পরিচিতিমূলক পোস্ট

in hive-129948 •  2 years ago 

আমি মীর সাখাওয়াত হোসেন বাংলাদেশে ঢাকার সূত্রাপুর এলাকার অধিবাসী। আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ এর হোগলাকান্দি নামক ছোট্ট একটি গ্রামে। এখানেই আমার জন্ম ও মোটামোটি আড়াই বছর এখানেই বড় হয়েছি। আমি গণিতে অনার্স ও মাস্টার্স শেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন CEGIS নামে একটি প্রতিষ্ঠান এ কর্মরত আছি রিসার্চ কনসালটেন্ট হিসেবে। এছাড়াও আমি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গবেষণা করছি। আমার প্রিয় গবেষণার বিষয়গুলো ছায়াপথের গতিবিদ্যা ও এর বিবর্তন, বহির্জগতের গ্রহ, মেশিন লার্নিংয়ের ব্যবহার ইত্যাদি। আমি একজন ভৌগলিক তথ্য পরিষেবাবিদ ও এর পাশাপাশি আমি একজন সৌখিন দাবা খেলোয়াড়। আমার প্রিয় বিজ্ঞানীদের মধ্যে আছেন অ্যালবার্ট আইনস্টাইন ও নিকোলা টেসলা। এই দুজন কেই আমি গুরু মানি। দাবার জগতে আমি গ্যারি ক্যাসপারভ কে গুরু মনে করি। আমার ভবিষ্যত পরিকল্পনা হলো জ্যোতির্বিজ্ঞান নিয়ে পি এইচ ডি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব ও এই বিষয়ক গবেষণা করে যাব।
এবার আসি আমার সাহিত্য চর্চার কথা। আমি ছোট বেলা থেকেই সাহিত্য প্রেমি। সাহিত্যের সব ধরনের শাখা ই পছন্দ। তবে কবিতা খুব ভাল লাগে। আমার প্রিয় বই এর মধ্যে "রুবাইয়াত"। কেন জানি মনে হয় এই বই এর মধ্যে যে লুকানো প্রেম আছে তা আর কোন বই তে নেই। যে এই বই পড়ে নি তার প্রেম ই অসম্পূর্ণ।
একা একা নিস্তব্ধ পরিবেশে থাকতেই বেশি পছন্দ সেই ছোটবেলা থেকেই। ঐ সময় থেকেই লেখালেখির অভ্যাস ছিল। গবেষণা ও ঐ বয়স থেকেই করেছি। নিজেই একটা ছোট্ট ল্যাব বানিয়ে নিয়েছিলাম টেস্ট টিউব এর পরিবর্তে হোমিও প্যাথিক এর শিশি। আমার চিন্তার খোরাক আছে এমন সব কিছুই আমার আগ্রহের স্থান।
আমার মা একজন স্কুল শিক্ষিকা ও বাবা ব্যবসায়ী। আমি বাবা মা এর একমাত্র সন্তান।
20230512_142315.jpg

20230506_114628.jpg

20230224_183338.jpg

20230224_183324.jpg

আমার নিজেকে নিয়ে প্রকাশ করতে কম পছন্দ।
এই গ্রুপের ব্যাপারে ইন্টারনেট থেকেই খবর পাই। ভাবলাম সামু এর সাথে আরো কয়েকটি ব্লগে কাজ করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

Ma'am Have you read my post? I have added all the necessary information in this post. You have replied like a bot. Is there anyone who can judge this post. I want a specific reply not generic like bot.