আমার ছাত্র

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো, আমি @saisan
কেমন আছেন সবাই?
সবাইকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আশা করি করোনাকালীন সময়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন।

সবাই তো অনেককে নিয়েই লিখে। তো আমিও ভাবলাম তেমন কিছু লিখি। তো গ্যালারি ঘাটতে গিয়ে আমার স্টুডেন্টের ছবি চোখে পড়লো। তো ভাবলাম ওকে নিয়েই লেখা যাক।

20210105_124705.jpg

লোকেশন: https://what3words.com/cheery.achiever.offend

এই হলো আমার কোয়ারেন্টাইনে পাওয়া প্রথম ছাত্র। ওর নাম মুনতাসির ইসলাম নাহিদ। ও আমার ছাত্র হওয়ার ঘটনাটি ও দারুণ!
ওরা আমাদের বাড়ির কাছাকাছি ভাড়া থাকে। একদিন আমি বসে ছবি আঁকছিলাম। তো ও ওর আম্মুর সাথে আমাদের বাড়ি এসেছিলো।আমার আম্মু ওর আম্মুকে বলে ও চাইলে ছবি আঁকার জন্য আমার কাছে আসতে পারে। কিন্তু পরদিন ওর আম্মু ওকে বই খাতা দিয়ে রীতিমতো আমার কাছে পড়তে পাঠিয়েছে। আমাকে ওর মা বললো লকডাউনে বসেই তো আছো ওকে একটু পড়াও। আমি তো উপায়ন্তর না দেখে পড়ানো শুরু করলাম। কিন্তু ওর পড়া দেখে আমি তো হতবাক।
উইন্ডো কে উচ্চারণ করে ''ওয়ান্ডো'', বর্গীয় জ কে বলে "মুরগীজ্জ", দন্ত্য ন কে বলে "দুন্নতন",অবস্থান কে বলে "কবরস্থান"
এরকম আরও কত কী!
দেখে দেখে পড়তে দিলে কি থেকে কি যে পড়ে!
ভাবা যায় না!
আমি তো এরকম অবস্থা দেখেই আম্মুকে বলে দিছি এ আমার দ্বারা সম্ভব নয়!
কিন্তু তা আর হলো কই ওকে পড়ালাম ২ মাস ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে। প্রতিদিনই ও এরকম নতুন নতুন আজব আজব জিনিস নিয়ে হাজির হয়। যা শুনে দেখে আমার মাথা ঘুরে যায়।

20200617_135013.jpg

লোকেশন: https://what3words.com/cheery.achiever.offend

ও পড়া না থাকলেও আমার বাড়িতে এসে হাজির হয় ওর এটা ওটা খেলনা নিয়ে। বলে চলোনা ভাইয়া খেলি।আমি প্রায় না করে দিই। ছোট বাচ্চাদের সাথে খুব একটা হয়ে ওঠে না।তবে মাঝে মাঝে না বলতে পারি না। ও একদিন ব্লকস নিয়ে এসেছিলো। তারপর এটা বানিয়ে বলে দেখো ভাইয়া আমি রোবোট বানাইসি। আমি দেখে তো বেশ অবাকই হয়েছিলাম।কারণ ওর পড়াশোনার যা হাল সে অনুযায়ী ওর কাছ থেকে এরকম কিছু দেখতে পাবো আশা করিনি।

20200617_135137.jpg
এই হলো তার রোবোট

লোকেশন: https://what3words.com/cheery.achiever.offend

20200617_142949.jpg

এরপর আমি ওর ব্লকস গুলো দিয়ে ওর নাম লিখে দিলাম। ও এটা দেখে অনেক খুশি হয়েছিলো।

20200617_135513.jpg

লোকেশন: https://what3words.com/cheery.achiever.offend

তারপর ও আমার খেলনার দিকে হাত বাড়ালো। আমার ছোটবেলার জিনিসপত্র শোকেসে সাজানো আছে। ও এই শোপিস টা দেখে ওটা চাইলো। আমি বের করে দিলাম। ও সেটা কাঁধে তুলে বলে দেখো ভাইয়া আমি জলদস্যু। ও পাইরেটসদের কার্টুনে দেখেছে জলদস্যুর কাঁধে পাখি থাকে।

20200619_143600.jpg

লোকেশন: https://what3words.com/cheery.achiever.offend

এছাড়াও সে আমাকে বলে ভাইয়া চলো পুকুরে গোসল করি। ও সাঁতার শিখতে চায়। আমি তখন বলি যে তোমার আম্মু বকবে। ও বলে ''না,কিছু বলবে না'।আসলেই ওর আম্মু অনুমতি দিয়ে দেয়। ও মাঝে মাঝে ওকে নিয়ে পুকুরে নামতাম। ও লাফালাফি করতো , সাঁতার কাটার চেষ্টা করতো।ওকে সাঁতার শেখাতাম। একবার পুকুরে নামলে আর উঠতে চাইতো না।

20201110_184327.jpg

বিদ্যুৎ না থাকায় মোমবাতি হাতে নিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা

লোকেশন: https://what3words.com/cheery.achiever.offend

মাঝে মাঝে ওকে মডেল হিসেবে ও ব্যবহার করা যায়। ওকে পড়াই, ওর সাথে খেলি,ঘুরতে যাই। প্রথম ছবি টা হলো ওকে নিয়ে সরিষাক্ষেতে ঘুরতে গেছিলাম তখনকার। ছাত্র হিসেবে সে খারাপ না।কিন্তু ঐ যে এমন এমন কাণ্ড করে যে মাথা ঘুরে যায়।

যাহোক এই হলো আমার ছাত্র।
আপনাদের কেমন লাগলো জানাবেন।

আশা করি ভালো লাগবে।

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ

ছবি@saisan
ডিভাইসস্যামসাং এ৩০
লোকেশনজয়পুরহাট, বাংলাদেশ

ধন্যবাদ @rme আমাদের জন্য বাংলায় মনের ভাব প্রকাশের এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য।

ধন্যবাদ @winkles & @hafizullah
ফর বিং নাইস উইথ মি

@steemcurator01
@steemcurator02

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর হয়েছে ব্লগটি।

আসলে ছাত্রের এই রকম সুসম্পর্ক থাকাটা বেশ জরুরী, আর এই বয়সে ওরাইতো দুষ্টমি করবে নাকি। ধন্যবাদ

ধন্যবাদ ভাই ❤️
হ্যাঁ তা তো করবেই
আর আমিও চাই যেন ওদের সাথে মিশে যেতে
যাতে ওরা নির্ভয়ে আমার কাছে শিখতে পারে,কিছু জোর করে চাপিয়ে না দেওয়া হয় যা আমরা পাইনি সেভাবে।