগামি। দোয়া অবিরাম♥

আপনার জন্য অনেক দোয়া রইল।🥰🥰🥰