১৩৬.০৪৮ স্টিম পাওয়ার আপ || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৩রা আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ।

১৭ই জুন, ২০২২, শুক্রবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।আজকে আমি পাওয়ার আপ পোস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।


Minimalist grand opening coffee shop social media template (3).gif

ক্যানভা প্রো দিয়ে তৈরি করা হয়েছে।



কিছুদিন আগে আমি একটি টার্গেটের অংশগ্রহণ করি সেটি হল টার্গেট ডিসেম্বর সিজন-২ তে আমার লক্ষ্য ।আমি একটি বড় টার্গেট নিয়েছি আমার টার্গেট টি হল ৪০০০ স্টিম পাওয়ার তৈরি করা।


পূর্বে আমার স্টিম পাওয়ার

image.png

পূর্বে আমার একাউন্টে ১১৩৪.৮৭২ স্টিম ছিল, যেটি আমি স্ক্রিনশট এর মাধ্যমে পোস্টে উল্লেখ করলাম।


পাওয়ার আপ করার সময়

image.png



বর্তমান আমার স্টিম পাওয়ার

image.png

বর্তমানে আমার ওয়ালেটের অবস্থার স্ক্রীনশট


পরিসংখ্যান


সময়স্টিম পাওয়ার
পূর্বে১১৩৪.৮৭২ স্টিম
বর্তমান১২৭০.৯২১ স্টিম
মোট পাওয়ার আপ১৩৬.০৪৮ স্টিম




image.png



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি তো ভাই পুরাই আগুন! একদম ১৩৬ স্টিম পাওয়ার আপ করে ফেলেছেন দেখছি। এটা অবশ্য ভালো। লক্ষ্যের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন। আপনার জন্য শুভকামনা ভাই ❣️

সবটাই আপনাদের ভালোবাসা এবং দোয়া। আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার টার্গেট পূরণ করতে পারি।

বাহ,অনেক বড়ো এমাউন্ট আপনি পাওয়ার আপ করেছেন।যেটি দেখে আমার খুব ভালো লেগেছে।আমি নিজেও একটু বেশি পাওয়ার আপ করার চেষ্টা করি ।পাওয়ার আপ করা নিজের কাজকে দৃঢ় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।আশা করি সময়ের আগেই আপনার আশা পূরণ হবে,শুভকামনা রইলো ভাইয়া।

আমি নিজেও চেষ্টা করি স্টিম গুলো সংগ্রহ করে রাখার জন্য, কিন্তু বিভিন্ন প্রয়োজনে বা নিজের চাহিদার কারণেই আমি আমার বড় এমাউন্টের স্টিম পাওয়ার আপ সবসময় করতে পারিনা, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন।

আপনি অনেক বড় একটি অ্যামাউন্ট এর পাওয়ার আপ করেছেন। যা দেখতে খুবই ভালো লাগছে। আমি মনে করি আপনার এই পোস্টটি দেখে অনেকেই আরও উৎসাহিত হবে। যেমন আমি নিজে হয়েছি। এভাবেই সামনে এগিয়ে যান ভাইয়া। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল।

আমাদের সবারই উৎসাহিত হওয়া উচিত, আমার টার্গেটটা বড় কিন্তু সেটি আমি পূরণ করতে পারছিনা, তাই চেষ্টা করছি এখন থেকে একটু বেশি স্টিম সংগ্রহ করার জন্য।

ভাইয়া আপনি অনেক বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন। সচরাচর এত বড় এমাউন্টের পাওয়ার আপ দেখা যায় না। তাই খুবই ভালো লাগলো আপনার পাওয়ার আপ পোস্টটি দেখে। পাওয়ার অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের শক্তি বৃদ্ধি করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাওয়ার আপ পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

এখন মার্কেট প্রাইস একটু ডাউন টাকার কারনে অনেকেই কম পরিমাণ সংগ্রহ করছে, মার্কেট প্রাইস ঠিক হয়ে গেলে দেখবেন সবাই মোটামুটি ভালো পরিমাণ স্টিম কে সংগ্রহ করবে।

আপনার পাওয়ার আপ এর পোস্টটা দেখে আমার খুবই ভালো লাগলো। পাওয়ার আপ করা আমাদের সবার জন্যই খুবই জরুরী। আপনাদের পাওয়ার আপ করা দেখে আমার নিজেরও খুবই আগ্রহ বাড়ে। এভাবে একটু একটু করে এগিয়ে যান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এখন মার্কেট প্রাইস একটু ডাউন টাকার কারনে অনেকেই কম পরিমাণ সংগ্রহ করছে, মার্কেট প্রাইস ঠিক হয়ে গেলে দেখবেন সবাই মোটামুটি ভালো পরিমাণ স্টিম কে সংগ্রহ করবে।

যত বেশি পাওয়ার তত বেশি ক্ষমতা আমরা এটাই বিশ্বাস করি আপনি ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার বৃদ্ধি করেছেন দেখে খুবই ভালো লাগলো। খুব দ্রুতই লক্ষ্যে পৌঁছে যাবেন শুভকামনা রইল।

টার্গেট রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি কতটুকু আমার ধারা করা সম্ভব হয়, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে সম্ভব হতে পারে।

যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতা অর্জন আপনি অনেক বড় এমাউন্টের স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন কবি ভালো লাগলো দেখে শুভ হোক আপনার আগামীর পথচলা পাওয়ার বৃদ্ধির মাধ্যমে 💪💪❤️

খুব বেশি পরিমাণ অ্যামাউন্ট হয়নি তবে আমি চেষ্টা করেছিলাম আমার গত সপ্তাহের সম্পূর্ণ আর্ন সংগ্রহ করার জন্য।

যে পরিমান স্টিম পাওয়ার আপ করেছেন ভাই তাতে আপনাকে আর কি বলবো। সাধুবাদ জানাই আপনার এই কাজের জন্য। অনেক ভাল এমাউন্ট পাওয়ার আপ করেছেন ভাই। ভালবাসা নিবেন

বেশ কয়েকদিন আমি অসুস্থ থাকার কারণে কাজ করতে পারেনি, তাই আসলাম যখন একটু কাজের প্রতি উৎসাহ হওয়ার জন্যই এই পদক্ষেপ নেয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি অনেক বড় একটি এমাউন্ট পাওয়ার আপ করেছেন। আপনার পাওয়ার আপ দেখে আসলে উৎসাহিত হচ্ছে এই সময় এত বড় অ্যামাউন্ট পাওয়ার আপ করেছপন খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন শুভকামনা আপনার জন্য।

বেশ অনেকদিন যাবত কমকম সঞ্চয় করতে পারছিলাম, এতে করে টার্গেট পূরণ হবে না তাই একটু বড় কিছু করার চিন্তা, ধন্যবাদ ভাই আপনাকে।

অনেকদিন পরে দেখলাম কোন একজন অনেক বেশি পাওয়ার আপ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত বেশি সক্রিয়তা বৃদ্ধি আমাকে মুগ্ধ করেছে।

আমি নিজেও অনেক দিন পরেই এই পরিমাণ সঞ্চার করতে পেরেছি, মূলত মার্কেট প্রাইস ডাউন থাকার কারণে আমাদের ধারা এটি সম্ভব হচ্ছে না, পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

১০৩ স্টিম পাওয়ার আপ করার মধ্য দিয়ে আপনার সক্ষমতা আপনি নিজেই আরো বৃদ্ধি করে নিলেন ভাইয়া। এই সময়ে ১০৩ স্টিম পাওয়ার আপ করাটা অত্যন্ত বড় একটা এমাউন্ট বলে আমি মনে করি। এরই মধ্য দিয়ে আপনি ১২৭০ স্টিম পাওয়ার এ পৌঁছে গেলেন।

এটা মনে হয় ১৩৬ স্টিম হবে, আমাকে উৎসাহিত করার জন্য এবং পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

আমরা সবাই জানি পাওয়ার বৃদ্ধি করা মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি নিজে সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে ১৩৬ স্ট্রিম পাওয়ার বৃদ্ধি করেছেন। বড় এ্যামাউন্ট পাওয়ার বৃদ্ধি করে আপনি সফলতার দ্বারপ্রান্তে একধাপ এগিয়ে গিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

জি ভাই আমি সক্ষমতা বৃদ্ধি করার জন্য একটি টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি।

136 স্টিম কিন্তু অনেক বড় একটা এমাউন্ট। আপনি এত বড় এমাউন্ট পাওয়ার আপ করে আপনার আইডিকে আরো দুই ধাপ এগিয়ে নিয়েছেন বলে আমি মনে করি। দোয়া করি সামনে এরকম পাওয়ার আপ নিয়মিত করতে পারেন এবং আপনার লক্ষ্যে পৌঁছে যান

খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে আমি যাচ্ছি তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার জন্য, মার্কেট প্রাইস ডাউন থাকার কারণে অনেকটা পিছিয়ে গেছে যেহেতু আমার টার্গেটটা বড় তাই যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে।

বেশ বড় একটি এমাউন্টের পাওয়ার আপ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ☺️
এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানাই।
আপনার কাজের উৎসাহ বৃদ্ধি পাক দোয়া করছি।

আপনাদের ভালবাসা এবং সাপোর্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমার জন্য দোয়া করবেন ভাই।

একাউন্টঃ @sajjadsohan
পাওয়ার বৃদ্ধিঃ =11.9929%