শখের ছবিওয়ালা,❇️📸🎈♨️ -পর্ব: ০৭ (রেনডম ফটোগ্রাফি) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো by sajjadsohan

in hive-129948 •  3 years ago 

শখের ছবিওয়ালা,❇️📸🎈♨️ -পর্ব: ০৭ (মাইক্রো ফটোগ্রাফি) || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো by sajjadsohan

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১২ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ।।

২৬ই- জানুয়ারি, বুধবার।


শখের ছবিওয়ালা

শখের ছবিওয়ালা❇️📸🎈♨️ - পর্ব: ০৭



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমার তোলা কিছু ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে।




📸 ছবি নাম্বার: ১

1643182113693-01.jpeg


আবার আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি নিয়ে চলে আসলাম। কয়েকদিন যাবৎ একটু অসুস্থ ছিলাম তাই কিছুটা কম পোস্ট করেছি। এই ছবিগুলো কয়েকদিন আগে তুলে রেখেছিলাম। তাই পোস্ট করতে পারছি। কারণ জ্বর এবং শরীল ব্যথার কারণে লাস্ট কয়েক দিন বিশ্রামে ছিলা।


1643182042376-01.jpeg


আপনারা যারা আমার পোস্ট দেখেন তারা জানেন, আমি মাঝে মাঝেই নার্সারিতে যাই। নার্সারিতে যাওয়ার তিনটা কারণ রয়েছে, প্রথমত আমি সারাদিন বাসায় থাকি তাই যখন নার্সারিতে যাই তখন ভাল লাগে একটু হাঁটাহাঁটি হলে শরীর সুস্থ থাকে, শহরের যানজট থেকে একটু মুক্তি পেতে এবং মুক্ত বাতাস পাওয়ার জন্য খুবই উপযোগী এবং নার্সারিতে প্রচুর পরিমাণ ফুল থাকে অনেক ফুল সম্পর্কে আরো জানতে পারি ও ফটোগ্রাফি করতে পারি।


1643182179945-01.jpeg


এই ফুলের নাম হল হিবিস্কাস , এটি কিছুটা জবা ফুলের মতো দেখতে, সৌন্দর্য ছাড়াও নাকি এর অনেক ব্যবহার হয় রূপচর্চার ক্ষেত্রে তবে আমার সে সম্পর্কে তেমন ধারনা নেই। তবে রূপচর্চার ক্ষেত্রে ফুলের বিশেষ ব্যবহার রয়েছে।


https://w3w.co/screening.corrosive.readily


📸 ছবি নাম্বার: ২

1643181151036-01.jpeg


এটি হচ্ছে ডালিম গাছের ফুল। ডালিমের মত লাল, এই ফলটি শরীরের জন্য খুবই ভালো এবং পুষ্টিকর, এখানে অনেক চারা গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছের মধ্যে ফুল ধরে আছে গাছগুলোকে ভালো ভাবে যত্ন নিলে বা মাটিতে লাগালে খুব শীঘ্রই ফুল থেকে ফল হবে।


1643181539652-01.jpeg


ডালিম যেমন পুষ্টিকর একটি ফল, তেমনি দেখতে খুবই সুন্দর। ডালিমকে সুন্দরভাবে কাটা একটু কষ্ট, কিন্তু খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এই ফুলগুলো সাধারণত কমলা রং অথবা লাল রঙের হয়ে থাকে।


https://w3w.co/hazelnuts.character.debating


📸 ছবি নাম্বার: ৩

1643181790489-01.jpeg



আমার পছন্দের তালিকায় এই উদ্ভিদটি রয়েছে, এটি ফুল না হলেও খুব সহজেই মানুষের মন কেড়ে নিতে পারে। অসম্ভব সুন্দর হয়েছে এই গাছের পাতা গুলোর মধ্যে, কোন অংশেই তাকে ফুলের থেকে কম সুন্দর বলা যাবে না।


1643181635260-01.jpeg


এই গাছের পাতাগুলো বাহারি রঙের হয়ে থাকে, পাতাবাহারের মত এই গাছ পাতা দিয়ে তার সৌন্দর্যকে প্রকাশ করে। এই গাছ সারি সারি ভাবে যে স্থানে লাগানো হোক সেখানকার পরিবেশ সুন্দর হয়ে উঠবে।


1643181728795-01.jpeg


এই গাছের নাম হল কোলিয়াস, এটি পাতাবাহারের একটি প্রজাতি, যার মূল সৌন্দর্যের উৎস হল পাতার বিভিন্ন রং। পাতার রং দিয়ে মূলত এই গাছের পরিচয় এবং পাতার এই বিচিত্র রঙের জন্যই এই উদ্ভিদ আমার কাছে বেশ ভাল লাগে।


https://w3w.co/mile.tops.nicely


📸 ছবি নাম্বার: ৪

1643182278057-01.jpeg


বাতাসে গাছটি খুবই আলোচনা করছিল, কিছুটা বাধ্য হয়েই গাছটাকে হাত দিয়ে ধরলাম। অতিরিক্ত নড়াচড়ার কারণে কয়েকটি ছবি নষ্ট হয়েছে। ছবি তোলার পরে খেয়াল করে দেখি এ ছবির ফুলের পরাগরেণু ওই অংশটি নষ্ট হয়ে গেছে। আমি এই ধরনের আরও ফুল খোঁজা শুরু করলাম।


1643182366401-01.jpeg


তার কাছেই আরেকটি গাছ ছিল, এই গাছে খুব সুন্দর ফুল ধরে আছে। আমি ফুলটির কাছে গেলাম এবং ছবি তুলে শুরু করলাম। দেখে বোঝা যাচ্ছে এটি তাজা একটি ফুল।


1643182449027-01.jpeg


জবা ফুল তুলনায় বড় হলেও এটি খুব নরম পাপড়ি ধারা তৈরি। গাছ থেকে ছেড়ার কিছুক্ষণের মধ্যেই ফুলটি তার সৌন্দর্য হারিয়ে ফেলে। তাই কোনো কারণে যদি এই ফুলের ব্যবহার প্রয়োজন হয়। তাহলে পানির মধ্যে ফুলটি রাখতে হয়।


1643182510816-01.jpeg


এবার মাইক্রো ফটোগ্রাফি হয়ে যাক, প্রত্যেকটি ফুলেরই আমি মাইক্রো ফটোগ্রাফি করার চেষ্টা করে। এটিও তার থেকে আলাদা হবে না। ফুলের মাঝখানে যে এন্টিনা রয়েছে তার ফটোগ্রাফি করার চেষ্টা করছি, এরমধ্যে রাত হয়ে যাচ্ছে। অন্ধকারে যতটুকু সম্ভব চেষ্টা করছি।


https://w3w.co/suits.fidgeted.textiles


PhotographyFlower photography
Photographerme @sajjadsohan
DeviceXiaomi redmi Note 10 Pro Max




image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


আমার বাংলা ব্লগ.gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই আপনার তোলা ফটোগ্রাফি সব গুলো জাস্ট অসাধারণ ছিল। আমারতো প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। কিন্তু প্রথম ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে খুবই আকর্ষনীয় লেগেছে। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনারকে অসংখ্য ধন্যবাদ , আমার পোষ্ট দেখার জন্য। ফুল সবাই ভালোবাসে, এটা যে কারো মন ভালো করার মত একটা জিনিস।

ওয়াও ভাইয়া অসাধারন সব ফটোগ্রাফি করেছেন। আসলেই খুব সুন্দর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর মন কাড়ার মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ও রইলো শুভকামনা।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার ধারণ করা ছবি গুলো। প্রত্যেকটি ছবিই এক দম নিখুঁত ভাবে ধারণ করা হয়েছে। খুবই ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ।

এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্য রইলো শুভকামনা।

সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি ভাইয়া। আসলেই অসাধারণ হয়েছে সবগুলো ফটোগ্রাফি।

কোনটা ছেড়ে কোনটা সুন্দর বলবো তাই বুজতে পারছিনা।

ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম। আপনাকে ধন্যবাদ আপু।

প্রথম ছবিটা অসাধারণ হয়েছে। হিবিস্কাস নামটাও জানতে পারলাম। এটাই বা কম কিসের। একটা জিনিস তো শিখতে পারলাম। বাকি ছবিগুলোও চমৎকার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য। আর সাবধান থাকবেন সচেতন থাকবেন।

জি এসময় সবার সচেতন থাকা প্রয়োজন, আপনি ও সাবধানে থাকবেন, আপনাকে ধন্যবাদ।

ওয়াও ভাইয়া অনেক সুন্দর হয়েছে। আপনার সত্যি প্রশংসা করতে হয়। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে সাজিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অংখ্য ধন্যবাদ আপু, আপনার জন্য ও রইলো শুভকামনা।

আপনার তোলা ফটোগ্রাফিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনি ফটোগ্রাফির মাধ্যমে আপনার দক্ষতা প্রকাশ করেছেন। একই ফুলকে অনেক এ্যাংগেল এ ছবি তুলেছেন । যেটা ফটোগ্রাফি পোস্টটিকে আরো সুন্দর করে তুলেছে। ফটোগ্রাফির পাশাপাশি আপনি বর্ণনাগুলোও অনেক সুন্দর ভাবে দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইলো

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

খুব সুন্দর এবং দারুণ ফটোগ্রাফি করেছেন। এবং ফুলের বিষয়ে বিস্তারিত লিখেছেন। আপনি ফুল গুলো খুব সুন্দর করে বর্ণনা করে গেছে সত্যিই ভাল লাগার মত। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে কোনটা রেখে কোনটা প্রশংসা করবো সত্যি ভেবে পাচ্ছিনা। ধন্যবাদ আপনাকে এরকম একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এতো সুন্দর একটি মন্তব্য দেখলে কার না ভালো লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

প্রত্যেকটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি এবং হিবিস্কাস ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো। হিবিস্কাস ফুল আমি প্রথম দেখলাম। আপনাকে ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য শুভকামনা।

ধন্যবাদ আপু এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।