বাইক টা শেষ নিজের একটা ভুলে ||10% Beneficiaries @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

সবার সুস্থতা কামনা করছি ।

232609528_3029203750702374_712845260485981420_n.jpg

w3w

siam,.png

আমি টেক্সটাইল এর একজন ছাত্র ।অনেক কষ্টে একটা বাইং হাউসে জব পাই।জয়েন হবার পরেই সবার সাথে খুব ভালো সম্পর্ক হয় আমার ।আমি আমার অফিসের এর বস এর সাথে একটা ভালো সম্পর্ক করে ফেলি ।স্যার ও আমাকে খুব আদর করতেন ।আমি ছিলাম সেই অফিসের এ্যাসিস্টেন্ট মার্চেন্ডাইজার । আমার স্যার আমাকে এক এক করে সব কাজ শিখাতে থাকে ।আমিও শিখার জন্য খুব আগ্রহ দেখাতাম ।ভালোই ভালোই প্রথম মাসের সেলারি পেয়ে গেলাম ।মায়ের হাতে নিয়ে টাকা দিলাম ।মা খুব খুশি, কারন এটা আমার ছোট বেলার অভ্যাস যাই ইনকাম করি সব সময় মায়ের হাতে নিয়ে সব টাকা দিয়ে দেই ।২ মাস পার হয়ে যাই্এ‌ই ভাবে ।হুট করেই আমার বস জব টা ছেড়ে দিবে ।এবার অফিসের এম ডি সাহেব সেই চেয়ারের জন্য কাউকে নিয়োগ দেয়ার কথা ভাবছেন।

siam,.png

আমার বস ছিলেন পারভেজ ভাইয়া ।পারভেজ ভাইয়া এম ডি স্যার কে বললেন সাইফুল যথেস্ট বুঝে ,আমি মনে করি ও এই কাজ গুলি করতে পারবে ।এবার এম ডি স্যার আমাকে ডেকে বললেন সাইফুল পারবেন আপনি পারভেজ ভাই এর কাজ গুলি সামলাতে? আমি যেই কোন বিষয় খুব কনফিডেন্স রাখার চেষ্টা করি ।আমি বললাম ইনশাল্লাহ স্যার পারবো ।আর কোন ভুল হলে আপনারা আমাকে সাহায্য করবেন আমি বেস্ট সাপর্ট দেয়ার চেষ্টা করবো ।প্রমোশন হয়ে গেল ২ মাসের মাথায় ।সব কিছু খুব ভালো যাচ্ছিল ।এবার আমার খুব কাছের একজন মানুষ আমাকে ডাকলেন আর বললেন সাইফুল তুমি সব কিছুতে তো ভালই করো পার্ট টাইম আমার অফিসে কাজ করতে পারো ।অফিস টা ছিল অনেক টা এম এল এম এর মতন ।গত ৬ মাস আমাকে বুঝায় এখানে কাজ করার জন্য ।এই অফিসের মূল কাজ হচ্ছে মানুষ টাকা ইনভেস্ট করবে।আর ইনভেস্ট করাতে পারলে আমার লাভ ।আমিন ৬ মাস রাজি হই নাই এবার হুট করেই কিভাবে আমার মাকে রাজি করে অনি, মা ও সেখানে ১ লাখ টাকা রাখে ।আর বলে কাজটা কর যেহেতু অনি আমাদের কাছের মানুষ আর অনি সব রিস্ক নিচ্ছে ।এবার আমার সেখানেও কাজ করা শুরু ।কি আর বলবো আমি তো অই খানেও খুব ভালো কাজ শুরু করে দেই ।এই অফিসে আমি ১ মাসেই একটা বড় এ্যাচিপমেন্ট করি আমার সেলারি দেয়া শুরু করে এই অফিসে ২০ হাজার টাকা ,এমনিতে আরো রেফার ইনকাম তো আছেই ।সব মিলে ২ মাস পড়েই আমি বাইং হাউসের জব টা ছেড়ে দেই ।
siam,.png

116885473_1510027709200145_8762739449305148694_n.jpg
w3w
এটা আমার প্রমোশন হওয়ার ছবি

siam,.png

অনেকের টাকা রাখা শুরু করে দেয় কারন আমাদের খুব কাছের মানুষ রিস্ক নিতে থাকে তার জন্য ।এবার কিছু দিনের ভিতর দেখা গেল যে এই অফিসের এম ডি সহ সবাইকে RAB আটোক করেন ।যারা যারা টাকা দিল তারা আমাকে প্রেশার দেয়া শুরু করে দেয় কিন্তু আমি আমার অই কাছের মানুষের কোন সহযোগতী আর পেলাম না ।কিছু মানুষ ছিল এমন যাদের টাকা না দিলেই না ।তাদের টাকা দেয়ার জন্য বিক্রি করে দিলাম নিজের শখের বাইক আর ক্যামেরাটা 😢😢

IMG_3613.JPG

w3w
এটা ছিল সেই বাইক
siam,.png

ক্যামেরার ছবিটা হলো এটা 😢😢😢😢😢

131458395_3591311507570832_147885923257932917_n.jpg
w3w

রেডিমি নোট ৭ দিয়ে তোলা ছবি ।

siam,.png

এগুলা সব শেয়ার করলাম এই জন্য যাতে আমার মতন ভুল আর কেউ না করেন ।পরের পোস্টে বর্তমান অবস্থা তুলে ধরার চেস্টা করবো ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কিন্তু আমি আমার অই কাছের মানুষের কোন সহযোগতী আর পেলাম না ।কিছু মানুষ ছিল এমন যাদের টাকা না দিলেই না ।তাদের টাকা দেয়ার জন্য বিক্রি করে দিলাম নিজের শখের বাইক আর ক্যামেরাটা 😢😢

এরকম পরিণতি আমি মোটেই কল্পনা করতে পারছি না।আসলে ভাই নিয়তি আপন গতিতে চলে।আস্থা হারাবেন না।ধৈর্য ধরুন আপনার জন্য এর থেকে ভালো কিছু অপেক্ষা করছে।

জি ভাই আসলে একদম ঠিক বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য

  ·  3 years ago (edited)

পোস্টটি পরে সব বুঝতে পারলাম ভাইয়া।। তোমার শখের বাইক ও ক্যামেরাটি কি কারণে সেল করে দিলে .. খুব দুঃখ জনক বিষয় ভাইয়া।।
শুভ কামনা রইল ভাইয়া ❤️❤️

প্রিয় ভাই ধন্যবাদ প্রিয় ভাই আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য

🥰🥰

জানেন তো কিছু ভুল আর শদ্রানো যায় না। সব তো ভালো মতই যাচ্ছিলো। দরকার ছিল না এত কিছু। ঠিক কাছাকাছি ভুল আমার দাড়াও হয়েছে। বিশ্বাস করেন মাঝে মাঝেই কাদতাম। বুক ফেটে যেত। এখন অনেক টা গুছিয়ে নিয়েছি।

সব শেষে একটা কথাই বলবো, ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন। তার ইচ্ছের বাইরে একটা গাছের পাতাও নরে না। হইতো ক্ষনিকের জন্য কষ্ট হয়। কিন্তু একদিন না একদিন এর পেছনের কারণ টা ঠিক আমাদের চোখে ধরা পড়ে।

ভালো কিছুর প্রত্যাশাই থাকলাম। 🙏

ভাই আপনি একদম ঠিক বলেছেন যে সৃষ্টিকর্তা যা করেন সবকিছু ভালোর জন্যই করেন আর এ জন্যই হয়তোবা এই আপনাদের দেখ আমি পেয়েছি অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য

অনেক খারাপ লাগছে, শখের জিনিস গুলো নিজের একেক্টা অঙ্গ মনে হয় আমার আর অঙ্গ গুলো যখন আলাদা হয় তখন খুব কষ্ট লাগে।

তবুও শুভ কামনা আপনার জন্য।

জ্বী আপনি ঠিক বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য

সত্যি ভাই খুবই কষ্ট লাগছে আপনি কিন্তু একটা সময়ে ভালো একটি অবস্থানে কাজ করছিলেন। আপনি যদি ওই কাজটাই করতেন অতিরিক্ত না করতেন আল্লাহ না করুক কেমনে কেমনে হয়ে গেছে তাও। শেষ পর্যন্ত বাইক, শখের ক্যামেরাটা হারাতে হলো। খুবই খারাপ লাগছে আপনার জন্য শুভকামনা রইল। এই ভুল যেন আর না করেন ভাইয়া।

আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন

আপনার পোস্ট টি পড়ে সব কিছু বুঝতে পারলাম। হতাশা হবেন না ধৈর্য ধরুন এর থেকে ভালো কিছু পাবেন।‌আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য

মানুষ ঠকতে ঠকতেই শেখে। তার পরেও আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। কারণ এর থেকে বড় বিপদে ও পড়তে পারতেন। আর এই ধরনের প্রতিষ্ঠানে আর কখনো জড়াবেন না। এই এম এল এম কোম্পানিগুলোকে আমি বলি মলম পার্টি। এই সব ধান্দাবাজি প্রতিষ্ঠান কিছুদিনের ভেতর হঠাৎ করে উদয় হবে। আবার মানুষজনের টাকা-পয়সা নিয়ে গায়েব হয়ে যাবে। বাংলাদেশে গত ১৫ বছরে এমন অনেক প্রতিষ্ঠানে এসেছে এবং মানুষকে সর্বশান্ত করে চলে গিয়েছে। আপনার জন্য শুভকামনা।

জ্বী ভাইয়া দোয়া করবেন আসলেই আল্লাহ তা'আলা এর চাইতে বড় খারাপ কিছু করতে পারতেন তবে সবকিছুর মিলিয়ে আল্লার কাছে শুকরিয়া যে আল্লাহ এখনো ভালো রেখেছেন

প্রথমেই অনেক অভিন্দন প্রোমোশন এর জন্য। তবে বাইক টা সেল করতে হয়েছে এটার জন্য খারাপ লাগছে। অনেক ধন্যবাদ সব মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য

আপনার এই গল্পটি পড়ে সত্যিই অনেক খারাপ লাগছে সত্যি বলতে বাস্তব ভিত্তিক একটি পোস্ট ছিলো আর একদম বাস্তব ভিত্তিক কথাগুলো। আমরা সবারই উচিত এখান থেকে কিছু একটা শিক্ষা গ্রহণ করা।।

ধন্যবাদ সিয়াম ভাই আপনার মূল্যবান মন্তব্য দেয়ার জন্য

আমরা কত সহজেই বলি কি দরকার ছিল প্রথম চাকরিটা ছেড়ে দেওয়ার।কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস হুট করেই হয়ে যায়।আর একটি দুটি ভুলের জন্য হাজারো সমালোচনা কুড়াতে হয় মানুষের কাছ থেকে।শখের কিছু নিজ থেকে হারিয়ে ফেলা অনেক কষ্টের।এইজন্য গুরুজনেরা সব সময় আমাদের বলেন অল্পতে খুশি থাকো।কথাটি সত্য।আবার নতুন করে পথ চলা শুরু করুন ভাইয়া।সব ঠিক হয়ে যাবে।ধন্যবাদ ভাইয়া।