প্রথমে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠাতা ও সকল সদস্যদের। এত বড় একটা প্লাটফর্মে নিজের সম্পর্কে কিছু লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখন আমি আমার নিজের সম্পর্কে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরছি।
আমার নাম সৈকত হালদার। আমার বয়স ২৩ বছর। আমি একজন ভারতীয় নাগরিক। আমার রেফারারের নাম হলো @nilaymajumder .আমার স্টিমিট আইডি হলো @saikat890. আমি @nilaymajumder দাদার মাধ্যমে এই স্টিমিট এবং আমার বাংলা ব্লগ এর সন্ধান পাই।
প্রথমে আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে শুরু করছি ।
আমি একজন ছাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের পাশ করেছি আর এখন বি এ তে পড়াশোনা করছি।
বাবা-মায়ের খুব ইচ্ছা ছেলে বড় হয়ে চাকরি করবে। কিন্তু আমার ইচ্ছা অন্য কিছু আমার সব সময় ঘুরতে ছবি তুলতে আর খাইতে তো খুবই ভালো লাগে।
আমি গ্রামে বসবাস করি চারজন সদস্য নিয়ে আমাদের সুন্দর একটি সংসার মা বাবা আর আমরা দুই ভাই বোন। দিদির বিয়ে হয়ে গেছে এখন আমাদের পরিবারে আমরা তিনজনে বসবাস করি। আমার বাবা পেশায় একজন কৃষক মা গৃহিণী।
আমি আগেই বলেছি আমি গ্রামে বসবাস করি সত্যি বলতে আমি আমার পরিবার আমার গ্রামের ভাই বন্ধু আর আমার গ্রামকে খুবই ভালোবাসি।
এমন কিছু নেই গ্রামে পাওয়া যায় না দূষণমুক্ত অক্সিজেন, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, জমির টাটকা শাক সবজি ইত্যাদি যা শহরে খুবই কমই পাওয়া যায় তাইতো গ্রামকে এত ভালবাসি।
একদিন সকালে মা আমাকে ডেকে বলছে পুকুর থেকে মাছ ধরে আনতে। সঙ্গে সঙ্গে চলে গেলাম পুকুরে মাছ ধরতে। দীর্ঘ এক দুই ঘন্টা ধরে মাছের সাথে যুদ্ধ করে একটি মাছ ধরতে পারলাম।
মাছটি নিয়ে আমি বাড়িতে এলাম মাকে বললাম মাছ নিয়ে এসেছি। মা ঘর থেকে আমাকে বকা দিয়ে বলল এই তোর আসার সময় হলো মাছ নিয়ে কখন রান্না করব আমি। মনে মনে ভাবতে লাগলাম কষ্ট করে মাছ মারলাম সাথে বকাও খেলাম। আমার জীবনে ঘটে যাওয়া কিছু স্মৃতি আপনাদের কাছে তুলে ধরলাম।
আপনি অনেক সুন্দরভাবে আপনার পরিচিতিমুলক পোস্ট উপস্থাপন করেছেন।
আর এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord server এ জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।
👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW
আরও কিছু জানতে ফলো করুন। 👇
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে স্বাগতম জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার পরিচয় তুলে ধরার জন্য। আশা করি এই কমিউনিটি আপনাকে সাদরে গ্রহণ করবে। আরো আশা করি যদি এই কমিউনিটি আপনাকে গ্রহন করে তাহলে কমিউনিটির সমস্ত নিয়ম শৃঙ্খলা মান্য করে সবার সাথে কাজ করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit