কোয়েল পাখির ডিমের রেসিপি

in hive-129948 •  17 days ago 

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি,আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে কোয়েল পাখির ডিমের রেসিপি উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।

IMG20240913154350.jpg


বেশ কিছুদিন ধরে কোয়েল পাখির ডিম খেতে ইচ্ছা করছিল। তাই একদিন বাজার থেকে কোয়েল পাখির ডিম কিনে নিয়ে এলাম। কোয়েল পাখির ডিম আকারে ছোট কিন্তু পুষ্টির গুনা গুন কিন্তু কম নয়। কোয়েল পাখির ডিম কেহ সিদ্ধ খায়, কেহ রান্না করে খায়। আমার কাছে কিন্তু কোয়েল পাখির ডিম খেতে খুবই ভালো লাগে সেটা সিদ্ধ হোক বা রান্না করে হোক। যাই হোক রেসিপিটা তৈরি করে আমি আর লোভ সামলাতে পারলাম না। তাই সঙ্গে সঙ্গে ঝটপট গরম ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিলাম। এত ভালো লেগেছিল যে একেবারে সব না খেয়ে রাতের জন্য রেখে দিলাম। তাহলে চলুন এক নজরে দেখে আসা যাক, আজকের এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ গুলো লেগেছে।

উপকরণ:

নামপরিমাণ
ডিম৯ পিস
টক দধি১/১ কাপ
পেঁয়াজ কুচি২ টি মিডিয়াম সাইজের
রসুন বাটা১ চা চামচ
আদা বাটা১ চা চামচ
শুকনা ঝালের গুঁড়া২ চা চামচ
জিরার গুঁড়া১ চা চামচ
ধনিয়া গুঁড়া১ চা চামচ
গরম মসলার গুড়া১ চা চামচ
লবণপরিমাণ মত


ধাপ:১

প্রথমে কোয়েল পাখি ডিমগুলো সিদ্ধ করে ডিমের সাল ছাড়িয়ে। তারপর সিদ্ধ করা ডিমের উপরে সামান্য হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিব। তারপর চুলার উপর একটি কড়াই দিয়ে তাতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ডিমগুলো ভেজে নিব।

ফোট:১ফোট:২
IMG20240913150023.jpg
IMG20240913150513.jpg

ধাপ:২

ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর ওই একই তেলের ভেতর দুইটি তেজপাতা গোটা জিরা এবং চারটি এলাচ ও দারচিনি দিয়ে কিছুটা সময় ভেজে নিব। এরপর এর ভেতর আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কুচি গুলো দিয়ে সামান্য ভেজে নিব।

ফোট:১ফোট:২
IMG20240913150849.jpg
IMG20240913151012.jpg

ধাপ:৩

পেঁয়াজ গুলো যখন একটু ভাজি হয়ে এলো তখন এর ভিতর দিয়ে দিলাম মসলা গুলো সাথে টক দধি। সামান্য পরিমাণে জল দিয়ে মসলা গুলো ভালোভাবে কিছুটা সময় কষিয়ে নিব।

ফোট:১ফোট:২
IMG20240913151247.jpg
IMG20240913151645.jpg

ধাপ:৪

এরপর মসলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর ভিতর দিয়ে দেবো ভেজে রাখা ডিম গুলো। ডিমগুলো দিয়ে ভালোভাবে আরো কিছুটা সময় কষিয়ে নিব। তারপর পরিমাণ মতন জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ৫ মিনিটের মত রেখে দিব।

ফোট:১ফোট:২
IMG20240913153117.jpg
IMG20240913152043.jpg

ধাপ:৫

পাঁচ মিনিট পর ঢাকনা টি উঠিয়ে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিব দু মিনিটের জন্য। দু মিনিট পর রেসিপিটি কড়াই থেকে নামিয়ে একটি পাত্রে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার কোয়েল পাখির ডিমের সুন্দর একটি রেসিপি।

ফোট:১ফোট:২ফোট:৩
IMG20240913151710.jpg
IMG20240913154040.jpg
IMG20240913154849.jpg



আমার নিজের জন্য তৈরি করেছিলাম। কিন্তু খাওয়ার সময় মা বলল সেও খাবে। মা আমার এই রেসিপিটি খাবার পর মা আমাকে বলল আমার ছেলে দেখি অনেক বড় রাধুনী হয়ে গিয়েছে। মায়ের মুখ থেকে কথাটি শোনার পর খুবই ভালো লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে মায়ের মতন কোনদিনও রান্না করতে পারবোনা কারণ মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা।
যাইহোক আপনারও একদিন আমার মতন করে কোয়েল পাখির ডিমের রেসিপি তৈরি করবেন আশা করি, খেতে খারাপ লাগবে না।

আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কোয়েল পাখির ডিম বাড়িতে কখনো খাওয়া হয়নি, তবে বাজারে বেশ কয়েকবার খাওয়া হয়েছিল। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কোয়েল পাখির ডিমের রেসিপি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা কোয়েল পাখির ডিমের রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। বেশ ভালো লাগলো আমার তৈরি করা রেসিপি টি দেখে।

ধন্যবাদ আপনাকে সময় করে আমার পোস্টটি দেখার জন্য এবং আপনার মূল্যবান কিছু কথা আমার সঙ্গে শেয়ার করার জন্য।

কোয়েল পাখির ডিম আমার মেয়েকে খাওয়াই মাঝে মাঝে তবে তা সিদ্ধ করে।কখনো এভাবে লোভনীয় করে রেসিপি করা হয়নি।আপনার কোয়েল পাখির রেসিপিটি ভীষণ চমৎকার লাগছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

ধন্যবাদ দিদি।

কোয়েল পাখির ডিম অনেক দিন খাওয়া হয়নি। আর আপনার মতো এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল।কলারটা দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে সময় করে আমার পোস্টটি দেখার জন্য এবং আপনার মূল্যবান কথাগুলো আমার সঙ্গে শেয়ার করার জন্য।

কোয়েল পাখির ডিম আমি অনেক পছন্দ করি। এই পাখির ডিম শরীরের জন্য অনেক উপকার। শরীর দুর্বল থাকলে কোয়েল পাখির ডিম নিয়মিত খেলে শরীর ঠিক হয়ে যায়। আপনি সুন্দর ভাবে রান্নার কাজ করেছেন। আশা করবো নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন।

অবশ্যই নিয়মিত খাওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার পোস্টটি দেখার জন্য।

এই পাখির ডিমটা আমার খুব প্রিয়। অনেকে খাচায় পুষে থাকে কোয়েল পাখি। আমারও অনেক দিনের শখ রয়েছে এ পাখি পোশাক। তবে যাই হোক আপনার রেসিপি দেখে কিন্তু ২০১৬ সালের বেশ কিছু স্মৃতি মনে পড়ল। যখন এই পাখি পুষে কেউ আমাকে ডিম খাওয়াতো। সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ দাদা সময় করে আমার পোস্টটি দেখার জন্য আর আপনার মূল্যবান কিছু কথা আমাকে শেয়ার করার জন্য

কোয়েল পাখির ডিম খুবই পুষ্টিকর একটি খাবার। আমাদের বাসায় আগে কোয়েল পাখি ছিল। তখন ডিম খাওয়া হতো। আর আপনি এত সুন্দর করে ভুনা করেছেন দেখে তো মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই লোভনীয় লাগছে।

হ্যাঁ দিদি অনেক সুন্দর লেগেছিল তাই তো লোভ সামলাতে না পেরে গরম ভাতের সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছিলাম 😄😄। ধন্যবাদ দিদি সময় করে আমার পোস্টটি দেখার জন্য।

কোয়েল পাখির ডিম গুলো ছোট ছোট থাকে। সেজন্য বাচ্চারা খুবই পছন্দ করে। আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে এই ডিম সিদ্ধ করে খাওয়াই। এগুলো খুবই পুষ্টিকর। আপনিতো দেখছি আজকে খুবই মজাদার করে কোয়েল পাখির ডিম ভুনা করেছেন। ছোট ছোট ডিম গুলো দেখতেও খুব কিউট লাগছে। খেতেও নিশ্চয়ই অনেক মজাদার হয়েছিল।

হ্যাঁ বাচ্চারা খুবই পছন্দ করে। অনেক সুন্দর লেগেছিল খেতে। আর এতে পুষ্টির গুনা গুণ অনেক রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি সময় করে আমার পোস্টটি দেখার জন্য।

কোয়েল পাখির ডিম আমি অনেক খেয়েছি, তবে কখনো রেসিপি তৈরি করা হয়নি। আপনার রেসিপি দেখে তাই শিখে নিলাম,পরবর্তীতে তৈরি করব।

কোয়েল পাখির ডিমের রেসিপি দারুন হয়েছে ভাই। মনে হচ্ছে খেতেও খুবই ভালো হয়েছিল। কোয়েল পাখির ডিম খেতে আমি অনেক পছন্দ করি। চমৎকার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

কোয়েল পাখির ডিম খেতে বেশ ভালোই লাগে। কোয়েল পাখির ডিমের বিভিন্ন ধরনের রেসিপি আমি খেয়েছি,তবে এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগবে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।