আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১৯শে জুন, বুধবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আমার দেখা চমৎকার একটা মুভি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে।
📋 কিছু তথ্য
পরিচালক | ইমতিয়াজ আলী |
---|---|
গল্প লেখক | ইমতিয়াজ আলী ও সাজিদ আলী |
প্রোডাকশন | ইমতিয়াজ আলী ও মোহিত চৌধুরী |
অভিনয়ে | দিলজিৎ দোসাঞ্জ, পরিণীতি চোপড়া, অপিন্দরদীপ, নিশা বানো, রাহুল মিত্র, আঞ্জুম বাত্রা, উদয়বীর সান্ধু |
মুক্তির তারিখ | ৮ এপ্রিল ২০২৪ |
চলমান সময় | ২ ঘন্টা ২৬ মিনিট |
দেশ | ইন্ডিয়া |
ভাষা | হিন্দি |
যারা সত্যি কারের মুভি লাভার তাদের কাছে এই মুভিটা অবশ্যই ভালো লাগবে বলে আমি মনে করি, বলিউড মুভির প্রেম ভালোবাসার রোমান্স একশন এগুলো দেখতে দেখতে যদি আপনি বিরক্ত হয়ে যান একদম রিয়েল অ্যাক্টিং দেখতে চান তাহলে অমর সিং চামকিলা আপনার জন্য বেস্ট হতে পারে বলে আমি মনে করি।
লো বাজেটের মুভি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে সবার কাছে পৌঁছে গেছে কারণ এই মুভিটা খুব সহজেই যেকোন প্ল্যাটফর্ম থেকেই দেখা যাচ্ছে। লো বাজেট বলে বলিউডের অন্য কোন মুভির সাথে যে এর তুলনা করা যাবে না বিষয়টা এমন নয়, গল্প এবং অভিনয়ের দাপটে অনায়াসে এই মুভিটা দর্শকের মন কেড়ে নিতে পারে।
একটা মজা কোম্পানি থেকে শুরু করে পাঞ্জাবের বড় একজন গায়ক হয়ে ওঠার গল্পটাই তুলে ধরা হয়েছে এখানে, গল্পের টুইস্ট হচ্ছে গানের জগতের হানি সিং এর মত চামকিলা জীবনেরও কিছু ঘটে যায়। একজন সাধারণ শ্রমিক থেকে গায়ক হয়ে ওঠার পথটা খুবই সহজ ছিল না, ভাগ্যক্রমে একদিন স্টেজে ওঠার সুযোগ হয়ে ওঠে।
প্রথমবার সে যখন হাতে মাইক পায় তখন থেকেই মানুষ তাকে সুপারস্টার ভাবা শুরু করে এবং তিনিও জানেন সাধারণ জনগণ কি গান শুনতে চায়, এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি একটার পর একটা অশ্লীল গান সে গিয়ে থাকেন।
এখানে বলে রাখা ভালো গানের লাইনগুলো অশ্লীল হলেও মুভিতে কোন অশ্লীল চিত্র ছিল না। তাই নির্দ্বিধায় মুভিটা দেখা যেতে পারে, তবে গানের লাইনের লিরিক্স গুলো একটু ভিন্ন রকমের ছিল। পাঞ্জাবের আঞ্চলিক ভাষা কম বোঝার কারণে গানগুলো আমার কাছে গানের মতোই লেগেছে।
হঠাৎ করে আপনি উপরে উঠে যাবেন আর আপনার শত্রুর থাকবে না তা তো হয় না, গানের জগতের অন্যান্য মানুষেরা তার শত্রু হয়ে ওঠেন, সুশীল সমাজ তার অশ্লীল গানকে বর্জন করার জন্য উঠে পরে লাগেন, তবে তিনি কোন কিছুর তোয়াক্কা না করে তার নিজের গতিতে এগোতে থাকে, এদিকে দেশ থেকে বিদেশেও তার গানের সুনাম ছড়িয়ে যায়।
তার গানের সুনামের সাথে সাথে দেশে এবং বিদেশে উভয় জায়গাতেই তার শত্রুও তৈরি হয়ে থাকে, সুশীল সমাজ কোনভাবেই তার গানগুলোকে গ্রহণ করতে পারছিল না, কিন্তু সাধারণ জনগণ তাকে ভালো হতে দিচ্ছে না। কারণ তার ভালো গানগুলো সুপারহিট হচ্ছে ঠিকই কিন্তু স্টেজে উঠলে তাকে সে অশ্লীল গানগুলো উপস্থাপন করার জন্য বাধ্য করা হয়।
সিনেমাটিক দৃশ্যগুলো দেখে মনে হবে একদম লাইফ পারফরম্যান্স আপনি উপভোগ করছেন, মনে হবে সবকিছু যেন একদম রিয়েল, মুভিতে সব থেকে বেশি প্রকাশ করা হয়েছে গানের উপর, হয়তোবা গান না থাকলে এই মুভিটা একদম সাদামাটা হতো।
তারপর জানতে পারলাম এ আর রহমান তার হাত ধরে গানগুলো এসেছে এজন্যই মিউজিক এর মধ্যে এতটা জাদু ছিল, এ আর রহমানের মিউজিক এবং দিলজিৎ দোসাঞ্জ কণ্ঠস্বর এ যেন সেই অরজিনাল চামকিলা।
হ্যাঁ চামকিলা সত্যিই একজন গায়ক ছিলেন, এবং একটা নির্দিষ্ট সময় পর বহু লোক তাকে জানের ভয় দেখিয়েছিল, এবং একটা সময় একটা গানের প্রোগ্রামে যাওয়ার সময় সকলের সামনে তার স্ত্রী এবং তাকে গুলি করে মেরে ফেলা হয়, সে সত্য ঘটনার অবলম্বন করে এই মুভিটা তৈরি করা হয়েছে।
মুভি ট্রেলের ভিডিওটাই অসাধারণ আপনার মুভিটা দেখার আগ্রহ কয়েকগুন বাড়িয়ে দেবে।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit