প্রকৃতির ফটোগ্রাফি

in hive-129948 •  7 months ago 

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।



বেশ কিছুদিন আগের কথা কিছুতেই সেদিন বাড়িতে মন বসছিলো না তাই ভাবলাম বাইরে থেকে কোথাও ঘুরে আসা যাক। যেই ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম ঘুরতে। কোন সিদ্ধান্ত ছিল না যে কোথায় ঘুরতে যাব। শুধু বাসা থেকে বাইকটা বের করে নিয়ে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে গ্রামের ভেতর প্রবেশ করলাম। একটি ফাঁকা জায়গা দেখে মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেলের উপর বসে প্রকৃতিকে উপভোগ করতে লাগলাম। বসে থাকতে থাকতে চা খেতে ইচ্ছা করলো। একটু মাথাটা ঘুরিয়ে দেখতে পেলাম কিছু চায়ের দোকান। বেশি সময় লাগলো না ২০ পা হেঁটে চলে গেলাম চা খেতে। এক কাপ চা নিয়ে আবারো চলে এলাম বাইকের কাছে। কারণ পড়ন্ত বিকেলে এক কাপ চায়ের সঙ্গে প্রকৃতিকে উপভোগ করার মজাটাই আলাদা। চা খেতে খেতে আমার ফোনে আমার প্রিয় একটি গান চালিয়ে দিলাম কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই।


হঠাৎ কোথা থেকে একরাশ কালো মেঘ এসে আকাশে ছেপে গেল। মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে। আর তখন ছিল বৃষ্টির সময় আকাশে মেঘ করলে বৃষ্টি অবধারিত। বৃষ্টি একদিকে মানুষের উপকার করে আবার ক্ষতিও করে থাকে। কারণ কেন বলছি যারা ধান চাষ করে থাকে ধান যখন কাটার সময় হয় তখন যদি বৃষ্টি হয় তখন কৃষকের ক্ষতি হয়। তাই বলছি বৃষ্টি একদিকে ভালো আবার অন্যদিকে খুবই খারাপ। আকাশের দিকে তাকিয়ে মেঘের উড়াল দেখছিলাম আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম মেঘের দিকে আর প্রকৃতির দিকে। কালো মেঘ আকাশে ছেয়ে যার সঙ্গে সঙ্গে প্রকৃতির রং যেন পরিবর্তন হতে শুরু করলো। সেদিন আমার ছবি তোলার কোন ইচ্ছাই ছিল না। কিন্তু প্রকৃতির এত সৌন্দর্য দেখে আমি ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। তাই সঙ্গে সঙ্গে প্রকৃতির কিছু ছবি তুললাম।
IMG20240520121755.jpg

IMG20240520121708.jpg

IMG20240520121847.jpg

IMG20240520121746.jpg

IMG20240520121857.jpg

IMG20240520122416.jpg

1673337481037-01.jpeg

IMG20240520121412.jpg

1716485596394.jpg

IMG20240509171556.jpg

1715523202047.jpg

1673581816388-01.jpeg

1673583694335-01.jpeg
ক্যামেরা পরিচিত:oppo
ক্যামেরা মডেল:oppo A53s 5G
ক্যামেরা দৈর্ঘ্য:3.37mm
তারিখ:১২.০৫.২০২৪
সময়:০৫.৪৩ মিনিট
স্থান: বনগাঁও, কলকাতা



পড়ন্ত বিকালে যখন আকাশে মেঘ খেলা করে তখন সেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আরো যদি হয় সূর্যাস্তের সময় তাহলে তো কোন কথাই হবে না আকাশের রং যেন এক অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে। যারা এই সৌন্দর্য দেখেছেন তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে যে কতটাই সুন্দর লাগে। যাই হোক অনেক সময় ধরে ফটোগ্রাফি করতে পারেনি কারণ আকাশের মেঘ জমার সঙ্গে সঙ্গে বৃষ্টি হতে শুরু করলো ।আমি সোজা দৌড়ে চলে গেলাম চায়ের দোকানে আশ্রয়ের জন্য। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে সন্ধ্যাও হয়ে গেলো চারিদিকে অন্ধকার শহরের মতন গ্রামে কিন্তু রোডলাইটের কোন ব্যবস্থা নেই। যে দিকে তাকাচ্ছিলাম সেদিকে শুধু অন্ধকার দেখছিলাম। আর এদিকে অনেক রাত হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম নিজেই যেতে হবে। চায়ের দোকানদারকে একটি প্লাস্টিকের ব্যাগ দিতে বললাম কারণ প্লাস্টিকের ব্যাগে ফোনটিকে ভালো করে মুরে পকেটে রেখে আমি মোটরসাইকেলে করে ভিজতে ভিজতে বাড়িতে এলাম।

আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রাকৃতিক সৌন্দর্যের অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মেঘলা আকাশের ফটোগ্রাফি গুলো দেখে মনটা ভরে গেছে। সেই সাথে রেইন লিলি ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

প্রাকৃতিক পরিবেশ থেকে খুব সুন্দর সুন্দর ফটো ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো আপনার এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে। বেশ দারুন হয়েছে ফটোগুলো।

প্রতিটা ছবি খুব সুন্দর লাগলো

বেশ দারুণ সময় কাটিয়েছেন তাহলে। পড়ন্ত বিকেলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চা খেলেন এবং সেই সাথে নিজের পছন্দের একটা গান শুনলেন। এই ধরনের অনুভূতিগুলো সত্যিই অন্যরকম। তবে আপনার ফটোগ্রাফি গুলো দারুন ছিল। মুগ্ধ হয়ে গেলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে। সবশেষে মোটরসাইকেলে করে ভিজতে ভিজতে বাড়ি ফিরলেন। খুব সুন্দর সময় কাটিয়েছেন।