কতদিন দেখিনি তোমায় || কভার|| ১০% বেনিফিট @shy-fox এর জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

সবার সুস্থতা কামনা করছি


এই ভাবে কোন দিন গান কভার করে ইউটিউবে দেয়া হয় নাই। নিজের কাছেই খুব লজ্জা লাগছে। তবে ভালো লাগে এটা ভেবে যে, আমার বাংলা ব্লগে আমি যাত্রা শুরু করার পর অনেক কিছুই করতে ইচ্ছে করছে এখন। গান টা কভার করা মূলত এই পোস্ট টা করার জন্য। আমায় যদি কেউ বলতো তোমার কার গান বেশি ভালো লাগে ,আমি উওরে বলতাম আমার নিজের গান। আমি জানিনা আমার ক্যান জানি নিজে গান গাইলে শুনতে সব চাইতে বেশি ভালো লাগে হাহাহাহাহাহাহহা। যাই হোক এটা ভেবে ভালো লাগছে আমার বাংলা ব্লগে এসে আমি রান্নার রেসিপিও শিখার চেস্টা করি।

আজকের গানটা আমার সব চাইতে পছন্দের একটা গান। কতদিন দেখিনি তোমায়। আহহহহহ এই লিরিক গুলা আমার কলিজায় যেয়ে লাগে।

গানের ক্রেডিট।


  • লেখক প্রোনাব রয়
  • শিল্পি মান্না দে
  • মিউজিক ডিরেক্টর কামাল দাসগুপ্তা

গানের লিংক


siam,.png

গানের কথা


কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি ,
স্মৃতির মুকুরে মম
আজ তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায় ।
কতদিন তুমি নাই কাছে
তবু হৃদয়ের তৃষা জেগে আছে ,
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি।
কত দিন দেখিনি তোমায়,
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবি রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সেযে মরিচিকা হায়
এ জীবন এই শুধু মানি।
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম
আজ তবু ছায়া পড়ে রানি


অনেক অনেক ভালোবাসা রইল আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন। চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য❤


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার গানের কন্ঠ টা ভালো। অসাধারণ সুন্দর গেয়েছেন আপনি আর এই গানটা আমার খুবই পছন্দের একটি গান। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি অনেক সুন্দর গেয়েছেন ভাই।আর গানটি আমি অনেক শুনি।মান্না দে আমার প্রিয় একজন গায়ক।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর গানটির জন্য।

ধন্যবাদ ভাইয়া।

বাহ্! আপনার অনেক সুন্দর কন্ঠ। অনেক সুন্দর গান পরিবেশন করলেন আমাদের মাঝে। মান্না দে এর গান আমার খুবই ভালো লাগে।আপনার এতো সুন্দর কন্ঠে গান গেয়ে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাইয়া।

ভাইয়া আপনি বোধহয় এর আগেও আমাদের এই গানটি শুনিয়েছিলেন?আমি কি ঠিক? আমার আসলে ঠিক মনে পরছেনা। তবে আপনার গলা মাশাল্লাহ খুব ভালো,গান খুব সুন্দর হয়েছে।

একদম ঠিক আপু।

অনেক সুন্দর ছিল ভাইয়া।অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

খুবই সুন্দর কভার করেছেন।চর্চাটা চলমান রাখেন। ভাল কিছু হবে ইনশাআল্লাহ্♥

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।

ওয়াও আপনার গলা তো অনেক সুন্দর সাথে জনপ্রিয় একটি গান। সব মিলে যাস্ট অসাধারণ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।

ভাই আপনি কিন্তু ভালই গান গাইতে পারেন। ভাল প্রতিভা আছে বলতে হবে। অনেক অনেক শুবেচ্ছা রইল ভাই।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।❤️❤️❤️

অসাধারণ সুন্দর গেয়েছেন আপনি আর এই গানটা আমার খুবই পছন্দের একটি গান। লজ্জা পাওয়ার কোন ব্যাপার নাই ভাইয়া।আপনি সত্যিই অনেক সুন্দর ভাবে গেয়েছেন আর কন্ঠটা অনেক সুন্দর আপনার। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।❤️❤️❤️

দারুন দারুন গেয়েছেন ভাইয়া আমার পছন্দের গানটি এভাবে চেষ্টা করুন আপনার গলা অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার গানটা শুনে আমার মন ভালো হয়ে গেলো, আপনার গানের কন্ঠ টা ভালো, শুভকামনা রইল আপনার জন্য ভাই।

ধন্যবাদ ভাই আমার।

আমার অনেক পছন্দের একটি গান ভাই,অনেক সুন্দর ভাবে গানটি কভার করেছেন,আপনার গানের গলা অনেক সুন্দর, শিল্পী হলেও কিন্তু পারতেন ভাই,অসাধারণ। শুভকামনা রইলো আপনার জন্য

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

আমিও যখন প্রথমবার স্টিম এর জন্য গান কভার করে স্টিম এ দিয়েছিলাম আমার খুব লজ্জা করছিল। এবং আপনার তো স‍্যোসাল মিডিয়ায় গান গাওয়ার অভিজ্ঞতা আছে।

গানটার কভার খুব ভালো করেছেন। এটা আমার খুব প্রিয় একটি গান। আপনার জন্য শুভকামনা।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য❤️❤️❤️

বাহ ভাইয়া অসাধারণ, আপনি অসাধারণ গান গেয়েছেন । এই গানটি আমার অনেক ভালো লাগে, গানের কথা গুলো অনেক সুন্দর।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য😊😊😊

হৃদয়বিদারক গান। খুবই পছন্দের একটি গান। আমি প্রায় সময়ই গানটি শুনি। ধন্যবাদ প্রিয় গানটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসলে ভাই এই গানগুলো আমার হৃদয় স্পর্শ করে। হৃদয়ের গহীন থেকে গান গুলো আমি শুনতে পাই। শেয়ার করার জন্য ধন্যবাদ

❤️🙏🙏🙏❤️❤️

সত্যি ভাইয়া অসাধারণ কণ্ঠ আপনার। খুবই সুন্দর আপনার কন্ঠে মধু মিষ্টি সবই আছে শুনতেও ভালো লাগছিল। আপনি এত সুন্দর গান পারেন তা একটু বাবাই। সত্যিই আপনার গানটা অনেক সুন্দর। আপনার গানটা সম্পূর্ণ রবীন্দ্রসঙ্গীতের মত হয়েছে খুবই মিষ্টি। আপনার জন্য শুভেচ্ছা রইল

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।❤️❤️

অনেক অনেক সুন্দর গেয়েছেন। আপনার কন্ঠে গান টা শুনে খুবই ভালো লাগলো। অনেক শুভ কামনা রইলো 😇।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন।

ভালো চেষ্টা ছিল। অন্তরা টুকু বেশি ভালো ছিল।

ধন্যবাদ আপু আপনাকে

তোমার গানের গলা সত্যি খুব চমৎকার। তোমার গাওয়া গান গুলো আমার খুব ভালো লাগে।

অনেক অনেক ধন্যবাদ ।

বাহ, অনেক সুন্দর গান করেন আপনি। সত্যি আমি আপনার ভিডিও না দেখলে বুঝতামনা, গলা ছেড়ে গেয়েছেন আপনি, এই গান আমি আগে শুনেছি, কিন্তু সুর তেমন মনে নেই আমার। তবে সত্যিই ভাল গেয়েছেন।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন।

অসাধারণ গেয়েছেন ভাইয়া।সত্যিই খুব সুন্দর হয়েছে।আসলে আপনি গান গাইতে পারেন আগে জানা ছিল না।এভাবেই মানুষের সুপ্ত প্রতিভা প্রকাশিত হোক।ধন্যবাদ ভাইয়া।

🙏🙏❤️❤️🙏😍😍