পারফিউম

in hive-129948 •  2 months ago 

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১২ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ।

২৮শে অক্টোবর, সোমবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


পারফিউম

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage.jpg


বেশ অনেকদিন ধরেই খারাপ সময় চলছে, সবকিছুর মধ্যে নিজেকে মানিয়ে নিতে বেশ অনেকটা সময় নিয়ে ফেলেছি। নিজেও অনেকটা অসুস্থ হয়ে পড়েছি যাই হোক অনেকদিন ধরেই ভাবছিলাম বাহিরে কোথাও ঘুরে আসি। কিন্তু এখন যে পরিস্থিতি নিজেই আর কোথাও বের হলাম না, অনেকদিন হলো নিজের জন্য কেনাকাটা করা হচ্ছে না একটু সময় নিয়ে নিজের জন্য কিছু কিনব সেই মন মানসিকতা নেই।


IMG_20241025_115340.jpg


হঠাৎ করেই ফেসবুকে পারফিউমের অনেক এড আসতে শুরু করল, মনে মনে ভেবেছিলাম কয়েকটি জিনিস কিনব তার মধ্যে পারফিউম ছিল। মনে মনে ভাবতে দেরি আর ফেসবুক মহাশয় তার এড সামনে নিয়ে আসতে দেরি করেনি। ব্যক্তিগতভাবে পারফিউম আমার অনেক ভালো লাগে, আমি একটা পারফিউম আজও খুঁজছি ওই ঐরকম পারফিউম আমি আর খুঁজে পাইনি, যাইহোক বেশ কয়েকটা অ্যাড দেখার পরে ঠিক করলাম আমি একটা পেজ থেকে কিছু নিজের জন্য কিনবো।


IMG_20241025_115450.jpg

IMG_20241025_115503.jpg

IMG_20241025_115547.jpg


পারফিউম আমার ভালো লাগে কিন্তু পারফিউম সম্পর্কে আমার খুব বেশি একটা আইডিয়া নেই, এডমিনের সাথে যখন কথা বললাম তারা আমাকে কিছু পারফিউম সাজেস্ট করল। আমার কাছে প্রায় সবগুলো পারফিউম ই সিমিলার মনে হয় খুব স্ট্রং নয় আমার সফট এবং ফ্রেশ পারফিউম গুলো বেশি ভালো লাগে। তো এখন প্রায় সব জায়গাতেই ছোট ছোট অল্প পরিমাণে পারফিউম নেয়া যায় এটা আমার জন্য ভালো হয়েছে আমি একসাথে অনেকগুলো ট্রাই করতে পারব।


IMG_20241025_115728.jpg

IMG_20241025_115745.jpg

IMG_20241025_115840.jpg

IMG_20241025_115901.jpg


একটা পেজ থেকে তাদের অনেকগুলো পারফিউম ছিল , তাদের সাথে কথা বলে আমি আমার মত একটা কম্বো তাদেরকে তৈরি করতে বললাম, তারা বলল আমি যেভাবে কম্বো সাজাতে চাই তারা সেভাবেই তৈরি করে দিবে। প্রথমেই বললাম আমার তেমন কোন আইডিয়া নেই তাই আমার যেই নাম গুলো ভালো লেগেছে আমি সেগুলোই লিখে দিলাম। আমি যেই পারফিউম গুলো দিতে বলেছিলাম সেগুলো হল:

Versace Eros
Dior Sauvage
Ultra Male
Invictus
Essential


IMG_20241025_115921.jpg

IMG_20241025_120133.jpg


এগুলোর মধ্যে কোনটা ভালো লেগেছে এটা ঠিক বলতে পারছি না, আমি খুব বেশি একটা পার্থক্য খুঁজে পাচ্ছি না, তবে Ultra male এটা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ আমার সফট এবং ফ্রেশ পছন্দ আর এইটা অনেক স্ট্রং একটা পারফিউম। যাইহোক মন ভালো করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের জন্য কেনাকাটা করা। সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা রইল।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

পারফিউম আমারও খুব পছন্দ। তবে স্ট্রং পারফিউম আমার একেবারেই পছন্দ না। যাইহোক আপনি তো দেখছি অনলাইন থেকে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম কিনেছেন। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।