আমার পরিচয়
হ্যালো! আমি @saisan
আসসালামু আলাইকুম।
আশা করছি সবাই ভালো আছেন। করোনাকালীন সময়ে যদিও আমরা সবাই বিমর্ষ হয়ে পড়েছি। কিন্তু এরই মাঝে আমাদের যতটা সম্ভব নিজেদের ও নিজেদের পরিবার-পরিজন, আত্মীয় -স্বজন, বন্ধু -বান্ধবকে ভালো রাখার চেষ্টা করতে হবে। যা যা করলে নিজেরা ভালো থাকা যায় তা নিয়ে ব্যস্ত থাকতে হবে।
আমার নাম জাহিদ। আমি বাংলাদেশে থাকি। আমার বসবাস বাংলাদেশের উত্তরাঞ্চলে। আমার জেলার নাম জয়পুরহাট। আমি জয়পুরহাট জেলার এক প্রত্যন্ত এলাকায় বসবাস করি। এটি একটি ভারতীয় সীমান্তবর্তী ছোট্ট জেলা। যার উত্তর পাশে দিনাজপুর জেলা,পশ্চিম পাশে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা ,পূর্ব দিকে গাইবান্ধা ও বগুড়া জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে নওগাঁ জেলা এবং দক্ষিণ দিকে বগুড়া জেলা। জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগে অবস্থিত।
আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে বিএসএস (সম্মান) ২য় বর্ষ ২য় সেমিস্টারে পড়াশোনা করছি। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা কুষ্টিয়া ও ঝিনাইদহে অবস্থিত।
আমার বয়স ২২ বছর। আমি গ্রামে বসবাস করি। গ্রাম হলেও এখানে আধুনিকতার ছোঁয়া আছে। আমি মুসলিম পরিবারের সন্তান। আমার বেশ কিছু শখ রয়েছে৷ আমি মূলত ঐসব করেই আমার দিনের অধিকাংশ সময় কাটাই। ছোটবেলা থেকেই আমি ছবি আঁকতাম। ছবি আঁকি বলে পরিচিতদের মাঝে সুনাম আছে। আমার বিভিন্ন ক্রাফটস করতেও ভালো লাগে।লোগো ডিজাইন ও ভালো লাগে। এছাড়াও ক্রিকেট খেলতে আমার অনেক ভালো লাগে। ক্রিকেট সম্পর্কে জ্ঞান রাখতে ভালোবাসি,আমি অনেক অনেক খেলোয়াড়ের নাম জানি। খেলোয়াড়দের ছবি আঁকতাম।আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার ভারতের যুবরাজ সিং। একসময় আমি খবরের কাগজ থেকে খেলোয়াড়দের ছবি সংগ্রহ করতাম। আমার কাছে সেসব এখনো রয়েছে।আমার কাছে অনেক অনেক খেলোয়াড়ের ছবি আছে। আমি বিভিন্ন দেশের মুদ্রা ও ডাকটিকিট ও সংগ্রহ করি। আমি গান শুনতে পছন্দ করি।গান গাইতে না জানলেও গান গাইতে ভালো লাগে। আমার ভাশা শিখতে ভালো লাগে। ভাষা আমার অনেক প্রিয় একটি বিষয়।আমি তৃতীয় শ্রেণিতে থাকতেই হিন্দি লিখতে শিখি।পরবর্তীতে আরবি,গ্রীক ও রাশিয়ান লিখতে শিখি। এছাড়াও অল্প অল্প অনেক ভাষাতেই লিখতে ও বলতে পারি। যেমন: স্প্যানিশ, ফ্রেঞ্চ,উর্দু, আরবি,হিন্দি,তামিল, তেলুগু ইত্যাদি। এসব ভাষা নিয়ে আমি বেশ কিছু আর্টিকেল পড়েছি। সেসব ভাষায় মুভি সিরিজ দেখি,গান শুনি। আমি প্রায় ১৪ টি ভাষার গান জানি ও ৩৬ দেশ/ভাষার মুভি দেখেছি। এভাবেই শিখি অল্প অল্প। আমি মুভি দেখতে পছন্দ করি।এই লকডাউন টা মোটামুটি মুভি দেখেই কাটিয়ে দিচ্ছি। লকডাউনে এযাবৎ ৩৯০ টি মুভি ও ৬ টি ওয়েব/টিভি সিরিজ দেখে ফেলেছি। আমার ছবি তুলতেও অনেক ভালো লাগে। ঘুরে বেড়াতেও ভালো লাগে।
এই হলো মোটামুটি আমার পরিচয়।
ধন্যবাদ
@rme আপনাকে ধন্যবাদ আমাদের নিজের ভাষায় নিজেকে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য
ধন্যবাদ @winkles পরিচয় দেওয়ার প্রসেস জানানোর জন্য
স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগ এ।
বেশ ভালো তথ্য আপনার সম্পর্কে উপস্থাপন করেছেন, তবে শেষের কথাগুলো পড়ে বেশী অবাক হয়েছি, ১৪টি ভাষার গান জানেন! তাহলেও আপনাকে আমাদের হ্যাং আউটে নিয়মিত উপস্থিত থাকতে হবে আমাদের গান শুনানোর জন্য, হা হা হা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ।
হ্যাঁ, যদি একসাথে হওয়া যায় অবশ্যই আমরা গানের আসর বসাতে পারি। একসাথে অন্তাক্ষরী/গানের কলি খেলা যেতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ রাত দশটায় হ্যাংআউট আছে পারলে উপস্থিত থাইকেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমন্ত্রণের জন্য ধন্যবাদ
যদি সম্ভব হয় অবশ্যই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিস্মিত হইলাম আপনার বৃতান্ত দেখে।স্বাগতম আপনাকে স্টিম দুনিয়ায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই😊
শুনে ভালো লাগলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit