তাই তোমার খেয়াল || গান || কভার || ১০% বেনিফিট @shy-fox এর জন্য।

in hive-129948 •  3 years ago 

সবার সুস্থতা কামনা করছি


গান আমরা কম বেশি সবাই শুনি। গান শুনতে পছন্দ করি না এমন মানুষ খুব কম দেখা যায়। আজকের এই গানটি বড় ছেলে টেলিফিল্ম এর কভার করা গান। সত্যি বলতে সম্পূর্ণ টেলিফিল্ম টা বেশি ভালো লেগেছে এই গানটির জন্য।গানের কথার সাথে অভিনয় সব মিলিয়ে অসাধারন। এই বড় ছেলে টেলিফিল্ম বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ এবং ভারতে। 4 বছর আগের টেলিফিল্ম ৩৫ মিলিয়নের বেশি ভিউয়ার ছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম আমার বাবা ছিল তখন দুবাইতে বাবা মাকে ফোন করে বলেছিল একটা নাটক এর নাম বলি দেখিও খুব সুন্দর চোখে পানি চলে আসবে। মা বল্ল বড় ছেলে নাটক তাই না? দেখেছি আসলেই অসাধারন নাটক। শেষের কাহিনিতে আমি নিজেই দেখলাম আমার চোখে পানি। আমি মনে করি বাস্তবে এমন অনেক হয়ে থাকে কিন্তু আমরা জানি না। মিজানুর রহমান ভাইকে ধন্যবাদ এত সুন্দর টেলিফিল্ম আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আজকের গানটা আমার খুব পছন্দের একটি গান। গানটি আমি।প্রচুর শুনি যত শুনি ততই ভালো লাগে আমার। গানটি ৪ বছর আগের। অফিসিয়াল ইউটিব চ্যানেলের ভিউ ১৫ মিলিয়নের বেশি।

গানঃ তাই তোমার খেয়াল


  • লেখক শমেস্বর অলি (shomeswar oli)
  • শিল্পি মিফতা জামান
  • মিউজিক ডিরেক্টর মিজানুর রহমান আরয়ান
  • টিউন মিউজিক সাজিদ সরকার।

গানের লিংক


siam,.png


গানের কথা


♥♥এই ঠুনকো জীবনে তুমি কাঁচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল

আমি কোন মুখোশ পরিনি
আমি কিছু আড়াল করিনি
আমি শুধু ভালোবেসছি
প্রেমের বাজি ধরিনি

আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম
ঘুম স্বপ্ন যাপনে দিন রাত্রি সাজালাম
মনে হয় তোমায় পেলাম
মনে হয় তোমায় পেলাম

আমি কোন মুখোশ পরিনি
আমি কিছু আড়াল করিনি
আমি শুধু ভালোবেসছি
প্রেমের বাজি ধরিনি

হয়তো তারার দেশে
হয়তো মেঘের শেষে
আলো জ্বলে আলো নেভে
তোমার কথা ভেবে

মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল

আমি কোন মুখোশ পরিনি
আমি কিছু আড়াল করিনি
আমি শুধু ভালোবেসছি
প্রেমের বাজি ধরিনি

এই ঠুনকো জীবনে তুমি কাঁচের দেয়াল
এক আধটু কারনে যদি হও বেসামাল
মনে তাই তোমার খেয়াল
মনে তাই তোমার খেয়াল

6FC9DBAD-84D4-4E1E-8B58-4DA71D24BD11.jpeg


নিজের গান নিজে শুনার পরে আমার অবস্থা😁😁😁।


অনেক অনেক ভালোবাসা রইল আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন। চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য❤


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দরভাবে গানটি গেয়েছেন ভাই। আপনার প্রচেষ্টা চমৎকার ছিলো। আপনি উচ্চরণ সবকিছুই পারফেক্ট ছিলো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য🥰🥰🥰❤️❤️❤️

অসাধারণ গেয়েছেন এই জনপ্রিয় একটি গান। এই গানের কথা গুলো অনেক সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু আপনাকে।

বাহ, বাহ, খুবই ভালো হয়েছে গানটি।
তবে একটু ক্যামেরার দিকে বেশি তাকাইলে ভালো হইতো। খুব কম তাকাইছেন। 🤪

ক্যান আমাকে কি একটু বেশি কিউট লাগছিল নাকি হাহহাহাহহা।

বাহ!! অসাধারন গেয়েছেন। মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভ কামনা♥ অবিরাম

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

♥♥

ভাইয়া আমি শুধু দেখেই গেলাম বাহ কি দক্ষতা ভাই আপনার। অনেক সুন্দর গেয়েছেন।অনেক শুভকামনা রইল

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য❤️❤️❤️

আপনি অনেক সুন্দর গেয়েছেন। এরকম গান মাঝে মাঝে শুনলে অনেক ভালো লাগে। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

গানের কথা গুলো মন থেকে অনুভব করার মতো, তার উপর এতো সুন্দর কন্ঠে যদি শুনা যায় গান। সত্যি ভাইয়া আপনার কন্ঠে গান টি শুনে খুবই ভালো লাগলো। আশা করছি পরবর্তীতে আরো শুনবো। অনেক শুভ কামনা রইলো 😇😇😇।

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য🥰🥰🥰🥰

জনপ্রিয় একটি নাটকের একটি সুন্দর গান। গানটা কভার করেছেন আলাদা স্টাইলে। শুভকামনা ভাইয়া।

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

বাহ বাহ, চমৎকার একটা গান, আমার অনেক প্রিয় একটি গান আজকে আপনি কভার করেছেন। অসম্ভব সুন্দর গেয়েছেন। সুর একদম ঠিক ছিল।

বারবার হাসি দিয়ে তাকিয়েছেন, ভালো লাগলো, আর এমন গান শুনতে চাই, অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য❤️❤️

খুবই সুন্দর হয়েছে গান টি ভাই। অনেক ভাল মত কভার করেছেন। সামনে আরো নতুন কোন গান কভারের অপেক্ষায় থাকলাম।

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য❤️❤️❤️❤️

অনেক সুন্দর গান করেন ভাইয়া আপনি। এই গানটাও অনেক সুন্দর। আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনার এই গাওয়া গানটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য❤️❤️❤️

মিফতা জামানের কন্ঠে এই গান যখন শুনেছিলমা তখন থেকেই ভালো লেগে গেছিল। বড় ছেলে নাটকের গান এটি। আপনি অনেক সুন্দর কভার করেছেন ভাই। এই গভীররাতে শুনে ভালো লাগলো।

❤️❤️❤️🙏🙏🙏🙏

তাই তোমার খেয়াল গানটি আমার ভিশন পছন্দ আপনি অনেক সুন্দর করে গানটি গেয়েছেন। আমার অনেক পছন্দ হয়েছে আরও গান শুনবো আপনার মিষ্টি কন্ঠে ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  ·  3 years ago (edited)

সুন্দর একটি গান ভাই। এটা আমি এক সময় প্রচুর শুনতাম। এটা বড় ছেলে নাটকের সেই বিক্ষাতো গানের মতোই কিছুটা মিল আছে। আপনি খুবই সুন্দর ভাবে গানটি গেয়েছেন। খুবই ভালো লাগলো ভাই😍😍

🙏🙏❤️❤️😍😍

গানের জন্য সুন্দর একটা গলা আছে কিন্তু আপনার। আর একটু সাধনা দরকার,, পুরো জমে যাবে তাহলে। প্রথম বার শুনলাম গানটা। বেশ মনে ধরেছে। ❤️

🙏🙏😍😍❤️❤️❤️